Achievement post 1. আমার পরিচয় পোস্ট – Steemit যাত্রার শুরু।

in Newcomers' Community3 days ago (edited)

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি।

আজকে আমি আমার প্রথম পরিচয়মূলক পোস্ট লিখছি।

আমার পরিচয় 🌸

নাম: সোহানা আক্তার মৌ
বয়স: ২৯ বছর
বৈবাহিক অবস্থা: বিবাহিত
পেশা: গৃহিণী
ঠিকানা: সাভার, ঢাকা
শখ: ট্রাভেল করা, রান্না করা, শপিং করা।

আমার কিছু কথা 💬

আমি একজন সাধারণ মেয়ে, পরিবারকে সময় দেওয়া এবং নতুন কিছু শিখতে ভালোবাসি। অবসরে মোবাইলে নতুন কিছু দেখা , নতুন নতুন রেসিপি ট্রাই করা এবং পরিবারকে সময় দেওয়া আমার কাছে অনেক আনন্দের।

Steemit প্ল্যাটফর্মে এসে আমি খুব খুশি, এখানে নতুন নতুন মানুষকে চেনার সুযোগ হবে, শিখতে পারবো অনেক কিছু এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারবো। আশা করি আপনাদের কাছ থেকে সহযোগিতা ও ভালোবাসা পাবো। ❤️

🌍 কেন Steemit এ এলাম:-

আসলে আমি সবসময়ই অনলাইনে কিছু শিখতে এবং আয়ের পাশাপাশি নিজের অভিজ্ঞতা সবার সাথে ভাগাভাগি করতে চাইতাম। Steemit প্ল্যাটফর্মের মাধ্যমে আমি নতুন কিছু শিখতে পারবো, নিজের লেখা শেয়ার করতে পারবো এবং অনেক ভালো মানুষের সাথে যুক্ত হতে পারবো বলে বিশ্বাস করি।

🚀 আমার লক্ষ্য:-

আমি নিয়মিতভাবে Steemit কমিউনিটিতে সক্রিয় থাকতে চাই। ভবিষ্যতে আমি ভ্রমণ কাহিনী, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা এবং বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করবো। আশা করি, আপনাদের কাছ থেকে সহযোগিতা ও উৎসাহ পাবো।

সমাপ্তি:-

সবাইকে অনেক ধন্যবাদ আমার পরিচয় পোস্টটি পড়ার জন্য। Steemit কমিউনিটির সবার সাথে সামনে আরও অনেক সুন্দর সময় কাটানোর অপেক্ষায় আছি।

IMG-20250106-WA0058.jpg

Sort:  

we have a support department where all your questions will be answered.

Kindly join the Steemit Support Telegram Chat by clicking here or scan the QR Code on the flyer below.

Explore different communities, your profile, engage with friends who mentioned you and chat with other steemian using the steemit bot

SS-TgCh-flyer.png

Greetings @mou95

Please do not post in the Newcomers community, as you are not considered a new user, as your account was created in 2024.

@justyy