আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে সাত রকমের রেনডম ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে রেনডম ফটোগ্রাফি ভালো লাগবে।
আজকে আমি বিভিন্ন রকমের ফটোগ্রাফি দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেজন্য চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করার। সবাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে সেগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি বেশ কয়েক রকমের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। তার মধ্যে ফুলের ফটোগ্রাফি বিভিন্ন ধরনের জিনিসপত্রের ফটোগ্রাফি ছিল। আশা করছি আমার আজকের এই ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে ভালো লাগছে।
device : vivoy15s
লোকেশন
এটি হচ্ছে খুবই সুন্দর একটি চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। আমার কাছে চন্দ্রমল্লিকা ফুল অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফি করার সূত্রই চন্দ্রমল্লিকা ফুলের সাথে পরিচিত হলাম এর আগে আমি চন্দ্রমল্লিকা ফুল সম্পর্কে অবগত ছিলাম না। যখন আমি চন্দ্রমল্লিকা ফুলটি প্রথমবার দেখলাম সেই ফুলটি ছিল সাদা রঙের। সাদা রঙের ফুল আমার খুবই বেশি পছন্দ যাইহোক চন্দ্রমল্লিকা ফুলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের রঙের বিভিন্ন ধরনের ফুল রয়েছে এবং কি দুটো রঙের সংমিশ্রণে ও চন্দ্রমল্লিকা ফুল হয়ে থাকে। চন্দ্রমল্লিকা ফুলের পাপড়ি গুলো চিকন এবং লম্বা লম্বা হয়ে থাকে। অনেকগুলো পাপড়ি একসাথে দেখতে ফুলটি অনেক সুন্দর লাগে।
device : vivoy15s
লোকেশন
এখন যে ফুলের ফটোগ্রাফিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুবই সুন্দর একটি বেগুনি রঙের ফুল। এই ফুলটির নাম হচ্ছে পেনজি। পেনজি ফুল প্রথমবার আমি একটা ফুলের মেলায় গিয়েই দেখেছিলাম। আসলে ফুলের মেলায় অনেক অনেক রকমের ফুল থাকে সেখানে গিয়ে আমি অনেক অনেক রকম ফুলের সাথে প্রথমবার পরিচিত হলাম। তার মধ্যে এই ফুলটি একটি ফুল খুবই সুন্দর হয়ে থাকে একটু বিচিত্র রকমের। তবে দেখতে দারুন লাগে এই ফুলের মধ্যে বেগুনিও হলুদ রঙের সংমিশ্রণে ফুল রয়েছে যেটা দেখতে আরো বেশি সুন্দর।
device : vivoy15s
লোকেশন
এখন যে ফটোগ্রাফি টা দেখতে পাচ্ছেন এটিও একটি ফুলের আওতায় পড়ে। তবে এই ফুলটার নাম আমার মনে নেই খুবই বড় একটা নাম। আপনাদের কারো যদি মনে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এই ফুলটি দেখতে অনেকটা পাতাকপির মত। দূর থেকে কেউ দেখলে মনে হবে সারি সারি পাতাকপি চাষ করে রেখেছে। আসলে এগুলো খুবই সুন্দর ফুল পাতাগুলো খুবই সুন্দর ছড়ানো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। পাতাগুলো দেখতে অবশ্য অনেকটা লেটুস পাতার মতোই। এই ফটোগ্রাফি টাও আমি ফুলের মেলা থেকে করেছিলাম।
device : vivoy15s
লোকেশন
এই ফুলটির নাম হচ্ছে ক্যালেন্ডুলা। এটি আমার খুবই প্রিয় একটি ফুল কারণেই ফুলটির কালারটা আমার সবথেকে প্রিয়। হলুদ রঙের সকল ফুলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। হলুদ রঙেরই ক্যালেন্ডুলা ফুলটি দেখে আমি সেখানে যেন একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম অনেকক্ষণ। সৌন্দর্য এতটাই বেশি ছিল আর ফুলের আশেপাশে অনেকগুলো মৌমাছি ঘুরাঘুরি করছিল ফুলের মধ্যে বসছিল সেটা দেখে আরো বেশি সুন্দর লেগেছে। ফুলের মধ্যেও ভিন্ন ভিন্ন জাতের এবং ভিন্ন ভিন্ন ধরনের ফুল হয়ে থাকে। সেগুলো আপনাদের মাঝে না হয় পরবর্তী কোন পোস্ট শেয়ার করব।
device : vivoy15s
লোকেশন
