আমার তোলা ছবি।। (ফটোগ্রাফি)
চলুন শুরু করা যাক আমার আজকের ফটোগ্রাফি পোস্ট টি।।
১ নং ছবি।।
ছবিতে দেখতে পাচ্ছে গাছ আর সূর্যের ঝলমলে আলো। সেদিন অনেক রোদ উঠেছিল। আকাশের দিকে তাকিয়ে গাছ আর সূর্যের এই ঝলমল ভাব দেখে ক্যামরাবন্দি করলাম
২ নং ছবি।।
ছবিতে যে জায়গা টি দেখতে পাচ্ছেন এটি অনেক সুন্দর একটি জায়গা। কারণ যতই রোদ উঠুক আর গরম পরুক এখানে দাঁড়িয়ে থাকলে মন ও শরীর ঠান্ডা হয়ে যায়। কারন এখানে চারদিকে গাছ ও এর শীতল ছায়া।
এতক্ষন রোদ দেখলাম এখন মেঘ দেখুন।এটি আমাদের বাড়ির পাশের ঝিল। আর পাশে আছে এই সুন্দর মসজিদ টি। আকাশের দুসর কালো মেঘ ও ঘিয়া রং এর মসজিদ অনেক সুন্দর লাগছে।
৩নং ছবি।।
এতক্ষন রোদ দেখলাম এখন মেঘ দেখুন।এটি আমাদের বাড়ির পাশের ঝিল। আর পাশে আছে এই সুন্দর মসজিদ টি। আকাশের দুসর কালো মেঘ ও ঘিয়া রং এর মসজিদ অনেক সুন্দর লাগছে।
৪নং ছবি।।
এটি ঝিলের বিপরীতে থাকা ছোট একটি পুকুর। এর চারপাশে অনেক গাছ। বাতাস হলে গাছ ও জল এর তরঙ্গ এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে।
৫নং ছবি।।
আকাশ এর কালো মেঘ দেখে যে পরিমান ঝড় বৃষ্টি আশা করছি তার অর্ধেক ও হয়নি। জলের উপর মেঘ এর প্রতিচ্ছবি অনেক সুন্দর ছিলো।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার তোলা ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর লাগছে দেখতে। ঝিলের ফটোগ্রাফি গুলো বিশেষ করে ভীষণ সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর মনোরম পরিবেশ দেখে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ।
ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই মনটা ভরে যায়। আর তেমনি মন ভরা কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ভীষণ ভালো লাগছে ফটোগ্রাফি গুলো দেখতে।
ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।