অরিগ্যামি পোস্ট - ❤️🧡 " রঙিন কাগজ দিয়ে একটি ব্যাগের অরিগ্যামি তৈরি "
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।আর তাইতো প্রতিনিয়ত নানা রকমের অনুভূতি আমি আমার পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করি।আজ রঙিন কাগজ দিয়ে আমি অরিগামি তৈরি করেছি।সেটাই শেয়ার করবো বলে এলাম।আশাকরি সবাই সঙেই থাকবেন।
রঙিন কাগজ দিয়ে একটি ব্যাগের অরিগ্যামিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ একটি অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে নানা রকমের জিনিস তৈরি করা যায়। আর রঙিন কাগজ দিয়ে তৈরি করা যেকোনো কিছুই দেখতে ভীষণ ভালো লাগে।আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি ব্যাগের অরিগ্যামি তৈরি করেছি।রঙিন কাগজ দিয়ে নানা ধরনের জিনিস তৈরি করা হলে বাচ্চারা ও দেখে ভীষণ খুশী হয়।আর এসব জিনিস দিয়ে ঘর সাজালেও দেখতে খুব ভালো লাগে।আজকের এই ব্যাগের অরিগ্যামি তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছিল আসুন আগে দেখে নেই---
প্রয়োজনীয় উপকরনঃ
১.রঙিন কাগজ
২গ্লু
৩. কেঁচি
৪.ক্লে
ধাপ-১
আমি প্রথমে কাগজের টুকরোটিকে লম্বালম্বিভাবে চার ভাজ করে নিয়েছি।
ধাপ-২
এরপর মাঝ বরাবর ভাজ করে নিলাম।
ধাপ-৩
মাঝ বরাবর ভাজ করে নেয়ার পর নীচে হাফ ইঞ্চি পরিমান ভাজ করে নিলাম।
ধাপ-৪
এরপর দুই পাশে ভাজ করে নিলাম।
ধাপ-৫
এরপর ভাজে ভাজে ভাজ করে নিলাম।
ধাপ-৬
এরপর আমি উপরে দুই পাশে ভাজ করে নিলাম।
ধাপ-৭
দুই পাশে ভাজ করে নিয়ে মাঝ বরাবর ভাজ করে ব্যাগের আকৃতি করে নিলাম।
ধাপ-৮
এরপর কাগজ চিকন করে কেটে দুই পাশে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।
ধাপ-৯
এরপর ক্লে দিয়ে ফুল তৈরি করে নিলাম।এবার ব্যাগের উপরে ফুলটি লাগিয়ে নিলাম।এর মধ্যে দিয়েই আমার সুন্দর এই ব্যাগটি তৈরি করা শেষ হয়ে গেলো।কেমন লাগলো বন্ধুরা??
উপস্থাপনা
পোস্ট বিবরন
শ্রেণী | অরিগ্যামি |
---|---|
ক্যামেরা | Galaxy A16 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।আশা|করি আমার বানানো কাগজের অরিগামিটি আপনাদের কাছে ভালো লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন অরিগামি পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
দারুন একটি অরিগামী বানিয়েছেন আপু। আমি তো প্রথমে দেখে মনে করেছিলাম এটা সত্যি কারের একটি ব্যাগ। আপনার কাজের জন্য অবশ্যই আপনি প্রশংসার যোগ্য। আশা করি আগামীতেও এরকম চমৎকার ক্রিয়েটিভ কাজগুলি আমাদের সাথে শেয়ার করবেন।
আপু আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি ব্যাগের অরিগামি তৈরি করছেন।আপনার তৈরি করা ব্যাগটির অরিগামী দেখে খুবই ভালো লাগলো আমার।দেখে মনে হচ্ছে সত্যি এটা ব্যাগ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
বাহ আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আজকে আপনি রঙিন কাগজ এবং ক্লে দিয়ে কি চমৎকার ব্যাগের অরিগ্যামি বানিয়েছেন। তবে আপনার তৈরি ব্যাগ এর উপরে ক্লে দিয়ে ফুল বানিয়ে দেওয়ার কারণে দেখতে বেশ চমৎকার লাগলো। আর আপনার বানানো এই অরিগ্যামি ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতেও চমৎকার লাগবে।
ভিন্ন ভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজকে এত সুন্দর দেখতে ব্যাগের অরিগ্যামি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। ভাঁজে ভাঁজে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। অনেক সুন্দর ভাবে আপনি ব্যাগের এই অরিগ্যামি তৈরি করে ধাপে ধাপে সবার মাঝে শেয়ার করলেন।
অরিগ্যামিগুলো দেখতে বেশ সুন্দর লাগে। যদিও বানানোর বর্ণনা করা বেশ কঠিন। তবে আপনি ব্যাগের অরিগ্যামিটি বেশ সুন্দর বানিয়েছেন।
আপনার তৈরি অরিগ্যামি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে প্রতিনিয়ত আপনি খুবই চমৎকার চমৎকার বিভিন্ন পোস্ট করে থাকেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনার পোস্ট গুলো দেখতে। অনেক সময় এবং ধৈর্য ধরে প্রত্যেকটি ডাই এবং অরিগ্যামির তৈরি করে থাকেন। এতো চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
রঙিন কাগজ এবং ক্লে দিয়ে চমৎকার একটি ব্যাগ তৈরি করেছেন। আমার কাছে মনে হচ্ছে বাস্তব কোন ব্যাগ হবে। আর কাগজ এবং ক্লে দিয়ে কিছু বানালে এমনিতে ভালো লাগে দেখতে। সত্যি আপনার আইডিয়ার প্রশংসা করতে হয়।
রঙিন কাগজ দিয়ে তৈরি করা আপনার এই ব্যাগ খুবই সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি সুন্দর ব্যাগ তৈরি করে ফেলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এটি তৈরি করার ধাপগুলো যেভাবে আপনি একের পর খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এই ব্যাগ তৈরি করার ধাপগুলো শেয়ার করার পরে যখন শেষ পর্যন্ত যখন এই ব্যাগ তৈরি হয়ে গেল তখন এটিকে একেবারে চমৎকার দেখা যাচ্ছে৷