কিছু ফুলের আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগlast month

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

1000076905.jpg

জবা ফুলের আলোকচিত্র

IMG20250119131841.jpg

IMG20240925115341.jpg
লোকেশন
Device :- realme C55

  • জবা ফুল আমাদের সকলের খুব পরিচিত ফুল । আমাদের দেশে সর্বত্র জবা ফুল দেখতে পাওয়া যায়। জবা ফুল শরৎকালে ফুটে থাকে। এই ফুল গুলোর অনেক জাত রয়েছে। জাত ভেদে জবা ফুলের আকার এবং আকৃতির পার্থক্য হয়ে থাকে। জবা ফুল সাধারণত লাল, সাদা, হলুদ, খয়রি, গোলাপি রঙের হয়ে থাকে।

নয়ন তারা ফুলের আলোকচিত্র

IMG20241023140348.jpg

IMG20241023140321.jpg

IMG20240726161955.jpg
লোকেশন
Device :- realme C55

  • নয়ন তারা ফুলের সৌন্দর্য সত্যি খুব দারুণ। পাঁচ পাপড়ির বৈশিষ্ট্য ফুল গুলো সৌন্দর্য বেশ অসাধারণ। এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগে। নয়নতারা ফুল গুলো কোন গন্ধ নেই। তবে ফুলের অসাধারণ সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। বাহারি রঙ্গের নয়ন তারা ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগে। এই ফুলগুলো সারা বছর ফুটে থাকে।

গাঁদা ফুলের আলোকচিত্র

IMG20241215092517.jpg

IMG20241215091644.jpg
লোকেশন
Device :- realme C55

  • গাঁদা ফুলের সৌন্দর্য সত্যি খুব দারুণ। এই ফুল গুলো সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালো লাগে। ফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। শীতকালীন ফুলের মধ্যে গাঁদা ফুল অন্যতম। গাঁদা ফুল সাধারণত উজ্জ্বল হলুদ এবং খয়রি রঙের হয়ে থাকে। গাঁদা ফুল আমাদের দেশে বাণিজ্যিকভাবে চাষ করা হয়।

মাধবীলতা ফুলের আলোকচিত্র

IMG20240722180017.jpg

IMG20240722175825.jpg
লোকেশন
Device :- realme C55

  • মাধবীলতা ফুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া যায় না । মাধবীলতা ফুলের নান্দনিক সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে। এই ফুলগুলো সাদা এবং লাল রঙ্গের দেখা যায়। বাগান সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলগুলো সবার নিকট ব্যাপক জনপ্রিয়।

ভারভেনা ফুলের আলোকচিত্র

IMG20240726160339.jpg

IMG20250116130055.jpg
লোকেশন
Device :- realme C55

  • ভারভেনা ফুল সবাই বেশ পছন্দের ফুল। ভারভেনা ফুল বিভিন্ন রঙে পাওয়া যায়। সাধারণত ভারভেনা ফুল সাদা, গোলাপী, বেগুনী, লাল ইত্যাদি রঙের দেখতে পাওয়া যায়। শীতকালীন ফুলের মধ্যে ভারভেনা অন্যতম। সাধারণত টবে মধ্যে, বাগানে ভারভেনা ফুল লাগানো হয়।

লজ্জাবতী ফুলের আলোকচিত্র

IMG20241008091605.jpg

IMG20241008091656.jpg
লোকেশন
Device :- realme C55

  • গ্রাম অঞ্চলে সর্বত্র লজ্জাবতী ফুল দেখতে পাওয়া যায় । এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর। ফুলগুলো গোলাকার আকৃতি গোলাপি রঙের হয়ে থাকে। লজ্জাবতী উদ্ভিদ দ্রুত বৃদ্ধি পায়। লজ্জাবতী ফুলের বেশ ভেষজ গুণাবলী রয়েছে।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last month 

আপনি আজকে মুগ্ধ হওয়ার মতো বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম ফটোগ্রাফি গুলো করতে আর দেখতে আমার অনেক ভালো লাগে। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসম্ভব দারুণ ছিল। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করে না। অনেক সুন্দর ভাবে করলেন আপনি সবগুলো ফটোগ্রাফি।

 last month 

ফুল আমার সব সময় অনেক বেশি পছন্দ হয়। ফুল বাস্তবে দেখে যেমন মন ভালো হয়ে যায় তেমন ফুলের ফটোগ্রাফি দেখেও মনটা অনেক বেশি ভালো লাগে। তেমনি আপনার এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।