গত বছরে অতিরিক্ত বৃষ্টির সময়ের কিছু ছবি এবং নিজের কিছু কথা।

in আমার বাংলা ব্লগlast year (edited)
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে গত বছরে তোলা কিছু ফটো ও আমার কিছু কথা শেয়ার করব। আসলে আমাদের জীবনে কোনো কিছুই অতিরিক্ত ভালো না আবার একেবারে অল্প হলেও ভালো লাগেনা। সবকিছু যদি ব্যালেন্স ভাবে চলে তাহলে ভালো হয়। কিন্তু সবকিছু যেহেতু আমাদের হাতে না তাই আমাদের পক্ষে সব সময় সবকিছু ব্যালেন্স করে চালাও সম্ভব নয়।

IMG_20231006_152042-01.jpeg

তো আপনারা ভাবতে পারেন এই কথাগুলো আমি কেন বলছি। আসলে এই কথাগুলো বলার কারণ হলো কিছুদিন আগে অনেক গরম পরল যেটা আমাদের মাঝে মাঝে অনেক কষ্ট দিয়েছিল। তবে আলহামদুলিল্লাহ বর্তমান আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে যার কারণে এখন এ বিষয়ে আর কারো অভিযোগ নেই। কিন্তু সামনেই আসছে বর্ষাকাল হয়তো দেখা যাবে এই বর্ষাকালে একটা না অনেকদিন বৃষ্টি হবে যার কারণে আবারো ওটা নিয়ে অতিষ্ঠ হয়ে যাবো। আর শীতকাল কেউ বা ভুলি কিভাবে যখন অতিরিক্ত শীত পড়ে তখনও তো সবাই অতিষ্ঠ হয়ে পড়ি।

তবে একটি মজার বিষয় হচ্ছে শীতের সময় যখন অতিরিক্ত শীত পড়ে তখন আমরা চাইলেই অনেকগুলো কাথা কম্বল গায়ে দিয়ে শীত থেকে রেহাই পেতে পারি। কিন্তু গরমকালে ফ্যানের বাতাসেও যেন গরম হয়ে যায়। আর এসি থাকলে অবশ্যই এই ঝামেলা থেকে অনেক মুক্তি পাওয়া যায় কিন্তু এসি কেনার তো সবার সামর্থ্য থাকে না। আর বর্ষাকালে যখন একটানা বৃষ্টি হতেই থাকে তখন আবার আরেক ঝামেলার মধ্যে পড়ে যায়। আসলে আল্লাহ তাআলা হয়তো আমাদের পরীক্ষা নেওয়ার জন্যই এমনটা করে থাকেন।

IMG_20231006_152018-01.jpeg

IMG_20231006_152027-01.jpeg

তো আপনারা ছবিগুলো দেখে কোনো জলাশয় ভাববেন না আসলে এগুলো ক্ষেতের মাঠ। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে যেগুলার এই অবস্থা হয়েছিল।

তো যাই হোক এবারে মূল বিষয়ে আসি। আজকে আমি কি পোস্ট করব খুজছিলাম। তো গ্যালারিতে ফটো খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমার সামনে গত বছরের কিছু ছবি আসলো। আর ছবিগুলো সেই সময় তোলা হয়েছিল যখন একটা না অনেকদিন পানি হয়ে কিছু কিছু জায়গায় পানিতে ভর্তি হয়ে গিয়েছিল।

আসলে গত বছর যখন অনেক বৃষ্টি হয়ে রাস্তার ধারের মাঠগুলো পানিতে থৈথৈ করছিল তখন আমি গাড়িতে বসে যাওয়ার সময় এই ছবিগুলো তুলেছিলাম। তো সেই ছবিগুলো নিশ্চয়ই আপনারা দেখতেই পারছেন। দেখা যাক এই বছর যেহেতু আবারো বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ চাইলে এই বছরেও একটা না বৃষ্টি হবে এবং আমরা এরকম পরিস্থিতিতে পড়তে পারি। আসলে এগুলো যে আসতে পারে সেরকম একটা মাইন্ড সেট করে রাখা উচিত যেন সেই সময় আমরা হা হুতাশ না করে ধৈর্য ধরে থাকতে পারি।

IMG_20231006_152040-01.jpeg

IMG_20231006_152044-01.jpeg

IMG_20231006_152050-01.jpeg

IMG_20231006_152222-01.jpeg

তো যাই হোক বর্ষাকালের বৃষ্টিতে যে শুধু খারাপ লাগে তা কিন্তু নয় এখানে ভালো লাগারও কিছু বিষয় আছে। হয়তো অতিরিক্ত ঝড় বৃষ্টি হয়ে মাঝে মাঝে অনেক ক্ষতি হয়ে যায় কিন্তু মাঝে মাঝে এই বৃষ্টির কারণে অনেক মজা হয়। যেমন ছোটবেলায় আমাদের এখানে অনেক জায়গায় পানি জমা হতো যে জায়গাগুলো বর্তমান বাড়ি হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আমরা বেশ মজা করতাম। যেমন বৃষ্টির পানি যদি কোথাও বেশি জমা হতো তাহলে সেখানে কলা গাছ কেটে ভেলা ভাসানো হতো। আবার কয়েকদিন পরেই জমা থাকা পানিগুলোর মধ্যে মাছ দেখা যেত আর সেখানে মাছ ধরতাম। তো যাই হোক এগুলো ছিল মূলত কিছু ভালো লাগার মত বিষয়।

তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। পোস্টের মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে আশা করি ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

গত বছর বন্যার সময় আমাদের এইদিকের বেশিরভাগ ফসলের ক্ষেত পানিতে ডুবে গিয়েছিল। আজকে আপনি আপনার এলাকার গত বছরের বন্যার সময়ের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। গত বছরের তুলনায় এবছর তেমন একটা বৃষ্টি নেই। আমার কাছে অতিরিক্ত বৃষ্টি হলেই বেশি ভালো লাগে। যাইহোক আপনি খুবই সুন্দর সুন্দর বন্যার ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আসলে ভাই এটাকে বন্যা বলা যায় না। শুধু একটু বেশি বৃষ্টি হয়েছিল তাই এরকম অবস্থা হয়েছিল।

 last year 

এটা হলো মানুষের সাইকোলজিক‍্যাল অভ‍্যাস। আমরা গরমের সময় গরমকে সহ‍্য করতে পারি না একইভাবে শীতের সময় শীতকে আবার বর্ষার সময় আমরা বলি রোদ নেই কেন। এটা আমাদের অভ‍্যাস। কিন্তু সবকিছু তো আমাদের মতো চলবে না আর চলা উচিতও না। বর্ষার সময়ে এই ক্ষেত মাঠ ঘাট সবকিছু পানিতে থৈ থৈ করে। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল ভাই।

 last year 

জি ভাই সবকিছু আমাদের মত চলবে না আর চলা উচিত না।

 last year 

আসলেই অতিরিক্ত শীতের সময় শীত থেকে মুক্তি পাওয়া গেলেও গরমে এসি ছাড়া উপায় নেই। ফ্যানের নিচে বসে শরীর মোটেও ঠান্ডা হয় না। কারণ ফ্যানের বাতাস টাই গরম মনে হয়। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। যদিও গত বছরের ফটোগ্রাফি শেয়ার করেছেন তবে ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে আমার কাছে। মুগ্ধ হলাম ফটোগ্রাফি গুলো দেখে। সেই সাথে দারুণ কিছু কথা লিখেছেন।

 last year 

জি সেটাই, যাইহোক ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম।