" নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন " ❤️
নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ব্লগ...
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে অনেকটা ই ভালো আছি।
আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আপনাদের মাঝে আজ এলাম নতুন একটি বিষয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আপনারা সবাই সঙ্গেই থাকবেন।
নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দনঃ
কানভা দিয়ে তৈরি
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগ নববর্ষকে ঘিরে।আজ বাঙালি চেতনায় নতুন বছরকে বরণ করে নেয়ার সময়।নববর্ষ আমাদের বাঙালি সত্তার সাথে মিশে আছে।আমরা আমাদের এই ঐতিহ্য কে ধরে রেখেছি যুগ যুগ ধরে।বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য কে আমরা বাঙালিরাই ধরে রাখবো।
কিন্তু সত্যি কথা এটাই,আমরা বাঙালিরা আমাদের এই ঐতিহ্য কে ধরে রাখতে পারছি না।আমরা পাশ্চাত্য কালচার কে নিয়ে বেশী মত্ত থাকি।আমার ছোটবেলার পহেলা বৈশাখ আর আজকের পহেলা বৈশাখ আকাশ পাতাল ব্যবধান।এখন মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত সময় কাটায়।ছেলেবেলার সেই পহেলা বৈশাখের মেলা আজ ও স্মৃতিতে অমলিন হয়ে আছে।আগে মানুষের এতো বিনোদনের মাধ্যম ছিল না।তাই সবাই বিশেষ বিশেষ দিনগুলোতে পরিবার পরিজন নিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কাটাতো।আর এখন মানুষ নিজের ঐতিহ্য কে ভুলতে বসেছে।আর যারাই মনে রেখে চলছে নিজের ঐতিহ্য কে তারা আবার হয়তো নিজের ঐতিহ্য কে নিয়ে খুব বেশী বাড়াবাড়ি ই করছে আজকাল।
আজ আমি বলতে চাই,নববর্ষ কিংবা যেকোনো আনন্দের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের দিনটি কতোটা আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে কাটলো তার স্ট্যাটাস দেওয়ার আগে নিজের পরিবারের মা-বাবা,ভাই-বোনকে কতটুকু সময় দিলেন,নববর্ষকে কিভাবে বরণ করছেন সেদিকে আগে খেয়াল রাখবেন।আমরা এখন অনেক বেশী অনলাইন মুখী হয়ে পরেছি।আমরা ঘর রেখে বাইরে শো অফ করতে বেশী পছন্দ করি।এটা যেনো আজকের দিনে না ঘটে। পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটাবেন।নিজের ঐতিহ্য কে যথাযথ ভাবে মূল্যায়ন করবেন।তবেই আমার মতো সুন্দর মূহুর্ত গুলো স্মৃতিতে নিয়ে বাঁচতে পারবেন।১০/২০ বছর পর নিজের সন্তানকে পাশে বসিয়ে বলতে পারবেন পহেলা বৈশাখ নিয়ে আপনার কাটানো সুন্দর মূহুর্ত গুলো নিয়ে।আর মনের মাঝে ভালো লাগা অনুভূতি সব সময় বিদ্যমান থাকবে।
পহেলা বৈশাখ মানে এই নয় সকাল বেলা উঠেই বাইরে ছুটে যাওয়া।বাইরে বসে পান্তা ইলিশ খাওয়া।আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব কিছুই তুলে ধরে দিনটিকে পালন করা।এর চেয়েও বেশী জরুরী পরিবারের মানুষ গুলোর সাথে সুন্দর সময় কাটানো।বিশেষ দিনগুলোতে নিজের উপস্থিতি জানান দিলেই দায়িত্ব শেষ নয়।বরং চেতনার মাঝে আমাদের ঐতিহ্য কে ধরে রাখতে হবে।বাঙালি ঐতিহ্য কে সব সময় চেতনাতে ধরে রাখা এটা ভীষণ দরকার।
বাঙালি সংস্কৃতি কে তুলে ধরতে হবে বিশ্ব দরবারে। আমরা যেনো অন্য কালচারে আটকে না পরি।আমরা বাঙালি আমাদের সুন্দর সংস্কৃতিকে আমাদেরকেই ধরে রাখতে হবে।আমাদের চিন্তার সাথে চেতনার যেনো সংযোগ ঘটে।আমরা যেনো সত্যিকারের বাঙালির পরিচয় বহন করতে পারি।বাঙালি সত্তা জেগে থাকুক প্রতিটি বাঙালির হৃদয়ে।বাঙালি মাধুর্য ছড়িয়ে পরুক প্রতিটি বাঙালির ঘরে ঘরে।এই প্রত্যাশায় শেষ করছি আমার আজকের ব্লগ।সবাইকে আবার ও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।শুভ নববর্ষ।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে আসব আশাকরি।অনেক অভিনন্দন রইলো সবার জন্য।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
এটা ঠিক বলেছেন আপু, বর্তমান সময়ে আমরা সবাই অনলাইন মুখী হয়ে পড়েছি। নিজের জীবনের সুন্দর মুহূর্ত গুলো ভালোভাবে কাটানোর চেয়ে অনলাইন স্ট্যাটাস নিয়ে বেশি চিন্তা করি। ভালো লাগলো আপনার আজকের লেখাগুলো পড়ে। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপু।
অনেক ধন্যবাদ আপু।
https://x.com/shimulakter002/status/1911836578546405825?t=_dFEPylKOHh8g0MjYQk2Xw&s=19
https://x.com/shimulakter002/status/1911837966596456559?t=HFJZ7PytHg76pr319tWDgA&s=19
https://x.com/shimulakter002/status/1911841833203748965?t=TOYvjBBl_VD-4FqRgG7BUg&s=19
https://x.com/shimulakter002/status/1911842820589318238?t=8fl9XXuDjBQVnlFCM7ogLQ&s=19