যত্ন আর অবহেলায় উত্তান পতন হয়।।
বাংলা ভাষার কমিউনিটি
Image Source For an Example
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। মানুষের জীবনে সময়ের প্রভাব কতটা গভীর তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই ছবির প্রতিটি স্তর। ছবিটির প্রথম অংশে ২০০৯ সালে দেখা যায় একটি বাড়ি, যার সামনে দাঁড়িয়ে রয়েছে একটি পরিবার। বাড়িটি সুসংগঠিত, চারপাশ পরিচ্ছন্ন, গাড়ি পার্ক করা, মানুষজনের যাতায়াত, সবকিছু মিলিয়ে জীবনের প্রাণচঞ্চলতা স্পষ্ট। এটি একটি স্বাভাবিক, সুখের সংসারের প্রতিচ্ছবি।
কিন্তু মাত্র দুই বছর পর, ২০১১ সালে দেখা যায় সেই বাড়িতে আর কোনো মানুষ নেই। গাড়ি নেই, প্রাণ নেই। বাড়িটি পড়ে আছে একা, নীরবতায় ডুবে। অবহেলা আর শূন্যতা যেন বাড়িটিকে গ্রাস করতে শুরু করেছে। ২০১৩ সালে এসে সেই চিত্রটি আরও ভয়াবহতা ধারন করেছে। বাড়িটি জ্বলেছে, ছাদ পুড়ে গেছে, ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছে। আর ২০২২ সালে এসে সবকিছু মুছে গেছে, কোনো বাড়ি নেই, মানুষ নেই, শুধু ঘাসে ঢাকা এক টুকরো জমি।
এই ছবির গভীর শিক্ষাগুলোর মধ্যে প্রথমেই পাচ্ছি সময় কারও জন্য থেমে থাকে না। সময় প্রতিটি বস্তুকে বদলে দেয়। যে জায়গা একসময় হাসি-আনন্দে মুখর ছিল, সেটাই সময়ের প্রবাহে শূন্য, নিস্তব্ধ, পরিত্যক্ত হয়ে যায়। আমাদের জীবন, পরিবার, ভালোবাসা সবকিছু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলায়। তাই প্রতিটি মুহূর্তের মূল্য দিতে শিখতে হবে।
যত্ন ছাড়া কিছুই টিকে না, এ বাড়ির করুণ পরিণতি আমাদের শেখায় যদি কোনো কিছুর যত্ন না নেওয়া হয়, সেটি ধ্বংস হয়ে যায়। এটা শুধু ঘরবাড়ির ক্ষেত্রে নয়, বরং আমাদের সম্পর্ক, পরিবার, বন্ধুত্ব, এমনকি স্বপ্নের ক্ষেত্রেও সত্যি। যত্ন, ভালোবাসা আর সময় বিনিয়োগ ছাড়া কিছুই টিকবে না।
সবকিছুর ধ্বংস আছে, জীবনে স্থায়ী কিছু নেই। মানুষ, ধনসম্পদ, ঘরবাড়ি সবই ক্ষণস্থায়ী। আজ যে সুখ, যশ, সম্মান আমাদের আছে, তা কাল নাও থাকতে পারে। এই সত্যটি উপলব্ধি করা জীবনের গভীর শিক্ষা। অহংকার, হিংসা, লোভ এসব ত্যাগ করে বিনয়ী হওয়া উচিত।
প্রকৃতি কখনো শূন্যতা সহ্য করে না, মানুষ চলে গেলে প্রকৃতি তার জায়গা দখল করে নেয়। বাড়ির জায়গা এখন ঘাসে ঢাকা। এটি প্রকৃতির এক অনন্য বৈশিষ্ট্য।সে কখনো ফাঁকা স্থান ফাঁকা রাখে না। আমাদের শেখার বিষয়, প্রকৃতির প্রতি সম্মান এবং ভারসাম্য রক্ষা করা।
মানুষ ছাড়া কোন কিছুর প্রাণ নেই। ঘরটা তখনই জীবন্ত ছিল, যখন মানুষ ছিল। মানুষই একটি জায়গাতে বাড়ি করে তোলে, ভালোবাসা আর সম্পর্ক দিয়ে প্রাণ দেয়। তাই প্রিয়জনদের সময় দেওয়া, ভালোবাসা দেওয়া জীবনের সবচেয়ে মূল্যবান কাজ। সম্পদের পেছনে ছুটে প্রিয় মানুষগুলোকে অবহেলা করলে, এক সময় হয়তো কিছুই অবশিষ্ট থাকবে না।
এই ছবি কেবল একটি বাড়ির ধ্বংসের গল্প নয়, এটি জীবনের, সময়ের, সম্পর্কের এবং ভালবাসার গল্প। আমাদের মনে রাখতে হবে, সময়কে অবজ্ঞা করা যাবে না, সম্পর্কের যত্ন না নিলে তা হারিয়ে যাবে, আর প্রকৃতি তার নিজস্ব নিয়মে এগিয়ে যাবে। আজকের এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের উচিত প্রতিটি মুহূর্তকে মূল্য দেওয়া, প্রিয় মানুষদের ভালোবাসা দেওয়া এবং জীবনের প্রতিটি ধাপকে সচেতনভাবে উপভোগ করা। কারণ একদিন হয়তো আমাদের অস্তিত্বও এই ছবির শেষ দৃশ্যের মতো শুধুই শূন্যতায় মিশে যাবে।
আপনার আমার গ্রামের বাড়িতে খোঁজ করলে এমন অনেক বাড়ি পাওয়া যাবে। যেখানে এক সময় প্রাণ চঞ্চল ছিল, হাসি খুশিতে মেতে উঠতো সারা বাড়ি। আজকে সেখানে বাড়ির কিছু ধ্বংসাত্মক টুকরো ছাড়া আর কিছু অবশিষ্ট নাই। অবহেলা আর অযত্নে ভুতুড়ে বাড়িতে পরিনত হয়েছে। এমন শত শত উদাহরণ আপনার আমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকের এই ব্লগটির মূল শিক্ষা হলো কোন কিছু স্থায়ী নয়। সবকিছু অস্থায়ী, সবকিছু ধ্বংসপ্রাপ্ত হবে। তাই আমাদের উচিত এমন কর্ম করা যার মাধ্যমে মৃত্যুর পরেও বেঁচে থাকা যায়।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
তারিখ | ১১-০৭-২০২৫ |
---|---|
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
ব্লগার | @joniprins |
স্থান | নারায়ণগঞ্জ , ঢাকা |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
https://x.com/RamimHa74448648/status/1943987564442247371?t=2lqPFAyaue6_BbGteGCXKA&s=19
https://x.com/RamimHa74448648/status/1943988187569045540?t=ecEsuBagvMhNDRmze1Le1g&s=19