অরিগ্যামিঃ স্কুল ড্রেস তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল, ২২ শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
প্রয়োজনীয় উপকরণ
১।লাল ও সবুজ রং এর কাগজ।
২।গোলাপী রং এর জেল পেন
স্কুল ড্রেস এর অরিগ্যামির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৫ সেঃমিঃX১৫সেঃমিঃ সাইজের লাল ও সবুজ রং এর দু'টুকরো কাগজ নিয়েছি স্কুল ড্রেস এর অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
এবার লাল রং এর কাগজের টুকরোর দু'পাশে দু'বার ও এক পাশে একবার ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩
এবার ভাঁজ করা কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
এবার দু'পাশের কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবং উপরের দিকে ভাঁজ বরাবর ভাঁজ করে নিয়েছি। যেভাবে ছবিতে দেখানো হয়েছে।
ধাপ-৫
এবার ভাঁজের দিকে কিছুটা কাগজ কোনা করে ভাঁজ করে নিয়েছি। এবং মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
এবার ভাঁজ খুলে ছবির মতো পরপর ভাঁজ করে নিয়ে স্কুল ড্রেস এর শার্টটি বানিয়ে নিয়েছি।
ধাপ-৭
সবুজ কাগজটি উভয় পাশে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৮
দুপাশের কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৯
কাগজটিকে উল্টিয়ে নিয়ে কোনা করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-১০
এবার ছবির মতো পরপর ভাঁজ করে নিয়েছি স্কুল ড্রেস এর স্কার্টটি বানিয়ে নিয়েছি।
ধাপ-১১
উপস্থাপনা
আশাকরি আজকে আমার বানানো স্কুল ড্রেস এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi Note 5A |
তারিখ | ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ইং |
লোকেশন | ঢাকা। |
কাগজের স্কুল ড্রেস অনেক সুন্দর হয়েছে আপু। দেখতে খুবই সুন্দর হয়েছে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। অসাধারণ হয়েছে আপু।
https://x.com/selina_akh/status/1970164319884321232
Link
https://x.com/selina_akh/status/1970168633868566610
https://x.com/selina_akh/status/1970166847476781558
https://x.com/selina_akh/status/1970168295283159188
আপু আপনার স্কুল ড্রেস চমৎকার হয়েছে। আসলে আপু দেখে মনে হচ্ছে সত্যিকারের ড্রেস। ধাপ গুলো সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে একটা অরিগ্যামী তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা অরিগ্যামিটা দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে পুরো অরিগ্যামিটা।
আপনি প্রতিনিয়ত এত সুন্দর অরিগ্যামি তৈরি করেন, যেগুলো দেখলেই আমার কাছে ভালো লাগে। দক্ষতাকে কাজে লাগিয়ে যদি সুন্দর করে ভাঁজে ভাঁজে অরিগ্যামি গুলো তৈরি করা হয়, তাহলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর আমি তো এরকম সুন্দর অরিগ্যামি গুলো তৈরি করতে অনেক পছন্দ করি। আর দেখতেও অনেক ভালোবাসি। কালারফুল এত সুন্দর অরিগ্যামি দেখে জাস্ট মুগ্ধ হলাম। আপনি সত্যি অনেক সুন্দর কাজ করেন সব সময়।
আপনি তো অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি বানিয়েছেন। আপনার বানানো রঙিন কাগজের স্কুল ড্রেস তৈরি কিন্তু অসাধারণ হয়েছে। এ ধরনের অরিগ্যামি গুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে। ধন্যবাদ স্কুল ড্রেসের অরিগ্যামি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।