অরিগামি পোস্ট - ❤️🧡 " রঙিন কাগজ দিয়ে সোফার অরিগামি "

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগবাসী।


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।আর তাইতো প্রতিনিয়ত নানা রকমের অনুভূতি আমি আমার পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করি।আজ রঙিন কাগজ দিয়ে আমি অরিগামি তৈরি করেছি।সেটাই শেয়ার করবো বলে এলাম।আশাকরি সবাই সঙেই থাকবেন।

রঙিন কাগজ দিয়ে সোফার অরিগামিঃ


photocollage_20255249240692.jpg

20250523_205607.jpg

20250523_203702.jpg

20250523_203540.jpg

20250523_203535.jpg

বন্ধুরা,আমি আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আমার আজকের ব্লগ রঙিন কাগজের একটি অরিগামি।রঙিন কাগজ দিয়ে যা কিছু তৈরি করা হয় তৈরি করে নেয়ার পর ভীষণ ভালো লাগে। এ ধরনের পোস্ট তৈরি করতে গেলে সময়ের দরকার হয়।সময় নিয়ে বসলে খুব সুন্দরভাবে এ ধরনের কাজ গুলো করা যায়। আমি আজ রঙিন কাগজ দিয়ে সোফার অরিগামিটি করে নিয়েছি।তাই আজ শেয়ার করে নেবো আপনাদের মাঝে। আশাকরি আমার আজকের এই অরিগামিটি আপনাদের কাছে ভালো লাগবে।আসুন আগে দেখি এই অরিগামিটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল --

প্রয়োজনীয় উপকরনঃ

১.রঙিন কাগজ

20250523_193554.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20250523_194925.jpg

প্রথমে আমি এক টুকরো কাগজ নিয়ে নিলাম।

ধাপ-২


20250523_195009.jpg

এবার কাগজের টুকরোটিকে দুই দিক থেকে কোনাকুনি ভাবে ভাজ করে নিলাম।

ধাপ-৩


20250523_195116.jpg

এরপর আমি কাগজটিকে ছোট একটি ভাজ করে নিলাম।

ধাপ-৪


20250523_195123.jpg

20250523_195123.jpg

20250523_195131.jpg

এরপর আমি কাগজটিকে মাঝ বরাবর ভাজ করে নিলাম। এবার আরো একটি ভাজ করে নিলাম।

ধাপ-৫


20250523_195251.jpg

এবার আমি একই ভাবে কাগজের উল্টো পাশে ও ভাজ করে নিলাম।

ধাপ-৬


20250523_195346.jpg

20250523_195415.jpg

এরপর কাগজের সবশেষ ভাজটি খুলে কাগজটির উপর ও নীচে ভাজ করে নিয়ে আরো একটি ভাজ করে নিলাম।

ধাপ-৭


20250523_200312.jpg

এবার কাগজের ভাজ খুলে নিয়ে ভাজে ভাজে বক্সের মতো করে নিলাম।

ধাপ-৮


20250523_200312.jpg

এরপর আমি আরো একটি কাগজের টুকরো নিয়ে একই ভাবে বক্সের মতো করে নিলাম। এবার একটি আর একটির মধ্যে সেট করে দিলাম।

ধাপ-৯


20250523_200603.jpg

20250523_202830.jpg

photocollage_202552485945734.jpg

এরপর মাপ মতো কাগজের টুকরো নিয়ে পেছনে ও দুপাশে ভাজ করে দিয়ে দিলাম।এইতো সুন্দর একটি সোফা তৈরি হয়ে গেলো।এরপর আমি কাগজের টুকরো নিয়ে এক ভাজ করে কুশন তৈরি করে নিলাম। এরপর ফুল এঁকে নিলাম।

উপস্থাপনা


20250523_205607.jpg

20250523_203540.jpg

20250523_203535.jpg

20250523_203457.jpg

পোস্ট বিবরন


শ্রেণীঅরিগামি
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশা|করি আমার বানানো কাগজের অরিগামিটি আপনাদের কাছে ভালো লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন অরিগামি পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPiMraFFoAYbU1qRnWow8VAESPuCj2iAFuxJZaAkWSFYjknC79Yvr3Hvpewov9...XSBuwkeuf4u2HHYnTh42ETSMDeNZAbpP2wAyK5YEzfHuJd77StVXXXQ837mL4eMAcaj2us8MWrck1vwaviyxFGx4fEr1Q8iHWyrxEwCnE9jJJ2Hyh6tTeHJpE.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...CrpaohxYk9uSxNuW6ERRhuynfdVAqK6mT1BA8tgAcayjQX1cVHm5QbPwjtM2hgP6V2up8ZofQcEK1WfKukku6L9y5WSCvQtbjGttHDUxCnEzVLxyuLacBoDE2S.png

20250504_184123.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2VhXb1DmeH6o3MAxQ1xnMnUxrxqBEtic73cQ9XMW9ERzfzNTqQLnKUj71Uj6...P3RxrNBpxmw3gBfm2XLFR8F8jLQ7Sfke91gjLE1c242WuRxKg8pkpRA5WHfdGQPAkcZV8wnNogXTdMbV9Y7TAnoytPF5EeYpsdb773HF3Yp5zwkoRxaGY1riLE.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...PG5e5ksRhVwQ6WiB9zuqR68odrWKECz2xQUXbP2xQHAKk39Qx7Z3qe3QjNn5P9E1B5Fjmsp4SA9KuXEksa47QQenTCKtdUjmFtEQG4zw93A62wi7js5PCbht7X.gif

Sort:  
 2 months ago 

photocollage_2025524163847811.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আপনার তৈরি অরিগ্যামি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে প্রতিনিয়ত আপনি খুবই চমৎকার চমৎকার বিভিন্ন পোস্ট করে থাকেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনার পোস্ট গুলো দেখতে। এতো চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 2 months ago 

অনেক কষ্ট করে এরকম অরিগ্যামি গুলো তৈরি করা লাগে। কারণ ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা কিন্তু অল্প সময়ের ব্যাপার নয়। এগুলো অনেক সময় নিয়ে ভাঁজ দিয়ে তৈরি করা লাগে। কাগজগুলো ভাঁজ করার সময় যদি একটু এলোমেলো ভাবে ভাঁজ হয়ে যায়, তাহলে পুরোটাই নষ্ট হয়ে যায়। আপনি এটা অনেক মনোযোগ সহকারে তৈরি করেছেন দেখে বুঝতে পারছি।

 2 months ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 
 2 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে যা কিছু তৈরি করি না কেনো দেখতে দারুন লাগে। আজ আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর ভাবে সোফার অরিগামি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা সোফার অরিগামি টি বেশ আকর্ষণীয় লাগছে।এটি ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

photocollage_2025524162842940.jpg

 2 months ago 

দারুণ বানিয়েছেন রঙিন কাগজের সোফায় অরিগ্যামি টি। দেখে অরজিনাল মনে হচ্ছে। মনে হচ্ছে অরিজিনাল সোফায় অরিগ্যামি। কালার টা দারুণ। সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটি অরিগ্যামি। ধাপে ধাপে সোফায় অরিগ্যামি টি তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর অরিগ্যামি টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 months ago 

অনেক ধন্যবাদ জানাচ্ছি দিদি।

 2 months ago 

ওয়াও রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করছেন আপু।আপনার তৈরি করা সোফার অরিগ্যামিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্টটি উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।