পুরাতন অ্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। তবে সবমিলিয়ে বেশ ঝামেলায় কাটছে দিনগুলো। ঝামেলার বেশ কিছু কারণ অবশ্য রয়েছে। মানুষের জীবনই এমন। সমস্যা ঝামেলা এগুলো আপনার জীবনে না থাকলে আপনি জীবন টা অনুধাবনই করতে পারবেন না। তবে হ্যা এই সমস্যা আবার অতিরিক্ত পর্যায়ে চলে গেলে সেটা আবার ঠিক না। তখন আবার আপনার সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে সেগুলো। যাইহোক আজ আবার কিছু ফটোগ্রাফি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। ফটোগ্রাফি গুলো আমার পুরাতন অ্যালবাম থেকে নেওয়া। সেগুলো কয়েক বছর আগে ধারণ করা। আশাকরি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
- এটা হলো আমাদের কুমারখালীর গড়াই নদীর উপর নির্মিত গোলাম কিবরিয়া সেতু। বছরখানেক আগে একদিন সন্ধ্যার পরে আমি এবং আমার কয়েকজন বন্ধু এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। কিছুটা আলো আঁধারে জায়গাটা বেশ সুন্দর লাগছিল।
- ধান রোপন করার পরে যখন বড় হয়ে যায় তখন বেশ লাগে। বিশেষ করে যখন পুরোপুরি সবুজ হয়ে যায়। পুরো মাঠে তখন অন্যরকম সৌন্দর্য বিরাজ করে। আমার দুই পাশে এমন সুন্দর ধানক্ষেত এবং আমি মাঝ দিয়ে হেঁটে যাচ্ছি। এই ফটোগ্রাফি টা আমি আমার এলাকা থেকে ধারণ করেছিলাম কয়েক বছর আগে এক ধানের মৌসুমে।
- ২০২২ সালের সেপ্টেম্বর এর কথা। সেমিষ্টার ফাইনাল ঐদিন আমাদের শেষ হলো। এবং সেমিষ্টার শেষ করে আমরা কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছিলাম কুষ্টিয়া সরকারি কলেজের সামনে। ঐসময় আমরা সবাই মিলে বরফ গোলা খেয়েছিলাম। এই ফটোগ্রাফি টা ঐসময় আমি ধারণ করেছিলাম। বেশ দারুণ ছিল সেই মূহূর্তটা।
- কোন এক শরৎকালের বিকেলের কথা। তখন মাঠে সেরকম কোন ফসল নেই। পুরো মাঠে ছেয়ে আছে সবুজ ঘাস। আকাশে সুন্দর নীল মেঘ এবং দারুণ বাতাস। ঐসময় বিকেল টা এই অপরুপ সৌন্দর্য দেখতে দেখতে মাঠেই কাটতো। তখন এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। আমাদের সেই দিন চলে গেছে আর ফিরে আসার না।
- ঐদিন রাত থেকেই বেশ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সবাই যখন ক্লাস করার বিপক্ষে কিন্তু আমি চলে গিয়েছিলাম ক্যাম্পাসে। যদিও আমার আরও কিছু বন্ধু এসেছিল। বৃষ্টিমূখর ক্যাম্পাস টা বেশ দারুণ লাগছিল দেখে। ঐসময় আমি এই ফটোগ্রাফি টা করেছিলাম। না ঐদিন ক্লাস তো আমাদের হয়নি। তবে দিনটা বেশ দারুণ কেটেছিল।
- এইতো গত কয়েকদিন আগেই ছিল ২২ শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস। এই কথাটা বললাম কারণ এই জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সম্পর্কিত। এই ফটোগ্রাফি টা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি থেকে করা। কুঠিবাড়ির দ্বিতীয় তলা থেকে নিচটা দেখতে ঠিক এমন লাগে। জায়গাটা বেশ সুন্দর এবং মনোরম।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1955532850205430128?t=LBXUmFY0kTgjxM8cnuSUsQ&s=19
https://x.com/Emon423/status/1955533046951923908?t=QA39ECegXsgA5o0QK-AGYg&s=19
https://x.com/Emon423/status/1955533264388853916?t=_dOfNAQY8y_OjvgLrntppw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার পুরাতন এ্যালবামের বৃষ্টি আর সবুজ ধান ক্ষেতের ফটোগ্রাফি গুলো বেশি সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে।
ভাইয়া আপনি দারুন দারুন কিছু আপনার পুরাতন অ্যালবাম থেকে ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে।বিশেষ করে সবুজ ঘাসের মাঠের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
শস্য শ্যামল মাঠ এবং সবুজ প্রাকৃতিক দৃশ্য যেন আমার মন কেড়ে নেয়। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে তবে সবুজ প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলি আমার বেশি ভালো লেগেছে। বেশ সুন্দর করে আপনি ফটোগ্রাফি গুলি ধারণ করেছেন যা দেখে ভীষণ ভালো লাগলো।
আপনি সবসময় কিন্তু অনেক চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। ঠিক তেমনি ভাবে আজকেও অসাধারণ দেখতে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন। প্রতিটা ফটোগ্রাফি এক কথায় মনোমুগ্ধকর ছিল। এরকম সুন্দর ফটোগ্রাফি দেখলে ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকি। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এই সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে অনেক বেশি ভালো লাগলো৷ পুরাতন অ্যালবাম থেকে এত চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ আর এখানে আপনাদের সেমিস্টার ফাইনাল শেষ হবার পরে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে আপনারা সবাই সুন্দর সময় অতিবাহিত করেছেন এবং সেখানকার একটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ যা দেখে অনেক ভালো লাগলো৷