আমার লেখা ছোট ২ টা কবিতা

in #new2 years ago

থাকোনা তুমি যতই দূরে
চাঁদ কিংবা আকাশ যেমন
দূরে থেকেও কাছে
তুমিও আছো তেমনি বুকের ভিতর।
থাকোনা তুমি যতই দূরে
আঁতর কিংবা ফুলের গন্ধ
যায়না ধরা, তবু কেমন হৃদয় জুড়ায়
তুমিও তেমনি আছো সবটা জুড়ে।

থাকোনা তুমি যতই দূরে
খোদার আশিস যেমন
দেখতে কি পাই, স্পর্শের বাইরে
তবুও কেমন মাথার ওপর।

IMG_9977_Original.jpeg

গায়ে গা জড়াজড়ি করে নিস্তরঙ্গ জল
শুয়ে আছে সারাটা হ্রদের শরীর জুড়ে!
রোদের আলোর ছটায়' বিকিরণ বিভা
জলের অতলে কি জাগায় কোন উত্তাপ!

প্রিয় পুরুষের মোহন স্পর্শে যেমন জাগে
প্রেমাতুর রমণী; মধ্যরাত্রিতে,
জলছুঁয়ে তেমনই জাগে শাপলা পাঁপড়ি
নির্মল শিহরণে প্রজাপতি উৎসবে পাতে!