অরিগ্যামিঃএকটি পিয়ানোর অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগlast year (edited)

সবাইকে নজরুল জয়ন্তীর শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই।১১ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে মে ২০২৪ খ্রিষ্টাব্দ।

o-25.jpg

o-22.jpg

আজ আমাদের জাতীয় কবি,প্রেম-বিপ্লব-বিদ্রোহ ও সাম্যের কবি কাজী নজ্রুল ইসলামের জন্মদিন। যথাযোগ্য মর্যাদায় আজ জাতীয়ভাবে পালিত হচ্ছে প্রিয় কবির জন্মদিন।জাতীয় কবির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি অরিগ্যামি পোস্ট নিয়ে।পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি প্রতিদিন ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে। তারই ধারাবাহিকতায় আজ নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তাহলো পোস্টার পেপার দিয়ে বানানো পিয়ানোর অরিগ্যামি। আমরা সবাই জানি, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা।কাগজ না কেটে দৃশ্যমান করা। তাই অরিগ্যামি হল কাগজের ভাঁজের খেলা। আমি পোস্টার পেপার দিয়ে বিভিন্ন ভাঁজ দিয়ে পিয়ানোর অরিগ্যামি তৈরি করেছি।সঠিক ভাঁজ এর উপরই নির্ভর করে অরিগ্যামি তৈরি। তাই সাবধানে ভাঁজগুলো দিতে হয়।পিয়ানোর অরিগ্যামি তৈরিতে আমি ব্যবহার করেছি পোস্টার পেপার ও কালো রং এর সাইন পেন। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই, ,কিভাবে তৈরি হলো আজকের পোস্টার পেপার দিয়ে পিয়ানোর অরিগ্যামিটি। আশাকরি, আজকের পিয়ানোর অরিগ্যামিটি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

o17.jpg

১। পোস্টার পেপার
২। কালো রং এর সাইন পেন

তৈরির পদ্ধতি

ধাপ-১

o17.jpg

প্রথমে ১৮ সেঃ মিঃX১৮সেঃমিঃ সাইজের এক টুকরো পোস্টার কাগজ নিয়েছি। কারন পোস্টার কাগজের এক পাশে সাদা রং থাকায় পিয়ানোর কীগুলো ভালোভাবে আঁকা যায়।

ধাপ-২

o15.jpg

কাগজটি মাঝ বরাবর আড়াআড়ি ভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o14.jpg

ভাঁজ করা কাগজটিকে আবারও মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o13.jpg

o12.jpg

এবার কাগজটি খুলে দু'পাশের কাগজের প্রান্তকে মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।ছবির মতো করে।

ধাপ-৫

o8.jpg

o9.jpg

এবার ভাঁজ খুলে কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি উভয় পাশে। ছবির মতো করে।

ধাপ-৬

o7.jpg

ভাঁজ করা কোনা খুলে ছবির মতো ভাঁজ করে নিয়েছি।উভয় পাশে।

ধাপ-৭

o6.jpg

o5.jpg

এবার কাগজের এক অংশকে দু'বার ভাঁজ করে নিয়েছি। এবং দু'পাশের কাগজ ভাঁজ করে নিয়েছি।ছবির মতো করে।

ধাপ-৮

o18.jpg

সবশেষে পিয়ানোর কী কালো রং এর সাইন পেন দিয়ে এঁকে পিয়ানোর অরিগ্যামি বানানো শেষ করেছি।

উপস্থাপন

o1.jpg

o-25.jpg

o-22.jpg

আশাকরি, আজকের পোস্টার পেপার দিয়ে বানানো পিয়ানোর অরিগ্যামিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টবিবরণ
শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ২৫শে মে, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 last year 

আজকে অত্যন্ত সুন্দর একটি অরিগ্যামি সম্পন্ন করেছেন। একটি পিয়ানোর অরিগামিটি দেখতে বেশ দারুন লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এই অরিগামি সম্পন্ন করার জন্য ভাঁজ খুবই গুরুত্বপূর্ণ। ঠিকঠাক ভাবে ভাঁজ না হলে কখনোই সম্পন্ন করা যায় না। শুভেচ্ছা রইল আপনার জন্য দারুন ভাবে সম্পন্ন করার জন্য।

 last year 

ঠিক তাই ভাঁজের উপরই নির্ভর করে অরিগ্যামি তৈরি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

পিয়ানোর অরিগ্যামি দেখে অনেক ভালো লাগলো। আপনি খুবই ইউনিক এবং সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করেছেন, এভাবে কখনো চিন্তা করা হয়নি অসাধারণ হয়েছে।

 last year 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

অরিগ্যামি বিষয় টি আমার কাছে বরাবরই বেশ কঠিন লাগে। তবে আপনার এই পিয়ানোর অরিগ্যামি বানানোর প্রতিটি ধাপ দেখে মনে হচ্ছে এটা বোধ হয় চেষ্টা করলে পারা যাবে! আপনি বেশ সুন্দর করে ধাপ গুলো বুঝিয়ে উপস্থাপন করেছেন আপু। আর পিয়ানো টি বেশ সুন্দর হয়েছে দেখতে! আপনাকে ধন্যবাদ দারুণ একটি ক্রিয়েটিভ পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু ভাঁজগুলো একটু এলোমেলো লাগে। তবে বুঝে গেলে সহজ মনে হয়। ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে একটি পিয়ানোর অরিগ্যামি তৈরি করেছেন একদম অরিজিনাল পিয়ানোর মতো লাগছে। কাগজের ভাতে কাগজ কেটে কিভাবে পিয়ানোর অরিগ্যামি তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

বিভিন্ন ভাঁজ করে পিয়ানোর অরিগ্যামি্টি তৈরি করেছি। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

 last year 

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পুরো বিশ্ববাসী পালন করেছে। এই দিনটি সবার কাছেই অনেক স্মরণীয়। পিয়ানোর অরিগ্যামি অসাধারণ হয়েছে আপু। আপনি আপনার ইউনিক চিন্তাধারা থেকে নতুন কিছু তৈরি করেছেন দেখে অনেক ভালো লেগেছে। পিয়ানোটি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আপু। দারুন একটি পোস্ট সবার মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। তবে আপু আমার মনে হচ্ছে উপকরণের ছবিটি এডিট করে ঠিক করে দিতে হবে।

 last year 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের জন্য ।

 last year 

আপু আপনি দেখছি রুঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি পিয়ানা তৈরি করলেন। আসলে আপু পিয়ানা বাজানো আমার খুব শখ। যদি সেটার পিছে তেমন সময় দেওয়া হয় না। আপনার তৈরি করা পিয়ানাটা দারুন হয়েছে। ধন্যবাদ এটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনি কি পিয়ানো বাজানো শিখছেন?।তাহলে চালিয়ে যান। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আসলে আমরা প্রতিনিয়ত পোস্টে ভিন্নতার জন্য বিভিন্ন ধরনের কাজগুলো করার চেষ্টা করি। আপনি আজকে খুব সুন্দর একটি কাগজ দিয়ে পিয়ানো তৈরি করেছেন। আসলে এটা কিন্তু দেখতে সত্যিই অরজিনাল এর মত দেখাচ্ছে। আমার নিজেরই এটা খুব পছন্দ হয়েছে। তাছাড়া এই কাজগুলো করতে আমার নিজেরও ভীষণ ভালো লাগে।

 last year 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি পিয়ানোর অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই পিয়ানোর আমার কাছে অনেক ভালো লেগেছে। পিয়ানোর দেখতে একদম বাস্তবের মতোই দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো ধরনের জিনিস দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।