হঠাৎ করে দুপুরবেলা মেঘের অন্ধকার।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই ভাল ও সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তবে কয়েকদিন ধরে সব সময় কেমন জানি মনে হচ্ছে মাথার মধ্যে ঘুরছে। শারীরিকভাবে একটু অসুস্থ। তাছাড়াও একটু কাজের চাপ বেশি তাই এ সপ্তাহে আপনাদের মাঝে ঠিকমতো পোস্ট করতে পারিনি। বাস্তবে আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি। বৃষ্টি আমাদের সবারই মোটামুটি বেশ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। গতকাল আমাদের এলাকাতে সারাদিন বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকেও বৃষ্টি আর সম্ভাবনা ছিল অনেক মেঘ হয়েছিল। কিন্তু এখন আল্লাহর রহমতে রোদ উঠেছে। তবে গত কালকের এই দৃশ্যটা দেখে বেশ ভয় লাগছিল। আপনারা আমার শেয়ার করা প্রথম দুটি ছবি দেখলেই বুঝতে পারবেন তার কিছুটা নমুনা। গতকালকে এত পরিমাণ মেঘ হয়েছিল কেমন যেন ভয় হয় যা ছিল মনের মধ্যে। এখন সকাল ১১:০০ টা বাজে। চারিদিকে আস্তে আস্তে মেঘে অন্ধকার হয়ে গেল। সে যেন রূপকথা গল্পের মত মনে হচ্ছিল। সকাল বেলা বেশ ভাল ছিল আবহাওয়া তারপর আস্তে আস্তে মেঘ হতে হতে এমন কালো মেঘ হয়ে গেল। মেঘ দেখে আমাদেরই ভয় লাগছিল মনে হচ্ছিল দুপুর বেলায় যেন রাত হয়ে গেছে। আমি তোমার ছেলেকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলাম জোরে জোরে মেঘ ডাকছিল। এরপরে আস্তে আস্তে ভীষণ জোরে বৃষ্টি নামলো। প্রথমে ভেবেছিলাম বৃষ্টির ফটোগ্রাফি ধারণ করব কিন্তু এত মেঘের মধ্যে মোবাইল দিয়ে বাইরে ফটোগ্রাফি ধারণ করতে যাওয়াটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছিল। এদিকে আমার ছেলেকে না ধরলে সে দৌড়ে দৌড়ে বাইরে চলে যাচ্ছে তাই আর বৃষ্টির মুহূর্তে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি ধারণ করা হয়নি।
আমি যে আপনাদের মাঝে ফটোগ্রাফি শেয়ার করেছি প্রথম দুইটা ছবি যখন খুব মেঘ হয়েছিল তখনকার। আর এরপরে যখন প্রচন্ড বৃষ্টি আস্তে আস্তে থামতে লাগলো তখনকার। বৃষ্টির পানি পেয়ে গাছপালা যেন আরো সজীবতায় ভরে উঠলো। আবহাওয়া বেশ পরিষ্কার হয়েছিল কিন্তু মেঘ তখনও ছিল তাই অল্প অল্প করে সারাদিন কালকে বৃষ্টি হয়েছে। কি করবো বলেন এইরকম বৃষ্টির মধ্যে কি আর ফটোগ্রাফি ধারণ করতে যাওয়া যায় যদি কোন দুর্ঘটনা ঘটে যায়। তবে বৃষ্টি আমারও অনেক পছন্দ কিন্তু এত জোরে আর এত কালো মেঘের বৃষ্টি ভালো লাগেনা। আমাদের যেমন বৃষ্টি ভালো লাগছে অনেক মানুষের তেমন এই বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। গরিব দুঃখী মানুষের অতিরিক্ত বৃষ্টি তারা সহ্য করতে পারে না। যারা দিনমজুরের কাজ করে তাদের জন্য সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা খুবই কষ্টকর। বৃষ্টি যেমন মানুষের আনন্দ দেয় তেমন মানুষকে কষ্টের দিকেও নিয়ে যায়। তাই আমার কাছে মনে হয় রোদ বৃষ্টি দুটোরই ভালো খারাপ দিক রয়েছে আর আমাদের সব সময় ভালো দিকটা গ্রহণ করা উচিত। মাঝে মাঝে অনেকদিন পর পর যদি বৃষ্টি হয় সেটা আনন্দ দেয়।
তাছাড়াও গতকালকে আশ্বিন মাসের প্রথম দিন ছিল সবাই বলল মাসের প্রথম দিকে না কেমন বৃষ্টি হয়। আমাদের দেশ ছয় ঋতুর দেশ তবে ছয়টা ঋতু বারো মাস মিলে। আর প্রতিটি ঋতু তার আলাদা আলাদা রূপ রয়েছে। বর্ষার এই ঋতুতে বৃষ্টি হবে এটা স্বাভাবিক। তবে অতিরিক্ত বৃষ্টি মানুষকে অস্বস্তিকর পরিবেশে ফেলে। গত কালকের বৃষ্টি ভালো লেগেছিল কিন্তু এই যে এত ঘন কালো মেঘ মনে হচ্ছিল যেন রাত হয়ে গেছে দিনের বেলায়। এত মেঘ এত বৃষ্টি তো ভালো না। যাইহোক গতকালকে বৃষ্টি হয়ে আজকে যে রোদ উঠেছে এজন্য সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুকরিয়া। যখন বৃষ্টি থেমে গেল আগের থেকে আকাশ অনেকটা সুন্দর পরিবেশে চলে এলো তখন আমি একটু বাইরে গিয়ে ফটোগ্রাফি গুলো ধারণ করে নিলাম। আর তখনই আমাদের ছাদ থেকে পাইপ দিয়ে পানি পড়ছিল সেই পানি কিছুটা হাতের তালুর উপর নিলাম। বৃষ্টিতে গায়ে পড়ছে এই মুহূর্তটা সত্যিই অনেক আনন্দের। তাই ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টির আনন্দটা উপভোগ করলাম।
আমার বাইরে যাওয়া দেখে আমার ছেলে ও বাইরে যাওয়ার জন্য দৌড় দিয়েছে তো আমি সাথে সাথে বাইরে থেকে চলে আসলাম। আর আসার সময় বড় গেটটা দরোজা দিয়ে আসলাম। এরপর ভাবছিলাম গতকালকে এই পোস্ট করব। কিন্তু হঠাৎ করে এরকম মেঘ বৃষ্টি কারেন্ট একটু ঝামেলা করছিল ওয়াইফাই বারবার আসছিল আর যাচ্ছিল। তাই আপনাদের মাঝে পোস্ট করা হয়নি। আজকে সকাল সকাল পোস্ট করে দিলাম। গতকালকে ঠিক এই মুহূর্ত মানে আমি যে এখন পোস্ট করতেছি এই সময়টাতে বৃষ্টি নেমেছিল। কিন্তু দেখুন আল্লাহর রহমতে আজকে এই সময় রোদ উঠেছে। খুবই ভালো একটা পরিবেশ কাটিয়ে উঠলাম আর আপনাদের সাথে শেয়ার করে আরও বেশি ভালো লাগলো। আজকে এখানে শেষ করছি পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে সব জায়গায়। আর হঠাৎ হঠাৎ একেবারে অন্ধকার আবহাওয়া সৃষ্টি হয়েছে। এরকম আমাদের এদিকেও হয়েছে আপু। আমাদের এখানে এখনো রোদ উঠেনি।