আমাদের জীবনে প্রতিনিয়ত কি ঘটছে তা শুধু আমরাই জানি।
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনাদের সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজ আমি একটু ব্যতিক্রম বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা জীবন রয়েছে। প্রতিটি জীবনের ব্যাপক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই সমস্যাগুলো শুধুমাত্র তারাই অনুধাবন করতে পারে যারা সেই সমস্যার মধ্যে পড়েছেন। এমন অনেক কথা রয়েছে যেটা শুধুমাত্র আমি একান্তই জানি আমি ব্যতীত অন্য কেউ আর জানে না। সেই বিষয়গুলো মাঝে মাঝে অনেকটাই অসুবিধের মধ্যে ফেলে দেয় যা হয়তো আপনার সকলেই অনুধাবন করতে পারেন। কারণ প্রত্যেকটা মানুষের কাছেও এমন একাকীত্বের একটি জায়গা রয়েছে।
এই ছোট্ট একটি জীবনে কত ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়, তার হয়ত হিসেব থাকবে না। তবে এর পাশাপাশি কিছু ভালো মুহূর্ত আমরা উদযাপন করি বা উপভোগ করি। সেই বিষয়গুলোও কিন্তু ভুলে থাকা যাবে না। সব মিলিয়ে বুঝতে হবে এই জীবনের মানেটাই সেটা। যখন সমাজের বোঝা মাথার উপরে চলে আসে তখন সমস্যার সম্মুখীন হওয়ার প্রবণতাও খুব বেশি একটা বেড়ে যায়। তখন এমনও হয় একটি সমস্যা থেকে বের হতে না হতেই আরেকটা সমস্যা এসে হাজির হয়ে যায়। আবার কখনো কখনো একসাথে একাধিক সমস্যার সম্মুখীন করতে হয়। তখন এমন একটা পরিস্থিতিতে সৃষ্টি হয় যে আমরা ব্যতীত অন্য কেউ সেই বিষয়টা অনুধাবন করতে পারে না এবং এই বিষয়টার কারণেই আজ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব।
অন্যান্য প্রাণীদের তুলনায় আমরাই কেন পৃথিবীর সেরা জীব জানেন, সেটা হচ্ছে আবেগের জন্য, নিজে নিজেই চিন্তা করার জন্য, একে অপরকে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসার জন্য। আরো অনেক এমন উদাহরণ রয়েছে। আসলেই আমরা এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব কিন্তু বর্তমানে পৃথিবীতে যা অবস্থার রয়েছে এতে করে আমরাই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব হিসাবে নিজেদেরকে তুলে ধরছি। পৃথিবীর আবহাওয়া থেকে শুরু করে সবকিছুতেই আমাদের কন্ট্রোল আনতে চাচ্ছি, যার ফলে এই পৃথিবীর দিন দিন আয়ু কমে যাবে।
যাইহোক মূল বিষয় ফিরে আসি, আসলে আমরা যেসব বিষয় বস্তু গুলো অনুধাবন করি সেগুলো অন্য কাউকে সেভাবে বোঝানোর ক্ষমতা টাও কিন্তু আমাদের নেই। যার ফলে সেই বিষয়গুলো অন্য কেউ অনুধাবন করতে পারবে না আপনার জীবনে কি চলছে এবং আপনি কি অনুভব করছেন এটাই সবথেকে বড় সত্য বিষয়ে যেটা আপনি ছাড়া আর কেউ সঠিকভাবে অনুধাবন করতে পারবে না। আসলে পৃথিবীতে তো হাজার হাজার লক্ষ লক্ষ ভাষা রয়েছে কিন্তু আবেগকে সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য আমার মনে হয় না আর পৃথিবীর কোন ভাষা কাজে লাগবে কারণ সেটা একটি অলৌকিক বিষয় বলে আমি মনে করি।
