ফুলের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার ,১৮ জুন ২০২৫
আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করি ভালোই আছেন। আপনাদের মাঝে আজকে আমি আবারও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। ফটোগ্রাফি ধারণ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এজন্যই আমি মাঝে মাঝে ফটোগ্রাফি ধারণা করি এবং আপনাদের মাঝে শেয়ার করে থাকি। কিন্তু অনেকদিন হয়ে গিয়েছে আপনাদের মাঝে তেমন কোন ফটোগ্রাফি শেয়ার করা হয় না তাই আজকে চিন্তা করলাম আপনাদের মাঝে ফটোগ্রাফি শেয়ার করা যেতে পারে। আসলে আজকে তেমন কোন পোস্ট আমার কাছে ছিল না তাই আজকে আমি ফটোগ্রাফি পোস্ট করার সিদ্ধান্ত নিয়েছি। কিছুদিন আগে আমি আপনাদের ভাইয়াদের স্কুলে ভ্রমণ করার জন্য গিয়েছিলাম আর সেখান থেকেই আমি এই ফটোগ্রাফি গুলো ধারণ করেছি। আপনারা আশা করি আমার এই ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে যাবেন।
আজকে আমি যে রঙের ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি এই রঙের ফুল সচারচর দেখতে পাওয়া যায় না বললেই চলে। যেহেতু এই ফুল অনেক মানুষই চেনে না তাই আমি যে ফটোগ্রাফিটা আপনাদের মাঝে আজকে শেয়ার করছি এই ফুলের নাম আপনারা হয়তোবা অনেকেই বলতে পারবেন না। যারা আগে থেকেই ফুলের নাম জানতেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত জানেন না তাদের উদ্দেশ্যে আমি এই ফুলের নাম পোষ্টের শেষের অংশে বলে দেব।
আজ থেকে প্রায় কয়েক বছর আগে আপনাদের ভাইয়া এই ফুলের গাছটা নার্সারি থেকে কিনে এনে স্কুলের বাগানে লাগিয়েছিল। আর এরই মধ্যেই বাগানে প্রচুর পরিমাণে ফুল ও করতে শুরু করেছে। আপনারা যদি একটু মনোযোগ সহকারে গাছের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন যে গাছে কত বেশি পরিমাণে ফুল ফুটেছে।
আমি প্রথমেই বলেছিলাম যারা এই ফুলের নাম জানেন না তাদের উদ্দেশ্যে আমি ফুলের নাম শেষের দিকে জানিয়ে দেবো। হ্যাঁ এই ফুলটার নাম হচ্ছে ফার্স্ট লাভ। নামের সাথে সাথে এর মিল রয়েছে কেননা এটা দেখতেও নামের মতই সুন্দর। এই ফুলটি এর আগে আপনারা দেখেছিলেন কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।
ডিভাইস | walton orbit y21 |
---|---|
লোকেশন | https://w3w.co/stepladder.midweek.abacus |
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমি আপনার ফুলের ফটোগ্রাফি দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। সব সময় আপনার ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আমার অনেক বেশি ভালো লাগে যখন সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্টগুলো দেখি। অনেক আগ থেকেই আপনার ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি। অনেক যত্ন আর পরিশ্রম করে আপনি ফটোগ্রাফি করেন তা বুঝা যায়।
আপনি ফুলের ফটোগ্রাফি অ্যালবাম আমাদের সাথে শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। এই ফুলটা আমি অনেকবার দেখেছি তবে নাম অজানা ছিল। আজকে আপনার পোস্ট থেকে জানতে পেরে ভীষণ ভালো লাগছে। প্রথম দেখাতেই এই ফুলকে ভালোবেসে ফেলা যায় এই কারণেই এর নাম ফাস্ট লাভ। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ফুল সৌন্দর্যের প্রতীক। ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগে। এই ফুল আগে কখনো দেখিনি আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। ফুলের কালার টিও বেশ সুন্দর। সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক তাই ফুল সবাই পছন্দ করে। আপনি কিন্তু ফুলের চমৎকার ফটোগ্রাফি করেছেন। তবে আপু এই ফুল কখনো দেখি নাই এবং এর ফুলের নামও জানিনা। মনে হচ্ছে গাছের পাতার চেয়ে ফুল বেশি। যাই হোক ফুলের ফটোগ্রাফি করার জন্য ধন্যবাদ আপনাকে।
https://x.com/MstFatema137069/status/1935359781981872310?t=vJ0zRDtwXhYRYc7ebTRhNA&s=19
https://x.com/MstFatema137069/status/1935360646662734117?t=0CCE9YF0B5E-_3qK4CjfRQ&s=19
https://x.com/MstFatema137069/status/1935361234637111589?t=p_n9baZa4Zs9rtSQUxfJPw&s=19
https://x.com/MstFatema137069/status/1935361877854630260?t=mRw8-NHL419BvrA9ZqUnrw&s=19
একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই ফটোগ্রাফি পোস্ট সাজিয়ে তুলেছেন। যেভাবে এখানে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় নেই৷ একই সাথে এখানে এই সুন্দর ফটোগ্রাফি গুলো আপনার কাছ থেকে দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এর মধ্যে সবগুলো ফটোগ্রাফি যখন একের পর এক দেখলাম তখন মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। একইসাথে এই ফুলটি আমি এই প্রথম দেখেছি। আগে কখনো আমি ফুল দেখিনি৷