কয়েকটি রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 days ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২২ শে আগস্ট, শুক্রবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000220792.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই আমাদের চারপাশের প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় প্রকৃতি আমাদের জীবন প্রকৃতি আছে বলেই আমরা জীবিত আছি। আর এই প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্বটাও আমাদের। প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদের প্রত্যেকের হৃদয়কে মুগ্ধ করে। প্রকৃতির সাথে সুন্দর সময় কাটাতে আমরা সবাই অনেক পছন্দ করি। আমি গ্রামে গেলে সব সময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ঘুরে বেড়ায় আর প্রাকৃতিক সৌন্দর্য আমার ফোনের ক্যামেরায় বন্দি করে রাখি। ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি আর ফটোগ্রাফির ভেতরেই আনন্দ খোঁজার চেষ্টা করি। আমি বিভিন্ন সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছি যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



1000220791.jpg

কিছুদিন আগে গ্রামে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তা সত্যিই ভোলার নয়। চারপাশের প্রকৃতি যেন এক অপার সৌন্দর্যের ভাণ্ডার। সবুজ ক্ষেত, গাছপালা আর নির্মল পরিবেশ দেখে মন ভরে গিয়েছিল। শহরের কোলাহল থেকে দূরে, গ্রামের শান্ত পরিবেশে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি যেন প্রকৃতির সাথে একাকার হয়ে গিয়েছি।

1000220790.jpg

আমি প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি। গ্রামে গিয়ে চারপাশের দৃশ্যগুলো ছবিতে বন্দি করার চেষ্টা করেছি। সকালবেলার কুয়াশা, পাখির ডাক, আর মাঠের সবুজ দৃশ্য—সবকিছু ছবিতে ধরে রাখার মধ্যে এক অদ্ভুত আনন্দ আছে। ছবির মাধ্যমে সেই মুহূর্তগুলো চিরস্থায়ী হয়ে যায়, যা পরবর্তীতে আবার দেখে মনে নতুন করে সতেজতা আসে।

1000220789.jpg

গ্রামের সবুজ প্রকৃতি সত্যিই আমাকে মুগ্ধ করেছে। মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এ যেন আমার নিজের পরিচিত আঙিনা। সবুজের সমারোহে শ্বাস নিতেই শান্তি লাগে, যেন মন-প্রাণ ভরে ওঠে। গ্রাম শুধু একটি জায়গা নয়, এটি আমার আত্মার সাথে মিশে থাকা এক টুকরো প্রশান্তি, যা আমাকে বারবার টেনে নিয়ে যায়।

1000220787.jpg

আমাদের স্টেশনটা দেখতে সত্যিই অনেক সুন্দর। চারপাশে সবুজ আর খোলা পরিবেশ, যা মনকে স্বস্তি দেয়। মাঝে মাঝে আমরা বন্ধুদের সঙ্গে সেখানে যাই, বসে গল্প করি আর একসাথে চা খাই। স্টেশনের সেই সরল পরিবেশে বসে থাকা যেন এক অন্যরকম আনন্দ, যেখানে সময়টা থেমে যায়।

1000220788.jpg

সত্যি বলতে, স্টেশনে গিয়ে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর শান্ত পরিবেশ মনকে ভরে তোলে। তাইতো এই স্টেশনটা শুধু যাতায়াতের জায়গা নয়, বরং আমাদের সবার প্রিয় আড্ডার স্থান।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২৫ শে জুন ২০২৫ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  

Wow, @aongkon, what a beautiful post showcasing the natural beauty of Bangladesh! Your photography is stunning, and your words paint such a vivid picture of the peace and tranquility you find in your village. The photos of the lush greenery and the serene station are especially captivating.

It's wonderful to see your dedication to sharing your creativity and love for your homeland on the 'Amar Bangla Blog' community. Your passion shines through, and it's clear you're making a valuable contribution. Keep up the fantastic work! I encourage everyone to check out @aongkon's blog and show some love with your comments and upvotes. What's your favorite photo from this collection? Let's discuss in the comments!

 1 hour ago 

আপনার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি এখানে সুন্দর ফটোগ্রাফি গুলো ফুটিয়ে তুলেছেন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷ এখন এখানে ফটোগ্রাফি গুলোর সাথে আপনি খুব সুন্দর বর্ণনা শেয়ার করেছেন৷ এর মধ্যে আপনি প্রথমে যে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