সর্বশেষ বলবো, নিজের উপর বিশ্বাস রাখুন। যে যার ধর্মে বিশ্বাসী সেসব ধর্মের নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করুন দেখবেন আজ হয়তো একটি সমস্যার মধ্যে রয়েছেন কিন্তু সবসময় মনে রাখবেন রাতের পরেই কিন্তু হাত দিন চলে আসে। আপনি যত সমস্যার মধ্যেই রয়েছেন না কেন মনে করবেন খুব তাড়াতাড়ি সেই সময়টা কেটে যাবে এবং দ্রুত দ্রুতই আপনার জন্য সুসংবাদ অপেক্ষা করছে। একটি কথা সবসময় মনে রাখবেন রাত যত গভীর হয় দিন ততো তাড়াতাড়ি শুরু হয়। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: আমাদের জীবনে প্রতিনিয়ত কি ঘটছে তা শুধু আমরাই জানি।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
এটা ঠিক বলেছেন ভাইয়া নিজের সমস্যাগুলো অন্যকে বোঝানো সম্ভব হয় না। আসলে নিজের ভেতরে কি চলছে সেটা কাউকে বলা সম্ভব হয় না। নিজের উপর আস্থা রাখতে হবে। আর সবকিছুই মোকাবেলা করতে হবে ভাইয়া। তাহলে কোন এক সময় সেই সমস্যাগুলোর সমাধান হবে।
তাই তো নিজের সমস্যা নিজের কাছেই থাক।
প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা আছেই। তবে যার যার সমস্যা একমাত্র সে-ই ভালো বুঝে। একটা মানুষকে উপর থেকে দেখে আমরা অনেক সময় সেটা আন্দাজ পর্যন্ত করতে পারি না। যাইহোক জীবনে সমস্যা আসবে এবং সেই সমস্যার সমাধান করে জীবনে এগিয়ে যেতে হবে,এটাই হচ্ছে মূল কথা। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সেটাই ভাই, যাই হোক না কেন নিজেকে সামলে নিয়ে চলতে হবে।।।।।
যার জীবনে ঘটে, শুধু সেই বোঝে, সেই জানে সে কিসের ভেতর দিয়ে যায়! প্রত্যেক মানুষের ক্ষেত্রেই এটাই সঠিক। বাইরে থেকে অনেকের জীবন ই বাকি অনেকের কাছে ড্রীম- লাইফ! তবে তাদের জীবনেও নিজস্ব সমস্যা থাকে। তাই অন্যের জীবন দেখে হিংসা না করে, নিজের জীবনে ফোকাস রাখাটাই শ্রেয়। যে যে ধর্মে বিশ্বাসী, সেই ধর্মমতে নিয়ম মেনে, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে জীবন পরিচালনা করলে অবশ্যই সব সমস্যার সমাধান সঠিক সময়ে পাওয়া যায় বলেই আমি মনে করি।
ঠিক বলেছেন, আসলে নিজেকে ভালো বাসতে হবে।
নিজের পরিস্থিতি নিজের থেকে ভালো কেউ বুঝবে না এ কথা যেমন সত্য তেমনি কোন একজন মানুষ আরেকজন মানুষের সে তার যতই কাছে হোক তার পরিস্থিতি তার মতো করে বোঝার ক্ষমতা রাখে না। আসলে আমরা উৎকৃষ্ট প্রাণী বলেই নিকৃষ্টতম কাজ গুলো করে থাকি। আমাদের ইগো আমাদের লোভ লালসা কোন কিছুর উপরেই আমাদের কোন কন্ট্রোল নেই ।
জীবন একমাত্র সত্য একমাত্র আলো তাই নিজের উপর ভরসা রেখে এগিয়ে চলাই বেঁচে থাকার আসল চাবিকাঠি।
কথায় আছে না, সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই। কিন্তু এই মানুষকেই আমরা ছোট করে দেখি।
একটা জিনিস কী জানেন ভাই একটা সময় গিয়ে আর নিজের খারাপ লাগা টা কারোর কাছে বলতেও ইচ্ছা হয় না। নিজের দুঃখ কষ্ট গুলো একেবারেই নিজের করে রাখতে শুরু করি আমরা। চমৎকার লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।।
ঠিক বলেছেন, সেই সব বিষয়গুলো কারো কারো জন্য হাসির বিষয় হয়ে যায়।