অরিগ্যামি-সাদা কাগজ দিয়ে নকশা তৈরি||

in আমার বাংলা ব্লগ11 hours ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি সকলের মাঝে সাদা কাগজ দিয়ে নকশা তৈরি করে সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


সাদা কাগজ দিয়ে নকশা তৈরি

IMG_20250807_223652.png
Device-XANON-X20


কাগজের তৈরি নকশা গুলো দেখতে অনেক ভালো লাগে। কাগজ দিয়ে নকশা বানাতে যেমন ভালো লাগে দেখতেও তেমন অনেক আকর্ষণীয় হয়।আমি সুযোগ পেলেই কাগজ এমন নকশা তৈরি করে থাকি।আজকেও আমি সাদা কাগজ দিয়ে নকশা তৈরি করেছি।সাদা কাগজ দিয়ে নকশা তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি সাদা কাগজ দিয়ে নকশা তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পেন্সিল।
৩. কাঁচি।


IMG_20250807_194412_582.jpg
Device-XANON-X20


সাদা কাগজ দিয়ে নকশা তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20250807_194606_815.jpg
Device-XANON-X20


প্রথমে একটি সাদা কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিব।


ধাপ-২


IMG_20250807_194652_454.jpg
Device-XANON-X20


এরপর কাগজটিকে আবারো একটি ভাঁজ করে নিব।


ধাপ-৩


IMG_20250807_194745_407.jpg
Device-XANON-X20

IMG_20250807_194846_175.jpg
Device-XANON-X20


এরপর ভাঁজ খুলে আবার একটি ভাঁজ করে নিব।


ধাপ-৪


IMG_20250807_195033_328.jpg
Device-XANON-X20


এরপর একই ভাবে অপর পাশে আবারও একটি ভাঁজ করে নিব।


ধাপ-৫

IMG_20250807_195132_572.jpg
Device-XANON-X20


এরপর মাঝখানে আরো একটি ভাঁজ করে নিব।


ধাপ-৬


IMG_20250807_195151_311.jpg
Device-XANON-X20

IMG_20250807_195410_270.jpg
Device-XANON-X20


এরপর পেন্সিলের সাহায্যে ইচ্ছে মতো নকশা এঁকে নিব।


ধাপ-৭


IMG_20250807_195426_603.jpg
Device-XANON-X20

IMG_20250807_200542_050.jpg
Device-XANON-X20


এরপর কাঁচির সাহায্যে নকশার দাগ অনুযায়ী কেটে নিব।


শেষ ধাপ


IMG_20250807_200605_030.jpg
Device-XANON-X20

IMG_20250807_200701_377.jpg
Device-XANON-X20


এরপর ভাঁজ খুলে নিব।তাহলেই আমার সাদা কাগজের নকশাটি তৈরি সম্পূর্ণ হবে।


উপস্থাপনা:


IMG_20250807_224216.png
Device-XANON-X20


সাদা কাগজ দিয়ে নকশা তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব। এভাবে সাদা কাগজ দিয়ে নকশা তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে।সাদা কাগজ দিয়ে নকশা তৈরি করে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি কাগজের নকশা তৈরি করে তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা নকশা টি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 11 hours ago 

IMG_20250807_225530.jpg

 10 hours ago 

সাদা কাগজ দিয়ে নকশা তৈরি করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। কাগজ দিয়ে তৈরি করা নকশা গুলো দেখতে অনেক ভালো লাগে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।