আমার তোলা কিছু খাবারের ফটোগ্রাফি।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। আসলে যখন যেটা ভালো লাগে তখন সে জিনিসটারই ফটোগ্রাফি করে ফেলি। সেজন্য আজকে ভাবলাম আপনাদের মাঝে আমার ফটোগ্রাফি করা কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করি।আশাকরি আপনাদের কাছে ফটোগ্রাফি ভালো লাগবে।
আজকে আমি বিভিন্ন খাবার দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ খাবার গুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি খাবার এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। আসলে ফুল ও প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফির পাশাপাশি আমি বিভিন্ন জায়গায় খাবারের ফটোগ্রাফি এবং আরো নানা ধরনের ফটোগ্রাফি করে থাকি। কিন্তু আজকে হঠাৎ ভাবলাম আপনাদের মাঝে বিভিন্ন ধরনের খাবারের কিছু ফটোগ্রাফি নিয়ে আসি। খাবার দেখলে আমার কাছে খুবই ভালো লাগে সেজন্য ফটোগ্রাফি না করে আর পারি না। আমাদের এখানে অনেকে বেশি খাবারের ফটোগ্রাফি শেয়ার করে সেগুলো দেখলে অনেক লৌভনীয় লাগে। আজকে তাই আমিও আপনাদের মাঝে খাবারের ফটোগ্রাফি নিয়ে এলাম এগুলো হচ্ছে ফাস্টফুডের ফটোগ্রাফি।
device : vivoy15s
লোকেশন
উপরে যে খাবারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুবই মজাদার একটি মিল্ক শেক এর ফটোগ্রাফি। এটি হচ্ছে ভ্যানিলা মিল্ক শেক। এখন যা গরম পড়েছে এই ধরনের ঠান্ডা খাবার খাওয়া ছাড়া উপায় নেই। গরমে যদি এ ধরনের একটা মিল্ক খাওয়া যায় শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায় এবং মনটাও ভরে যায়। এই ভ্যানিলা মিল্ক শেক কিন্তু খুবই সুস্বাদু ছিল। এই ভ্যানিলা মিল্ক শেক আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা আমি অনেক পছন্দ করি। গরম আসলে মাঝেমধ্যে এটা খাওয়া হয় খেতে খুবই ভালো লা।গে আশা করছি এই খাবারের ফটোগ্রাফি টা আপনাদের ও ভালো লাগবে।
device : vivoy15s
লোকেশন
এখন যে খাবারের ফটোগ্রাফি টা আপনারা দেখতে পাচ্ছেন এটা তো আমাদের দেশের খুবই জনপ্রিয় একটা খাবার। এই খাবারটা পছন্দ করে না এরকম মানুষ খুবই কম পাওয়া যায়। এ খাবারটা নাম হচ্ছে ফুচকা যদি ও এই নামটা বলার প্রয়োজন নেই সবাই এটার সাথে পরিচিত। এটা আমার খুবই প্রিয় একটি খাবার। আমি যখনই বাইরে যাই তখনই আমি খাবার খাওয়ার চেষ্টা করি। যদিও অস্বাস্থ্যকর একটা খাবার কিন্তু তারপর লোভ সামলাতে পারি না। দেখলেই খেতে খুব ইচ্ছে করে। যদিও সেদিনই ফুচকাটা খেয়েছিলাম সেটা একদমই মজা ছিল না। এক এক জায়গার ফুচকা একেক রক।ম কোন জায়গার ফুচকা খুবই ভালো লাগে আবার কোন জায়গায় ফুচকা একদম বাজে লাগে।
device : vivoy15s
লোকেশন
আর এটা হচ্ছে আমাদের দেশের আরেকটি জনপ্রিয় খাবার চটপটি। শুধু সন্ধ্যা হওয়ার দেরি আর আমাদের দেশের রাস্তার গলিতে এই ফুচকা চটপটি মেলা বসা শুরু করে। সবাই সন্ধ্যা হলে এই ধরনের খাবার গুলো খেতে খুবই পছন্দ করে। বিশেষ করে বাজারে বা বাইরে বেরোলে দেখা যায় কিছুটা দূরে দূরে একটা ফুচকা বা চটপটি দোকান অনেকগুলো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খাবারটা খাচ্ছে। সেদিন আমরা সবাই মিলে বেরিয়ে ছিলাম এই খাবারটা খাওয়ার জন্য সবাই মিলে খুবই মজা করে খাবারটা খেয়েছি। আর সবাই যখন একসাথে কোনো খাবার খাওয়া হয় সেটা এমনিতেই খুবই ভালো লাগে।
