কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা খাবারের ফটোগ্রাফি নিয়ে। নতুন নতুন ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও সময়ের অভাবে এখন তেমন বাইরে যাওয়া হয় না।তবে আমরা চাইলে ঘরে বসেই ফটোগ্রাফি করতে পারি। আসলে আমরা প্রতি নিয়ত বিভিন্ন ধরনের খাবার রান্না করি। তবে সব রান্নার রেসিপি করা সম্ভব হয় না।কিন্তু মাঝে মাঝে কিছু খাবারের ফটোগ্রাফি করে রাখি। তাই আজ কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে এসেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
এগুলো হয়তো আমরা সবাই চিনি এগুলো হচ্ছে জলপাই আচারের রেসিপি। এখন বাজারের জলপাই এর অভাব নেই। আর জলপাই এর আচার খেতে অনেক মজা। বাচ্চাদের অনেক পছন্দ। যদিও এবার তেমন আচার বানানো হয়নি।তবে কিছু এনে বানিয়ে ছিলাম সবাই অনেক মজা করে খেয়েছিল।
এটি হচ্ছে জন্মদিন এর কেক। জন্মদিন এর কেক বাচ্চাদের অনেক পছন্দের। তারা জন্মদিনের এই কেক হলে আর কিছুই লাগে না। আমার মনে হয় প্রতিটি বাচ্চা জন্মদিনের কেক এর প্রতি বেশি আগ্রহ। যাইহোক কয়েক দিন আগে আমার ভাজতের জন্মদিন ছিল তাই কেকের ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি বাচ্চারা কেক খাবার চেয়ে দেখে বেশি আনন্দ পায়।
এটি হচ্ছে পুডিং। বাচ্চারা পুডিং খেতে অনেক ভালোবাসে।তবে দুধ ডিম তেমন খায় না।তাইতো মাঝে মাঝে এমন পুডিং বানিয়ে দেয়। আর নিজের হাতে তৈরি পুডিং এর মজাই আলাদা। আসলে তারা এই পুডিং খেতে অনেক ভালোবাসে। সত্যি পুডিং পুষ্টিকর খাবার।
এগুলো হচ্ছে ফাস্টফুড খাবার। এগুলো হচ্ছে পিজ্জা আর চিকেন শর্মা।এগুলো বাচ্চাদের অনেক পছন্দ।তবে এগুলো বাইরে থেকে সব সময় আর আনা হয় না।কিন্তু বাচ্চাদের পছন্দের জিনিস মাঝে মাঝে এনে খাওয়াতে হয় আরকি। সত্যি এগুলো বাচ্চাদের একটু বেশি ভালো লাগে।
এগুলো হচ্ছে পায়েস। এমন পায়েস আমি মাঝে মাঝে তৈরি করি। আগে ও আপনাদের মাঝে শেয়ার করেছি হয়তো। আসলে আপনাদের ভাইয়ের পছন্দের খাবার। তাই মাঝে মাঝে তৈরি করি।আসলে এই খাবার মিষ্টি প্রিয় লোকদের অনেক পছন্দ। আসলে সবাই অনেক পছন্দ করে।
এগুলো হচ্ছে পাটিসাপটা পিঠা রেসিপি । এই পিঠা গুলো আমার মেয়ের অনেক পছন্দ করে।তাই তো মাঝে মাঝে মেয়ের জন্য এমন পাটিসাপটা পিঠা তৈরি করে থাকি।আসলে বাচ্চাদের পছন্দের জিনিস নিজে হাত তৈরি করে দিলে অনেক আনন্দ পায় ওরা।বেশ মজা করে খেয়েছিল।
এগুলো হচ্ছে কটকটি। আসলে আমাদের গ্রামবাংলায় এই কটকটি গুলো সবাই অনেক পছন্দ করে। ছোটবেলায় যখন বাজার থেকে এমন কটকটি বাবা আনতো তখন এটা পেয়ে অনেক খুশি হতাম। তাই কয়েক দিন আগে আপনার ভাই এনেছে সবাই মিলে মজা করে খেয়েছি।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1980267090167865428?t=NDcO__rx1sCMNOXbOiuvrQ&s=19
https://x.com/MimiRimi1683671/status/1980268594316636491?t=jEjq1Asaa_iU2judeLXOmQ&s=19
ওয়াও আপনি তো অনেক দারুন দারুন লোভনীয় কিছু খাবারে ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা সবগুলো খাবারের ফটোগ্রাফি দারুন হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
লোভনীয় ও মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। খাবারের ফটোগ্রাফি গুলো দেখলে খাওয়ার জন্য লোভ হয়। পাটিসাপটা পিঠা আমারও খুব পছন্দের। আপনার প্রতিটি খাবারের ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ মজাদার খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।