এখন যে ফুলের ফটোগ্রাফিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিনিয়া ফুলের ফটোগ্রাফি। জিনিয়া ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ফুলগুলো আকারে মাঝারি সাইজের হয়ে থাকে এবং পাপড়ি গুলো বেশ লম্বা লম্বা ছড়ানো ছুটানো থাকে। ফুলগুলো দেখতে দারুন হয় জিনিয়া ফুলের মধ্যে বেশ অনেক রকমের কালার রয়েছে। এ ফুলগুলো সাধারণত উজ্জ্বল প্রকৃতির হয়ে থাকে। আমি আপনাদের মাঝে যেই ফুলের ফটোগ্রাফিটা শেয়ার করলাম এটি হচ্ছে হালকা হলুদ রঙের এবং সাদা রঙেরও একটা সংমিশ্রণে যেটা দেখতে অসাধারণ লাগছে। আজকের কিছু ফুলের ফটোগ্রাফি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ফটোগ্রাফার | @fasoniya |
ডিভাইস | Vivo Y15s |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
https://x.com/APatwary88409/status/1935701357178265777?t=gi-55flOCD2QajBslpIrZQ&s=19
https://x.com/APatwary88409/status/1935566258617114956?t=l-7Lszx6M9BNQqtjOEpsIA&s=19
ওয়াও আপনি আজকে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি কিন্তু চোখ জুড়ানো ছিল। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না। আপনার প্রতিটা ফটোগ্রাফির প্রশংসা করতেই হচ্ছে।
এই ধরনের সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে আর ইচ্ছে করেনা। ইচ্ছে করে শুধু এক নজরে তাকিয়ে থাকি ফটোগ্রাফি গুলোর দিকে। তেমনি আপনার আজকের ফটোগ্রাফি গুলো ও অনেক বেশি সুন্দর ছিল। যেগুলো আমি যত দেখছিলাম ততই ভালো লাগছিল। সুন্দর সুন্দর ফটোগ্রাফি যেমন শেয়ার করেছেন, তেমনি বর্ণনা ও শেয়ার করেছেন। যার কারণে এগুলো সম্পর্কে অনেক ধারণা নিতে পারলাম।
https://x.com/APatwary88409/status/1935700528421585242?t=803M39hnLW4yt-AK5o2shw&s=19
https://x.com/APatwary88409/status/1935700695770124410?t=Q-op6-28ZnmdIcrCPsWraw&s=19
খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ফুলের ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। পেনজি ফুলের আগে কখনো দেখিনি আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
https://x.com/APatwary88409/status/1935702100719358258?t=1DLVm59Js83Fage1qZnlCw&s=19
https://x.com/APatwary88409/status/1935702378831053087?t=HjAc5LibyIYhUoRSYAk3TA&s=19
https://x.com/APatwary88409/status/1935702955875090450?t=kBGwP_uUCRsbGsVTvSPUHw&s=19
https://x.com/APatwary88409/status/1935703130853064808?t=r7Dz3aSy1BnD0X8CAUo5UA&s=19
https://x.com/APatwary88409/status/1935704042417881254?t=5v91SJeZsKEDRb1jPt_QpA&s=19
https://x.com/APatwary88409/status/1935704239009083712?t=qDyudNKpIt46Gi3FSgGYYg&s=19
আজকে বেশ কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি আমাদের মাঝে। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছেন। কারণ এরকম কালারফুল ফটোগ্রাফি গুলো দেখতেও ভালো লাগে। ফটোগ্রাফির যত বেশি ধৈর্য ধরে করা যায় ততই সুন্দর হয়। আপনি সব সময় দেখি কোয়ালিটি ফুল ফটোগ্রাফি শেয়ার করেন। আমার কাছে প্রত্যেকটি ফটোগ্রাফি দারুন লেগেছে আজকে।
ওয়াও আপনি তো বেশ দারুণ দারুণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে আপু। বিশেষ করে ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে আমার।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
ওয়াও অসাধারন আপু আজকে আপনি চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। বিশেষ করে জিনিয়া ফুলের ফটোগ্রাফি চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি এবং ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। তবে এই ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়। ধন্যবাদ এত চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।