device : vivoy15s
লোকেশন
এটি হচ্ছে আরেকটি খাবারের ফটোগ্রাফি। এই খাবারটা তো আমরা সবাই জেনে থাকি এটা ছিল চিকেন বার্গার। এটা আমার খাওয়া সব থেকে জঘন্যতম একটি বার্গার ছিল।দেখতে যেরকম সুস্বাদু লাগছে খেতে ততটাই বাজে ছিল। নতুন একটা জায়গায় গিয়েছিলাম সেখানকার বার্গারটা ছিল। বুঝতে পারিনি এই জায়গার এই বার্গারটা এত বেশি খারাপ হবে। দেখে তো খুবই সুস্বাদু মনে হয়েছিল প্রথম কামড় দিতে একেবারে খাওয়ারের ইচ্ছেটা চলে গেল। কারণ বার্গারের ভিতরের অংশগুলো একেবারে ভাসি ছিল যেটা আসলে খাওয়ার অযোগ্য। যাইহোক দেখে খুবই ভালো লাগলো তাই ফটোগ্রাফি করলাম।
device : vivoy15s
লোকেশন
এটা হচ্ছে খুবই মজাদার একটি খাবার। এই খাবারটার নাম হচ্ছে ক্রিসপি চিকেন উইন্স। এটা আমার ফাস্টফুড এর মধ্যে খুবই প্রিয় একটি খাবার। এই খাবারটা খেতে আমি খুবই পছন্দ করি যখনই মাঝেমধ্যে বের হয় তখন এই খাবারটা খাওয়া হয় খেতে অনেক সুস্বাদু। এই খাবারের সাথে একটা সস দেওয়া হয় টমেটোও মেয়োনিজ দিয়ে তৈরি সেটা খেতে আরো বেশি ভালো লাগে। এই ছিল আমার আজকের কিছু খাবারের ফটোগ্রাফি। আশা করছি আপনাদের কাছে আমার এই খাবারের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ফটোগ্রাফার | @fasoniya |
ডিভাইস | Vivo Y15s |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
https://x.com/APatwary88409/status/1936713562904461778?t=6kmV33dNGy3j_e1o3fDI7g&s=19
@tipu curate
Upvoted 👌 (Mana: 2/7) Get profit votes with @tipU :)
ওয়াও আপনার এতো লোভনীয় খাবারের ফটোগ্রাফি দেখে আমাদের লোভ লেগে গেলো আপু।খাবারের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।বিশেষ করে চিকেন বার্গারের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে আপু।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
এমন করে খাবারের ফটোগ্রাফি দেবেন না প্লিজ আমি লোভ সামলাতে পারি না। 😅 ভীষণ সুস্বাদু এবং লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যা প্রত্যেকটি মানুষের প্রিয় খাবার।
https://x.com/APatwary88409/status/1936841272796594195?t=2ZvxMLCLLzeGeeuNemXXyw&s=19
https://x.com/APatwary88409/status/1936841469337506268?t=sERYnLXPIU1GyhZMdIO5ag&s=19
বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। বিশেষ করে মিল্ক শেক এর ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো মজার মজার খাবারের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আজকে আপনি খুব মজার কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। তবে এটি ঠিক ফুল এবং অন্যান্য কিছুর পাশাপাশি খাওয়ার ফটোগ্রাফিও করা হয় অনেকের। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে খাওয়ারের ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।