আর্ট :- সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করলাম।
আমি যখনই পেইন্টিং করতে বসি, তখনই মূলত সূর্যাস্তের পেইন্টিং করতে অনেক বেশি ভালো লাগে। এজন্য আমি পেইন্টিং করতে অনেক পছন্দ করি। এই পেইন্টিংটা আমি অনেকদিন আগেই করেছিলাম। তবে আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। কিন্তু এই পেইন্টিংটা করার পর আমার অনেক বেশি ভালো লেগেছিল। সত্যি বলতে আমার প্রত্যেকটা পেইন্টিং আমার অনেক ভালোলাগার বিষয়। মাঝে মাঝে সময়ের জন্য এইসব কাজগুলো করতে পারি না। আমার এই কাজগুলো আমার অনেক পছন্দের। সময় লাগলেও করতে খুবই ভালো লাগে। আশা করি আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি এক্রোলিক কালার ব্যবহার করেছি। এক্রোলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ
• আঁকার বোর্ড
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার বোর্ড নিলাম। এরপর আমি উপরের অংশে হলুদ এবং কমলা কালার দিয়ে উপরের অংশে আকাশের অংশটা এঁকে নিলাম। লাল রঙের কিছু মেঘ দিয়ে দিলাম।
ধাপ - ২ :
এরপরে নিচের অংশে আকাশে কালার দিয়ে অংশটাকে রং করে নিলাম।
ধাপ - ৩ :
এরপর আকাশে রঙের সাথে সাদা রং মিশিয়ে নিচের অংশে সুন্দর করে মিক্স করে নিলাম।
ধাপ - ৪ :
এরপরে আমি ছোট্ট একটা সূর্য দিয়ে নিচের অংশের সূর্যের কিছু চাপ দিয়ে দিলাম।
ধাপ - ৫ :
এরপর আমি নিচের অংশ থেকে কালো রঙের একটা গাছ চিকন চিকন ডালপালা এঁকে নিলাম।
ধাপ - ৬ :
গাছের দুই পাশের অংশে আমি চিকন খাস এঁকে ডিজাইন করে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
শ্রেণী | পেইন্টিং |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
সূর্য অস্ত যাওয়ার অসাধারণ একটি মুহূর্ত আপনি পেইন্টিং করেছেন। পেইন্টিং খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। ভীষণ ভালো লেগেছে আপু। অনেক ধন্যবাদ।
পেইন্টিংটা আকর্ষণীয় হয়েছে শুনে খুব ভালো লাগলো।
https://x.com/TASonya5/status/1942420970473676986?t=OOvNxkhuQk4rb66yrLCBzQ&s=19
সুন্দর একটি সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করেছেন। সূর্যাস্তের দৃশ্য দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আর পেইন্টিংটি দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দরও নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য ধন্যবাদ।
চেষ্টা করেছি নিখুঁত ভাবে কাজটা সম্পূর্ণ করার জন্য।
ওয়াও আপু আপনার আর্ট করা প্রতিটা পেইন্টিং আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকে আপনার পোস্টে সূর্যাস্তের পেইন্টিং টি দেখে অনেক ভালো লাগলো আমার।খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
এই সুন্দর সূর্যাস্তের দৃশ্যের পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক উৎসাহিত হলাম।
আজকে তুমি অনেক সুন্দর একটা পেইন্টিং করেছ, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এবং প্রচুর সময় ব্যবহার করে। তোমার করা পেইন্টিংটা দেখতে আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে, আমি তো কোনো রকমে চোখ ফেরাতে পারছিলাম না। কালার কম্বিনেশন টা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই ধরনের পেইন্টিং গুলোর মাধ্যমে নিজের ভিতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে। তোমার এই পেইন্টিং গুলো যত দেখি আমার কাছে ততই ভালো লাগে।
চেষ্টা করি দক্ষতাকে কাজে লাগিয়ে এরকম সুন্দর সুন্দর পেইন্টিং গুলো করার জন্য।
এই ধরনের পেইন্টিং গুলো দেখতে যেমন ভালো লাগে করতেও অনেক বেশি ভালো লাগে। আজ আপনি খুবই চমৎকার একটি পেইন্টিং শেয়ার করেছেন আপু।যা দেখতে দারুন হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার করা পেইন্টিং দেখতে দারুন হয়েছে শুনে ভালো লাগলো।
https://x.com/TASonya5/status/1942593924234895818?t=G2rw7BY58NT0UlO_Kr2fCw&s=19
https://x.com/TASonya5/status/1942595531974533487?t=u6fqA5qD_Cnt-09AvvI9zA&s=19