এগুলো ক্রয়কৃত ত্রাণসামগ্রীর বিভিন্ন কার্টন। ত্রাণ প্যাকেজিংয়ের পর বেঁচে যাওয়া এই কর্টনগুলো আমরা অবহেলায় নষ্ট করিনি। কারণ, এগুলোও আপনাদের আমানত।
আপনাদের এই আমানতগুলো আমরা যত্ন করে গুছিয়ে রেখে বিক্রি করেছি। সেখান থেকে এসেছে ২ লক্ষ ৩৪ হাজার ৪২০ টাকা। কার্টন বিক্রির এই টাকাও যুক্ত হয়েছে বন্যা তহবিলে।




Nice