জীবনকে ধ্বংসের প্রধান হাতিয়ার রাগ
আমাদের প্রানের শহর কুষ্টিয়া জেলায়
তুচ্ছ ঘটনায় বাবা শাহীনের সাথে ছেলের রাগারাগি হয়
! একপর্যায়ে ছেলের দিকে কাচি ছুরে মারে বাবা শাহিন, মুহুর্তেই কাচিটি ছেলের মাথায় গেথে যায়! দ্রুত নেওয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।
উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটাছুটির পর অবশেষে পিজি হাসপাতালে ভর্তি করা হলেও এখনো মাথা থেকে কাচি বাহির করা হয়নি, রাখা হয়েছে আইসিইউতে। চিকিৎসকরা জানিয়েছেন এর কাচি বাহির করতে ৩-৩.৫ লাখ টাকা লাগতে পারে এবং ঝুঁকি রয়েছে! ছেলের এ অবস্থায় বাবাও ছুটাছুটি করে পাগল প্রায়!
তাই,,,,আসুন রাগকে কন্ট্রোল করতে শিখি।
কারণ রাগ মানুষকে ধ্বংস করে৷