এখন হেমন্তকাল চলছে। হেমন্তকাল মানেই শীতের আগমনী বার্তা। এই সময় মাঝে মাঝে গরম পড়ে আবার শীত। এই সময় এই আবহাওয়াতে ঠান্ডার প্রকোপ টা খুব বেশি হয়। ঠান্ডার প্রকোপে বেশি আক্রান্ত হয় বাচ্চারা এবং বয়স্করা। তাই এই আবহাওয়া এদের একটু বেশি যত্ন নিতে হয়। আমি কখনো পেন্সিল আর্ট তৈরি করিনি।এটা আমার প্রথম পেন্সিল আর্ট।আজকে ভাবলাম অন্য কিছু একটা করব কিন্তু ঠিক তখনই ভাবলাম আজকে একটা পেন্সিল আর্ট তৈরী করা যাক।এই বলে পেন্সিল আর্ট তৈরি করতে শুরু করে দিলাম। একটা মজার ব্যাপার হল আমার কাছে কাঁটা কম্পাস ছিল না।তাই একটা ছোট হাড়ি দিয়ে বৃত্তটি একেঁ নিয়েছিলাম।
প্রস্তুত প্রণালী |
১ম ধাপ |
আমার আজকের পেন্সিল আর্ট এর প্রথম ধাপে সাদা কাগজে একটি বৃত্ত একেঁ নিয়েছি। বৃত্তটি পেন্সিল দিয়ে এঁকেছি।
২য় ধাপ |
এবার পরর্বতী ধাপে আমি বৃত্তের মাঝে ইটের দেয়াল আঁকার জন্য কিছু দাগ টেনে নিয়েছি। এই দাগগুলোও আমি পেন্সিল দিয়ে একেঁছি।
৩য় ধাপ |
এবার এই ধাপে আমি আগের একেঁ নেওয়া দাগগুলোকে ইট এর শেপ দিয়েছি।
৪র্থ ধাপ |
পরবর্তী ধাপে আমি ইট গুলোকে পেন্সিল দিয়ে একটু গাঁড় করেছি এবং দেয়াল এর ওপরে একটি পান্ডার মাথার শেপ দিয়েছি।
৫ ম ধাপ |
এই ধাপে আমি পান্ডার নাক এবং চোখ একেঁছি।
৬ষ্ঠ ধাপ |
পরের ধাপে আমি পান্ডার হাত একেঁছি। হাত গুলো এমন ভাবে একেঁছি যেন দেখে মনে হয় পান্ডাটি দেয়াল ধরে আছে। এবং পান্ডার দুটি কান একেঁছি। এবং দেয়াল এর একপাশে ফুলের টব এঁকেছি।
৭ম ধাপ |
এই ধাপে আমি আগের ধাপে আঁকা টবে একটি ক্যকটাস গাছ একেঁছি।
৮ম ধাপ |
এই ধাপে আমি একটি মরা গাছের ডাল একেঁছি।
৯ম ধাপ |
এই ধাপে আমি পেন্সিল আর্টটি সম্পূর্ণ করেছি এবং আমার নিজের হাতের একটি সিগনেচার সহ একটি ছবি তুলেছি।
১০ম ধাপ |
এই ধাপে আমি পরিপূর্ণ পেন্সিল আর্টির একটি ছবি তুলে নিয়েছে।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি।আল্লাহ হাফেজ।
আজ এই পর্যন্ত।সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ |
device | poco M2 |
Location | Meherpur |
Photograpy | pencil art |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি তুহিন ব্লগ।আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়।আমি পাশাপাশি একটি ব্যবসা করি।এ ছাড়া আমার একটি বাগান আছে। এবং বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকে।আমি ছবি আঁকতে পছন্দ করি।মাছের চাষ আমার প্রধান পেশা।এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
পেন্সিল দিয়ে চমৎকার একটা আর্ট করেছেন ভাইয়া।পান্ডা টা দেখতে খুব ভালো লাগছে।অনেক দিন পেন্সিল আর্ট করা হয় না।আপনার আর্টটা সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আমি তো রেসিপি শেয়ার করিনি,আমি পেন্সিল আর্ট শেয়ার করেছি।
পান্ডাটা কিন্তু কিউট হয়েছে,খুব ভাল্লাগছে দেখতে।
খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন সম্পূর্ণ আর্টটি।শুভ কামনা জানাই।
