আর্টঃ মোম রং দিয়ে পেঁপে অঙ্কন।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৩শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল ৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ মোম রং দিয়ে করা একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ অনেকদিন পর মোম রং দিয়ে একটি পেঁপে এঁলেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো।ভিন্ন ভিন্ন আর্ট করতে আমি পছন্দ করি। তাই সব সময় একই ধরনের আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করার চেস্টা করি। তাই কখন জল দিয়ে করা আর্ট শেয়ার করি কখন বা মধুবনী আর্ট, আবার কখনও বা মোম দিয়ে করা কোন আর্ট শেয়ার করার চেস্টা করি। আর সব মাধ্যমে করা আর্টটই আপনারা বেশ পছন্দ করেছেন। আর ভিন্ন ভিন্ন আর্ট করার ফলে বিভিন্ন ধরনের আর্ট এ কিছুটা হলেও আঁকতে পারছি। যা আমাকে বেশ আনন্দিত করে। তেমনই আজও মোম রং দিয়ে একটি পেঁপে এঁকেছি।। এখানে আমি একটি আস্ত পেঁপেঁর পাশাপাশি একটি অর্ধেক পেঁপেও এঁকেছি। বেশ সময় নিয়ে এঁকেছি এই আর্টটি। কারন অনেকগুলো রং ব্যবহার করে পাঁকা পেঁপের রংটি আনতে হয়েছে। তবে আঁকার পর বেশ ভালো লেগেছে আমার।আশাকরি আপনাদেরও ভালো লাগবে।আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ,মোম রং সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।
প্রয়োজনীয় উপকরণ
১।সাদা কাগজ
২।বিভিন্ন শেডের মোম রং
৩।রাবার
৪।পেন্সিল
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথম সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। পেন্সিলের দাগের মধ্যেই আর্টটি করবো।
ধাপ-২
পেন্সিলের দাগের মাঝখানে একটি আস্ত পেঁপে ও একটি অর্ধেক পেঁপে এঁকে নিয়েছি।
ধাপ-৩
সবুজ ও হলুদ মোম রং ব্যবহার করে পেন্সিল দিয়ে আঁকা পেঁপের কিছু কিছু অংশ রং করে নিয়েছি।
ধাপ-৪
এবার কমলা ও খয়েরি রং এর মোম রং ব্যবহার করে পেঁপের বাকী অংশ রং করে নিয়েছি।
ধাপ-৫
এবার কালো রং দিয়ে পেঁপের বিচিগুলো এঁকে নিয়েছি। এবং পেন্সিল দিয়ে পেঁপের শেডিং এর কাজ করে নিয়েছি। সাথে আরও কিছু ডিটেইলিং এর কাজ করে নিয়েছি।
ধাপ-৬
সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,আজকের মোম রং দিয়ে আঁকা পেঁপের আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Redmi Note 5A |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ৭ই আগস্ট, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
আপনি আজকে অসাধারন একটা পেঁপে আর্ট করেছেন তো। এই ধরনের আর্ট গুলো যত বেশি সময় নিয়ে করা হয়, ততই দেখতে সুন্দর লাগে। আপনি অনেক নিখুঁতভাবে এই আর্ট করেছেন। কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এরকম আর্ট আশা করি সব সময় আমাদের মাঝে শেয়ার করবেন।
এই ধরনের আর্টগুলো করতে একটু বেশি সময় লাগে। বিভিন্ন রং এর ব্যবহার করে আর্টটি করতে হয়। ধন্যবাদ আপু।
https://x.com/selina_akh/status/1964686452115357792
ᴀʀᴛ & ᴀʀᴛɪꜱᴛꜱ
এত সুন্দর করে পেঁপে আর্ট করেছেন আপু দেখে মনে হচ্ছে একদম বাস্তবে। আমি তো প্রথমে মনে করেছিলাম এটা সত্যি সত্যিই পেঁপে পড়ে দেখে আপনার তৈরি করা আর্ট। মোম রং দিয়ে যে এত সুন্দর ভাবে আর্ট করা যায় আগে জানা ছিল না। ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Link
https://x.com/selina_akh/status/1964690708910231982
https://x.com/selina_akh/status/1964687603191742534
https://x.com/selina_akh/status/1964688980454363538
https://x.com/selina_akh/status/1964690079705960634
অসাধারণ একটি আর্ট করেছেন আপনি। দেখতে একদম সত্যিকারের পেঁপের মত লাগছে। এই ধরনের আর্ট গুলো করতে অনেক ধৈর্য ও সময়ের প্রয়োজন হয় । যত বেশি সময় নিয়ে করা যায়, ততই আর্ট
আরো সুন্দর হয়ে ওঠে। আর্ট টি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
এই ধরনের আর্ট করতে সময় লাগলেও,করার পর বেশ ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।
মোম রং এর কাজ সময় নিয়ে করতে হয়,তবে সুন্দর হয়।
আপু আপনার আইডিয়া তো খুব চমৎকার। আপনি মোম রং দিয়ে চমৎকার ভাবে পেঁপে অঙ্কন করেছেন। আমার কাছে মনে হচ্ছে বাস্তবে কোন পেঁপে হবে। এবং কি চমৎকারভাবে একটি আস্ত পেঁপে এবং আদা পেঁপে অংকন করেছেন। এবং শুরু থেকে শেষ পর্যন্ত পেঁপে অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন।
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।