অরিগ্যামিঃতরমুজ ডিজাইনের বুক মার্ক তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৭ই ভাদ্র , শরৎ-কাল,১৪৩২ বঙ্গাব্দ, ২২শে আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
প্রয়োজনীয় উপকরণ
১।বিভিন্ন রং এর কাগজ।
২।সাদা রং এর জেল পেন
৩।কাঁচি
৪।গাম
৫।কাল ও সবুজ রং সাইন পেন
তরমুজ ডিজাইন এর বুক মার্কার এর অরিগ্যামির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১২ সেঃমিঃX১২সেঃমিঃ সাইজের এক টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি বুক মার্ক এর অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
এবার কাগজটিকে কোনা করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩
এবার ভাঁজ করা কাগজের একপাশের কোনা মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।একইভাবে অ্ন্য কোনাও ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
এবার ভাঁজগুলো খুলে নিয়েছি। খুলে নেয়ার পর মাঝখানে যে চতুর্ভুজ তৈরি হয়েছে তার খোলা অংশ টি অর্ধেক পরিমাণ ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
কাগজের দু'পাশের কোনা অংশ টুকু ভাঁজের ফাঁকে ঢুকিয়ে দিয়ে তরমুজের ডিজাইনের বুক মার্ক এর অরিগ্যামিটি বানিয়ে নিয়েছি।
ধাপ-৬
কাঁচি দিয়ে গোল করে কেটে নিয়েছি কোনা অংশটুকু।
ধাপ-৭
এবার বুক মার্কটিকে তরমুজের ডিজাইন করার জন্য গোল মাপ অনুযায়ী সবুজ ও সাদা কাগজ কেটে নিয়েছি।
ধাপ-৮
গাম দিয়ে সবুজ ও সাদা কাগজ দু"টো গাম দিয়ে লাগিয়ে দিয়েছি বুক মার্ক এর উপর।
ধাপ-৯
এবার কালো সাইন পেন দিয়ে তরমুজের বিচি ও চোখ মুখ এঁকে নিয়েছি। যাতে দেখতে সুন্দর লাগে তরমুজের ডিজাইনের বুক মার্ক অরিগ্যামিটি।
উপস্থাপনা
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi Note 5A |
তারিখ | ২২শে আগস্ট, ২০২৫ইং\ |
লোকেশন | ঢাকা। |
তরমুজ ডিজাইনের বুক মার্ক খুবই চমৎকার হয়েছে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু। আপনার হাতের কাজ দেখে খুবই ভালো লেগেছে আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
https://x.com/selina_akh/status/1958930310911148309
Link
https://x.com/selina_akh/status/1958911979818820097
https://x.com/selina_akh/status/1958911523432407482
https://x.com/selina_akh/status/1958910200997716191
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙিন কাগজের বুর্কটি চমৎকার হয়েছে। প্রথমে ভেবেছিলাম সত্যিকারের তরমুজ। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন।ধাপ দেখে যেকেউ তৈরি করতে পারবে। ধন্যবাদ আপনাকে।
আমার বানানো বুক মার্কটি যে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।
এমন সুন্দর বুকমার্ক থাকলে বই পড়ার প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। চমৎকার সুন্দর একটি বুকমার্ক আপনি তৈরি করেছেন তরমুজের ডিজাইনের। চোখমুখ এঁকে দেওয়ার কারণে অনেক বেশি সুন্দর এবং কিউট লাগছে দেখতে। বেশ ভালো লাগলো এমন সুন্দর একটি বুকমার্ক দেখে ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া। সুন্দর একটা বুক মার্ক বই পড়ার আগ্রহ বাড়িয়ে দিতে পারে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
তরমুজের ডিজাইনে বুকমার্ক দেখে তো মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। প্রথমে দেখে তো তরমুজ ভেবেছিলাম। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। ভালো লাগলো দেখে। ধন্যবাদ এত সুন্দর একটি অরিগামী আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
তরমুজ ডিজাইনের চমৎকার একটি বুকমার্ক আপনি তৈরি করেছেন। তরমুজ ডিজাইনটি চমৎকার সুন্দর করে তৈরি করেছেন এবং তার সাথে স্মাইলি মুখমণ্ডলটি চমৎকার লাগছে। চমৎকার এবং নিখুঁত হয়েছে আপনার তৈরি করা তরমুজ ডিজাইনের বুকমার্কটি।
স্মাইলি মুখমণ্ডলটি এঁকেছি যাতে তরমুজটি দেখতে সুন্দর লাগে। ধন্যবাদ আপু।