বা নৌ জা পতেঙ্গা হাসপতালে বাহিরের কিছু অংশ ফটোগ্রাফি By @shipracha | 10% Beneficiary @shy-fox & 5% @abb-school
তারিখ-১৮-০৮-২০২২
বার-বৃহস্পতিবার
নমস্কার/আসসালামু আলাইকুম
“আমার বাংলা ব্লগের বন্ধুরা”কেমন আছেন সবাই ? আশা করি সবাই অনেক ভালো ।আমিও ভাল আছি আপনাদের দোয়া ।গতকাল মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম ।গতমাসে অনেক জ্বর হওয়ার পর ডাক্তার বিভিন্ন টেস্ট দিয়ে ছিল সব কিছু ঠিক আছে ।কিন্তু রক্তের পরিমাণ টা কম আছে ,তাই ডাক্তার ঔষধ দিছে তিন মাসের এবং আবার একমাস পর সিবিসি টেস্ট করে দেখাতে বলছে ।এর আগের দিন ব্লাড টেস্ট করছি এবং রিপোর্ট দিবে আজকে তাই ডাক্তার ও দেখাবো । ডাক্তার দেখালাম ভাল আছে আগে থেকে রক্তের পরিমাণটা একটু বাড়ছে আরও সামান্য বাড়ালে হবে বলছে ।ঔষধ খাওয়াতে বলছে নিয়মিত।আসার সময় আমি বেশ কয়েক টি ছবি তুলে নিলাম।বাহিরের এবং ভিতর পরিবেশ টা অনেক সুন্দর খুব আর পরিস্কার ।তাই আমি কিছু ছবি তুলে নিলাম সে গুলো আজ আপনাদের সাথে শেয়ার করব ।

লোকেশনঃhttps://what3words.com/earmarked.landings.fairness

লোকেশনঃhttps://what3words.com/earmarked.landings.fairness

লোকেশনঃhttps://what3words.com/earmarked.landings.fairness
হাসপাতালের প্রবেশ দুই দিকে রাস্তা অনেক সুন্দর করে ফুলের গাছ লাগানো এক পাশে দুই দিক থেকে আসা যায়।
লোকেশনঃhttps://what3words.com/earmarked.landings.fairness

লোকেশনঃhttps://what3words.com/earmarked.landings.fairness
একদম প্রবেশ মুখে এই ফুলগুলো অনেক সুন্দর ,কিন্তু আমি ভাল ভাবে ছবি নিতে পারি নাই তখন প্রচুর রোদ ।

লোকেশনঃhttps://what3words.com/earmarked.landings.fairness

লোকেশনঃhttps://what3words.com/earmarked.landings.fairness

লোকেশনঃhttps://what3words.com/earmarked.landings.fairness
প্রবেশ মুখের বিপরীতে নেভিদের ট্রেনিং স্কুল যে বিল্ডিং টা দেখা যাচ্ছে ।

লোকেশনঃhttps://what3words.com/earmarked.landings.fairness
এটা আর এক দিকে যাওয়া যায় ।২নং নাম্বার বিল্ডিং সাইটে রাস্তাটা দূরে দেখা যাচ্ছে বাবা মেয়ে যাচ্ছে ।

লোকেশনঃhttps://what3words.com/earmarked.landings.fairness
এটা দেখতে কিন্তু কলা গাছ এর মত ,আসলে কলা গাছ না ।এটা এক ধরনের পাতা বাহার ।

লোকেশনঃhttps://what3words.com/earmarked.landings.fairness
এই লতাগুলো সুন্দর করে ঝোপে মত করে থাকে ।
লোকেশনঃhttps://what3words.com/earmarked.landings.fairness
প্রথম গেইট অনেক দূরে হেঁটে যেতে হয় । এক সাইটের বিল্ডির সব রকমে টেস্ট করে ২য় তলা আর রিপোর্ট ওখান থেকে জাস্ট রুম আলাদাভাবে আছে এবং নিচ তলা বসে গাইনি ডাক্তার আর শিশু ডাক্তার ।



লোকেশনঃhttps://what3words.com/earmarked.landings.fairness
সেই ছবি তুলবে না ।মুখ ফিরে নিছে ।আমার দিকে তাকাবেনা ।খালি খেলবে ঘুরে দেখবে ।

লোকেশনঃhttps://what3words.com/earmarked.landings.fairness
**কোন রকমে এই ছবি টা একটু ভাল মত তুলতে পারছি তা ও দূর থেকে ,আমার দিকে আসতেছে তখনি তুলে নিছি । ২য় তলা অপেক্ষা করছিলাম কখন ডাকবে ।সিরিয়াল নিছি ব্লাড টেস্ট করাবো ।আমার সেই পাকে গুরাঘুরি করতেছে এক জায়গা স্তির করে থাকেনা ।পরে ডাক এখন ব্লাড টেস্ট করাবে রুম ডুকা মাত্র বলতেছে নো নো পরে কান্না শুরু করে দিছে । **
ডিভাইজ | রিয়েল মি৫ আই |
---|---|
বিষয় | ফটোগ্রাফি |
লোকেশন | বা নৌ জা পতেঙ্গা ,চট্টগ্রাম,বাংলাদেশ |
ফটোগ্রাফার | @shipracha |
আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোন সময়ে অন্য কোন বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি।
এই জাতীয় পোস্টগুলো আমার এতটা ভালো লাগে যা বলে বোঝানো সম্ভব নয়। ভালো লাগার মেইন কারণ নতুন জায়গা সম্পর্কে অবগত হতে পারি। ধারণা লাভ করি। আপনি খুব সুন্দর ফটোগ্রাফির মধ্য দিয়ে বর্ণনার সাথে উপস্থাপন করেছেন দেখে আমার খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপনাকে। এটা জেনে খুব ভালো লাগছে আপনার ধরনের ফটোগ্রাফি পছন্দ।
আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।তবে আজকে আপনার পোস্টের লেখার পরিমাণ খুবই কম।সে সাথে ছবির সাথে লেখাগুলোকে জাস্ট ছবির টাইটেল মনে হচ্ছে,এতোটাই ছোট।আশা করি এ ধরণের সমস্যা পরবর্তী পোস্টে আর হবেনা।
ঠিক আছে আপু।পরবর্তী ঠিক ভাবে করবো।
আপনার ফটোগ্রাফি পোস্টের ছবিগুলো বেশ দারুন ছিল আপনি অনেক সুন্দর ভাবে আপনার মোবাইলের ক্যামেরা বন্দী করে আমাদের মাঝে ছবিগুলো শেয়ার করেছিলেন। আসলে হাসপাতাল দেখতে বেশ ভালো লেগেছিল এবং হাসপাতালের সামনে ফুল গাছগুলো দেখে আমার অনেক ভালো লেগেছিল এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমার কাছে যদি কোন কিছু ভালো লাগে তাহলে ক্যামেরা বন্দী করতে খুব ভালো লাগে। আপনার ভাল লাগছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
পতেঙ্গা হাসপাতালের বাহিরের কিছু সুন্দর আলোকচিত্র আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কিছু কিছু সময় এরকম এলোমেলো ফটোগ্রাফি আমিও করতাম কিন্তু এখন আর তেমন একটা করা হয়ে ওঠেনা। সুন্দর ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো।
অনেকগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো খুব ভালোই করেছেন দেখতে খুব সুন্দর লাগছে। আপনার সুস্থতা কামনা করছি। অনেক ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।