Natural Calamities of Bangladesh
হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন।আশা করি সবাই ভাল আছেন।আমি মোঃ আমিনুল ইসলাম বাংলাদেশের টাঙ্গাইল জেলা থেকে বলতেছি।
বন্ধুরা আজ আমি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কথা বলবো।
চলুন কথা বলি
বন্ধুরা, বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়ার ভারতীয় উপমহাদেশ।বাংলাদেশকে বলা হয় অন্যতম দরিদ্র একটি দেশ।তবে আশার আলো হলো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।বর্তমানে বাংলাদেশে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি হয়েছে।কিন্তু দুঃখের বিষয় হলো প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের পিছু ছাড়ে না।ছয়টি ঋতুর আমাদের এই বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে।
প্রাকৃতিক দুর্যোগ হলো বাংলাদেশে সাধারণ ঘটনা।
বন্যা, ঘূর্ণিঝড়, ঝড়, নদী ভাঙ্গন, ভূমিকম্প, কালবৈশাখী ইত্যাদি বাংলাদেশে প্রায় প্রতিবছর ঘটে।এই সকল দুর্যোগ আমাদের দেশের জনগণের জন্য বিশাল ক্ষতি ও ধ্বংস নিয়ে আসে।বন্যা আমাদের দেশের ফসলের ক্ষতি করে এবং আমাদের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায়।বিপুল সংখ্যক মানুষ ও প্রাণী মারা যায়।ঝড় ও ঘূর্ণিঝড় সাধারণত আমাদের দেশের উপকূলবর্তী এলাকায় আক্রমণ হানে।ঘূর্ণিঝড় বিনা সংকেতে সংগঠিত হয়ে সবকিছু ধ্বংস করে।এর আগে আমরা ভয়ঙ্কর সিডর নামে একটি ঘূর্ণিঝড় দেখেছি।ভয়ঙ্কর সেই ঘূর্ণিঝড় দেশের দক্ষিণাঞ্চলের ১৬ জেলাকে উৎসন্ন করে দিয়েছিল।এরপর আমরা ছোটখাটো আরো কিছু প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড় দেখেছি।
এছাড়া এ দেশে প্রতিবছর বন্যায় অনেক বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায় এবং অনেক মানুষ ও পশুপাখির প্রাণহানির ঘটনা ঘটে।অতীতে আমরা অনেক বড় বড় ঘূর্ণিঝড় ও বন্যার কথা শুনেছি।সেসব ঘূর্ণিঝড় ও বন্যায় অনেক প্রাণহানি ঘটেছিল।আমাদের টাংগাইল জেলা ই ১৯৯৬ সালের ১৩ মে ভয়ঙ্কর টর্নেডো হয়েছিল।সেই টর্নেডোতে আমাদের টাংগাইল জেলার চল্লিশটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল।সেসময় প্রায় ছয় শত মানুষ ও দশ হাজার পশুপাখির প্রাণহানি ঘটেছিল।এছাড়া আরও হাজার হাজার মানুষ আহত হয়েছিল।সেই ভয়াবহ টর্নেডোর কথা টাঙ্গাইলবাসী আজো ভুলেনি।
আমাদের জীবন ও সম্পত্তি এই প্রাকৃতিক দুর্যোগের হুমকির মুখে।যখন এগুলো আমাদের আক্রমণ করে, তখন আমাদের অর্থনীতি স্থবির হয়ে পড়ে।আমাদের বিদেশি সাহায্যের প্রয়োজন হয়।আমাদের দুর্যোগে আমাদের বন্ধুপ্রতিম দেশগুলোও আমাদের সাহায্য করে।
এই দুর্যোগগুলোর পরের ফল খুব ভয়াবহ।বস্তুত, এই দুর্যোগগুলো আমাদের কর্মশক্তি ও নৈতিক ভারসাম্যকে ক্ষয় করে দিচ্ছে।তাই আমাদের এই সকল দুর্যোগের সাথে প্রতিদ্বন্দ্বিতায় পেরে উঠতে, আমাদের উপযুক্ত পথ খুঁজে বের করা উচিত।
আজ এ পর্যন্তই।
সবাই ভাল থাকবেন।
আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি।
আশাকরি আবার দেখা হবে।