দারাজ থেকে কেনাকাটা করার অনুভূতি

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)


আসসালামু আলাইকুম



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আঊ। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট।

IMG-20240927-WA0000.jpg


ফটোগ্রাফি সমূহ:


আমি অধিকাংশ সময় দারাজ থেকে কেনাকাটা করে থাকি। যখনই দাম একটু কম থাকে বা অফার পাই। তখন অনেক রকম জিনিস আমি কিনে নিয়ে একবারে। তাহলে অনেকদিন ব্যবহার করতে পারি। তো দারাজে আমি কিছু অর্ডার করেছিলাম। সেগুলো নেওয়ার জন্য আমাদের বাসার পাশেই তিন রাস্তার মোড় ওখানে গেলাম। উনি কল দিয়ে বলল আম বাগানের পাশে আছি। আমি আবার বললাম যে কবরস্থানের ঐদিকে আজ চলে আসেন তো এখানে গাড়ি এসে দাঁড়ালো।

IMG-20240927-WA0003.jpg


তারপরে প্রোডাক্টটি দিয়ে চলে গেল। আমিও নেওয়ার পর বাসার দিকে রওনা দিলাম। বাসায় যাওয়ার পর প্যাকেজ খোলা শুরু করলাম। কোন গিফট প্যাকেজ অথবা দারাজ থেকে কোন প্রোডাক্ট আসলে সে প্যাকেজ খুলতে অনেক ভালো লাগে।

IMG-20240927-WA0006.jpg

IMG-20240927-WA0001.jpg


এখানে আমি প্রায় বেশ কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম। ১৫ টি সাবান নিয়েছিলাম, হুইল পাউডার, শ্যাম্পু ইত্যাদি কিছু অর্ডার করেছিলাম। অর্ডার একসাথেই করেছিলাম তবে দুটি প্যাকেজে দিয়েছিল। প্রথমবার যে প্যাকেজটি দিতে আসলো ওটার মধ্যে ছিল সাবান, ভীম,পেপসোডেন্ট এবং ক্রিম। একটু পরে আবার ফোন দিয়ে আমাকে বল ভাই আপনার প্রোডাক্ট এসেছে। তারপর আমি আবার তিন রাস্তার মোড়ে গেলাম গিয়ে প্রোডাক্টটি রিসিভ করে নিলাম। ওটার মধ্যে ছিল শ্যাম্পু,কন্ডিশনার,প্যারাসুট তেল, হুইল পাউডার এবং হ্যান্ডওয়াশ। এভাবে তারা থেকে অর্ডার করার একটা সুবিধা আছে। সেটা হচ্ছে কষ্ট করে বাইরে যাওয়া লাগে না। আবার দামও প্রায় কম দামে পাওয়া যায়। এজন্য আমি প্রায় সময়ই দারাজ থেকে এই সমস্ত প্রোডাক্ট নিয়ে থাকি।

IMG-20240927-WA0000.jpg

IMG_20240917_204923.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


বিষয়কেনাকাটা
আমার লোকেশনঢাকা সাভার
ফটোগ্রাফি ডিভাইসrealme c25
ফটোগ্রাফার@helal-uddin
দেশবাংলাদেশ
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি হেলাল উদ্দিন, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন বেসরকারি চাকুরীজীবী। আমার স্টিমিট আইডির নাম হচ্ছে @helal-uddin

পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 10 months ago 

একবারে ১৫টা সাবান? কত দিনের জন্য ভাই?

ভবিষ্যতে হয়তো কোন দোকানই থাকবে না। সব অনলাইন শপিং হয়ে যাবে!!

ভাল থাকুন।

 10 months ago 

জি ভাইয়া সাবান বেশি অর্ডার দিয়েছিলাম নিজেদের ব্যবহারের জন্যই।

 10 months ago 

আপনি তো দেখছি প্রয়োজনীয় অনেক কিছুই কিনে ফেলেছেন। এতগুলো জিনিস একসাথে কিনেছেন দেখে ভালো লাগলো ভাই। দারাজ থেকে কেনাকাটা করার অভিজ্ঞতা তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 10 months ago 

জি ভাইয়া যে দারাজে অফার চলছিল তাই প্রোডাক্টগুলো কিনা।

 10 months ago 

দারাজ থেকে অনেকদিন কেনাকাটা করা হয় না। এর আগে টুকিটাকি এটা সেটা কেনা হতো। কিন্তু খেয়াল করে দেখেছি অনেক সময় ভুলভাল জিনিসই আসে যার জন্য কিনি না। যাইহোক দারুন একটা অনুভূতি আমাদের মাঝে ব্যক্ত করতে দেখে ভালো লেগেছে আমার।

 10 months ago 

জ্বী ভাইয়া।মাঝে মাঝে এরকম হয় তবে সেটা চেঞ্জ করে নেওয়া যায়।

 10 months ago 

আমিও তোরে কি নেওয়ার পর বাসার দিকে রওনা দিলাম।

এখানে একটু ভুল রয়েছে। আশা করি ঠিক করে নিবেন। যাইহোক দারাজ থেকে আমিও অনেক কিছু কিনে থাকি এবং দারাজ থেকে কেনাকাটা করার অভিজ্ঞতাও বেশ ভালো। আপনি তো দেখছি অনেক কিছুই অর্ডার দিয়েছিলেন দারাজ থেকে। সবকিছু ঠিকঠাক মতো পেয়েছেন, দেখে খুব ভালো লাগলো। এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই ভাইয়া। আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য।

দারাজ থেকে সমস্ত জিনিস অর্ডার করলে একটু সুবিধা আছে ভাইয়া।দেখা যায় মাঝে মাঝে অনেক অফার পাওয়া যায় তখন বেশি করে নিয়ে রাখি।