অরিগ্যামিঃপাপড়ির ডিজাইন এর বক্স তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৭শে আষাঢ় , বর্ষাকাল,১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি পাপড়ির ডিজাইন এর বক্সের অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। অরিগ্যামি যেহেতু এক টুকরো কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে বানানো হয়, তাই কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই বেশ সাবধানে কাগজের ভাঁজ দিতে হয়। আর এ কারনেই অরিগ্যামিকে বলা হয় কাগজের ভাঁজের খেলা। এই পাপড়ির ডিজাইন এর বক্সের অরিগ্যামিটি যদিও বিভিন্ন ভাবে ভাঁজ দিয়ে তৈরি করা হয়েছে। তবে ভাঁজগুলো বেশ সহজ। যে কেউ সহজেই বানিয়ে নিতে পারবেন পাপড়ির ডিজাইন এর বক্সের অরিগ্যামিটি। আর বেশ কম সময়েও বানানো যায় পাপড়ির ডিজাইন এর বক্সের অরিগ্যামিটি। আর দেখতেও বেশ সুন্দর।ছোট খাট অনেক জিনিস রাখতে আমরা এই বক্সটি ব্যবহার করতে পারি। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে লাল রং এর কাগজ উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন, দেখে নেয়া যাক,পাপড়ির ডিজাইন এর বক্সের অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
১।লাল রং এর কাগজ।
পাপড়ির ডিজাইন এর বক্সের অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৫ সেঃমিঃ X ১৫ সেঃমিঃ সাইজের এক টুকরো লাল রং এর কাগজ নিয়েছি বক্সের অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
প্রথমে কাগজটিকে মাঝ বরাবর আড়াআরিভাবে ভাঁজ করে নিয়েছি উভয় পাশে। ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী।
ধাপ-৩
কাগজের চার কোনা মাঝ বিন্দু বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। একইভাবে কাগজের চার কোনা মাঝ বিন্দু বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
দু'দিকের ভাঁজ খুলে নিয়েছি।
ধাপ-৬
কোনার ভাঁজ গুলো খুলে নিয়েছি।
ধাপ-৭
আবারও কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। সেইসাথে দু'পাশের কাগজ ভাজঁ করে নিয়েছি ৪ সেঃমিঃ করে।
ধাপ-৮
এবার দু'পাশের ভাঁজ খুলে ভাঁজ করে নিয়েই, তৈরি করে নিলাম পাপড়ির ডিজাইনের বাক্সের অরিগ্যামিটি।
উপস্থাপন
আশাকরি আজকে আমার বানানো পাপড়ির ডিজাইন এর বক্সের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi Note 5A |
তারিখ | ১১ই জুলাই, ২০২৫ইং |
লোকেশন | ঢাকা। |
https://x.com/selina_akh/status/1943707899676823941
Link
https://x.com/selina_akh/status/1943710748431225034
https://x.com/selina_akh/status/1943708747383345563
https://x.com/selina_akh/status/1943709915467632734
https://x.com/selina_akh/status/1943589925754171540
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার তৈরি করা অরিগ্যামি গুলি সব সময় অনেক সুন্দর হয় দেখতে। আজকের অরিগ্যামিটিও বেশ সুন্দর হয়েছে। সুন্দর ভাবে এটি ব্যবহার করা যাবে। বেশ ভালো লাগলো আপনার এই পাপড়ি ডিজাইনের বক্স দেখে।
আমি সব সময় চেস্টা করি নতুন ধরনের অরিগ্যামি শেয়ার করার। আপনার ভাল লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
কাগজের অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে পাপড়ির চমৎকার বক্স তৈরি করেছেন। আপনার বানানো বক্স কিন্তু অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর কাগজের বক্স তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমারও বেশ ভালো লাগে বিভিন্ন ধরনের অরিগ্যামি তৈরি করতে। ধন্যবাদ আপু।
ভিন্ন ভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজকে এত সুন্দর দেখতে অরিগ্যামি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। ভাঁজে ভাঁজে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। অনেক সুন্দর ভাবে আপনি এই অরিগ্যামি তৈরি করে ধাপে ধাপে সবার মাঝে শেয়ার করলেন। ধন্যবাদ এটা তৈরি করে শেয়ার করার জন্য।
আমি একটি রং এর কাগজ দিয়ে অরিগ্যামিটি বানানোর চেস্টা করেছি আপু। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
আপু আপনার তৈরি করা বক্স খুবই সুন্দর হয়েছে। আপনি সবসময় নতুন নতুন কাজগুলো আমাদের মাঝে উপহার দেন। আপনার হাতের কাজ দেখেও ভালো লাগে।
চেস্টা করি নতুন নতুন কাজ শেয়ার করার। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।