অরিগ্যামিঃ মাশরুম তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৮ই শ্রাবণ , বর্ষাকাল,১৪৩২ বঙ্গাব্দ, ২রা আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি মাশরুমের অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। অরিগ্যামি যেহেতু এক টুকরো কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে বানানো হয়, তাই কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই বেশ সাবধানে কাগজের ভাঁজ দিতে হয়। আর এ কারনেই অরিগ্যামিকে বলা হয় কাগজের ভাঁজের খেলা। এই মাশরুমের অরিগ্যামিটি যদিও বিভিন্ন ভাবে ভাঁজ দিয়ে তৈরি করা হয়েছে। তবে ভাঁজগুলো বেশ সহজ। যে কেউ সহজেই বানিয়ে নিতে পারবেন মাশরুমের অরিগ্যামিটি। আর বেশ কম সময়েও বানানো যায় মাশরুমের অরিগ্যামিটি। আর দেখতেও বেশ সুন্দর। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে সাদা ও সবুজ রং এর কলম সাথে আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন, দেখে নেয়া যাক,মাশরুমের অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
১।সাদা রং কাগজ
২।সবুজ রং পেন
মাশরুম এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৩ সেঃমিঃ X ১৩ সেঃমিঃ সাইজের এক টুকরো সাদা রং এর কাগজ নিয়েছি মাশরুমের অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
প্রথমে কাগজটিকে মাঝ বরাবর কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি । ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী।
ধাপ-৩
এবার ভাঁজ খুলে কাগজের দু'কোনা মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।
ধাপ-৪
কাগজটিকে উলতিয়ে নিয়েছি। ভাঁজ ছাড়া কাগজের বাকী অংশ আবারও ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
কাগজের দু'কোনা ছবির মতো পরপর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
ভাঁজ খুলে ভাঁজের দাগ বরাবর আবারও ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।
ধাপ-৭
এবার কাগজের প্রতিটি কোনা কিছুটা অংশ ভাঁজ করে নিয়েছি। এরপর উল্টিয়ে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো মাশরুমের অরিগ্যামিটি।
ধাপ-৮
মাশরুমের অরিগ্যামিটি যাতে সুন্দর লাগে সেজন্য সবুজ পেন দিয়ে কিছু গোল গোল করে রং করে দিয়েছি।
উপস্থাপন
আশাকরি আজকে আমার বানানো মাশরুমের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi Note 5A |
তারিখ | ২রা আগস্ট, ২০২৫ইং |
লোকেশন | ঢাকা। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1951663939454173406
Link
https://x.com/selina_akh/status/1951666433106305118
https://x.com/selina_akh/status/1951665634368237755
অসাধারণ কাজ আপু! আপনার বানানো মাশরুম অরিগ্যামি সত্যিই খুব সুন্দর আর নিখুঁত হয়েছে। ধাপে ধাপে যেভাবে সহজভাবে বুঝিয়েছেন, তাতে যে কেউ অনায়াসে শিখে নিতে পারবে। আপনার সৃষ্টিশীলতা ও ধৈর্য সত্যিই অনুপ্রেরণাদায়ক। এমন পোস্ট আরও চাই। অনেক ভালোবাসা আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রত্যেক সপ্তাহে আপনি একটি করে অরিগামি পোস্ট শেয়ার করে থাকেন। আপনার হাতে তৈরি করা বিভিন্ন ধরনের অরিগামী দেখতে বেশ ভালই লাগে আপু। আজকে একটি সুন্দর মাশরুমের অরিগামি তৈরি করে শেয়ার করেছেন। প্রত্যেকটি ধাপ বিস্তারিত ভাবে বুঝিয়েছেন ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ আপু।
আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আপনি সাদা কাগজ দিয়ে খুব সুন্দর করে মাশরুম তৈরি করেছেন। তবে আপনার বানানো মাশরুম কিন্তু অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত কাগজের মাশরুম তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো দেখতে আমার কাছে সব সময় খুবই ভালো লাগে। এরকম ভাবে কোনো কিছুর অরিগ্যামি তৈরি করলে খুব সুন্দর ভাবে ফুটে উঠে। আপনার তৈরি করা অরিগ্যামি দেখতে কিন্তু খুবই কিউট লাগছে। ধন্যবাদ আপনাকে সবার মাঝে শেয়ার করার জন্য।