আপনার ভালো লেগেছে শুনে আমার অনেক ভালো লাগলো ধন্যবাদ।
আসলে পেনশন আর্ট গুলো একটু ধৈর্য ধরে করলে দেখতে অনেক ভালো লাগে।
আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি আর্ট করেছেন। দেখতে বেশ ভালই লাগছে। পান্ডা দেখতে এমনি কিউট লাগে আপনার আঁকাতেও তার ব্যতিক্রম নয়। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে সুন্দর আর্টটি শেয়ার করার জন্য।
এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনি তো পান্ডার খুব চমৎকার একটি পেন্সিল আর্ট করলেন। আমার কাছে তো এরকম আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর্ট এর পাশাপাশি এটা আবার ঠিক কথা বললেন। যেভাবে শীত অল্প অল্প করে বাড়তেছে সেই থেকে বাচ্চার এবং বয়স্করা খুব অসুস্থ হয়ে পড়তেছে। সেজন্য সবাইকে খুব যত্ন সহকারে থাকা উচিত। আপনারা কি আসলেই খুবই চমৎকার হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমি জানি আপু এ ধরনের পোস্টগুলো আপনি অনেক পছন্দ করেন।
চমৎকার এঁকেছেন ভাই ৷আসলে পেন্সিল আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে ৷ আপনি অনেক সুন্দর ভাবে একটি পেন্সিল আর্ট করেছেন ৷ অনেক সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
দারুন একটি চিত্র অঙ্কন করেছেন। সেই সাথে কিউট একটি পান্ডা অঙ্কন করেছেন। পেন্সিল আর্ট গুলো করতে অনেকটা সময় লাগে এবং খুবই সুন্দর হয়। ধৈর্য থাকলে সব কিছুই সম্ভব।ভাইয়া অনেকদিন পর আপনার পেন্সিল আর্ট দেখলাম। সত্যি অনেক সুন্দর হয়েছে। খুবই নিখুঁতভাবে পেন্সিল আর্টের মাধ্যমে আপনার প্রতিভা তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
আপনি ঠিকই বলেছেন আপু এই ধরনের আর্ট গুলো করতে অনেক ধৈর্য এবং সময় লাগে।
ভাইয়া খুব গভীরে চিন্তা করেছেন। দেয়ালের পিছনে পান্ডার অঙ্কনটা অসাধারন হয়েছে। চিত্রটার মধ্যে উপরে গাছের ডালটাও সুন্দর মানিয়েছে। প্রশংসা পাওয়ার মত একটি আর্ট করেছেন। ধন্যবাদ ভাইয়া।
প্রশংসা পাওয়ার মতো আর্ট তৈরি করেছি কি জানিনা, তবে চেষ্টা করেছি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
সুন্দর আর্ট করেছেন ভাইয়া। আমার কাছে পেন্সিল ✏️ দিয়ে আর্ট গুলো করতে বেশ ভালো লাগে।পান্ডা টা দারুন ভাবে সম্পন্ন করেছেন। আসলে পেন্সিল দিয়ে আর্ট গুলো করতে অনেক ভালো এবং দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনার কাছে অনেক ভালো লেগেছে শুনে নিজের কাছে অনেক ভালো লাগলো।
পেন্সিল দিয়ে আর্ট দেখতে আমার খুব ভাল লাগে।আপনি একটি পান্ডার ছবি দোয়ালের ওপাশে ধাপে ধাপে এঁকে দেখালেন খুব ভাল লাগলো। পেন্সিল আর্ট সময় নিয়ে করতে হয়।খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ।
পেন্সিল আর্ট দেখতে আপনার কাছে যে ভালো লাগে তা শুনে আমার নিজের কাছেই অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু ।