You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest December #2|My gifts from Santa.

in #newyeargift-20242 years ago

প্রিয় ভাই আপনাকে এই প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি সান্তা ক্লোজের কাছে যে যে জিনিসগুলো চেয়েছেন তার সবটাই পূরণ হোক আমি এই কামনা করি।

বিশেষ করে আপনার জব পোষ্টিং যেন কাছে কোথাও হয়। তাহলে আপনার কষ্ট অনেকটা লাঘব হবে। আমি নিজেও জানি এতদূর জার্নি করে জব করার কি কষ্ট।

আর আমিও চাই আমাদের কমিউনিটি আরো উন্নতি করুক। সবাইকে নিয়ে এই পথচলা কখনো যেন বন্ধ হয়ে না যায়। আমরা প্রত্যেকেই সৎ ভাবে কাজ করে যাবো আমাদের কমিউনিটিতে।

ভালো থাকবেন ভাই। আপনার পোষ্টটি পড়ে ভালো লাগলো।

Sort:  

ধন্যবাদ ভাই আপনাকে আমার পোষ্টটি যত্নসহকারে পড়ে সুন্দর মন্তব্য করার জন্য। আমি মনে প্রাণে চায় সান্তাক্লজ আমাকে উপহারগুলো দিয়ে দিক।
আমার জব পোস্টিং টা ভালো হলে অনেক কিছুর সমাধান হয়ে যায়।
দোয়া করবেন আমার জন্য।
ভালো থাকুন।