You are viewing a single comment's thread from:

RE: বাংলাদেশ দলে নতুন ‘আফ্রিদি’ অভিষেক ম্যাচেই দুর্দান্ত সাহসিকতা দেখিয়েছেন!

in #new8 years ago

বাংলাদেশ ক্রিকেট টিম ক্রিকেট বিশ্বে পরাশক্তি হিসেবে জায়গা দখল করে নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট টিমের ও সাউফ উদ্দিন এর জন্য সফলতা কামনা করছি। এগিয়ে জাগ বাংলাদেশ ক্রিকেট টিম এগিয়ে জাগ সকল বাধা অতিক্রম করে বাংলাদেশ।

স্টিমিটে আমাদের বাংলাদেশিদের অন্তুভুক্ত করতে হবে চায়নিজ, জাপানিজ, রাশিয়ানদের মত। তারা তাদের নিজের ভাষায় স্টিম করেই চলেছে। বর্তমানে চায়নিজরা স্টিমিটে অনেক এগিয়ে। প্রচুর অর্থ তারা উপার্জন করছে।

আমরা বাংলাদেশীরা শুধু টাকা ইনকাম করতে চায় সর্টকাটে। যার ফলে এই স্টিমিটে কিছু করতে পারে না। এখানকার নিয়মেই হচ্ছে সুন্দর সুন্দর আর্টিকেল লিখে পাঠকদের দৃষ্টি আকর্ষন করা, পাঠকদের কিছু দেওয়া। কিন্তু আমরা সেটা করতে সম্পূর্ন ব্যর্থ।

ভাল থাকবেন ধন্যবাদ।