ফটোগ্রাফি :- চমৎকার রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। বাগান বিলাসফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে এই ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। আর বাগান বিলাস ফুল গুলো অনেক কালার আছে। সাদা কালারের ফুল গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। বাগান বিলাস ফুল গাছ একবার রোপন করলে অনেক বছর পর্যন্ত টিকে। আর এ ফুল গাছগুলো আকার অনেক বড় হয়। যখন গাছের মধ্যে ফুল ফুটে তখন পাতার চেয়ে ফুল বেশি দেখা যায়। তবে অনেকদিন আগে আমি যখন ঘুরতে গেলাম একটি রেস্টুরেন্ট সামনে এই ফুলগাছ দেখতে পাই। ওইখান থেকে আমি এই বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম আমার জানা নেই। ভূগোলে চার্জ দিয়ে জানতে পারলাম এই ফুলের নাম হচ্ছে ম্যুসেন্ডা ফুল। এই ফুলগুলো ভীষ্ম এবং বর্ষাকাল এই সময়ের ফুল। এ সময় গাছগুলোতে ফুল ফুটে দেখতেও বেশ চমৎকার লাগে। যদিও এই ফুল কয়েক কালারের আছে। আর এই গাছগুলো রোপন করলে আকার মোটামুটি বড় হয়। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে একটি জায়গা থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই ফটোগ্রাফিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে বেগুন ফুলের ফটোগ্রাফি। বেগুন ফুল গুলো আমাদের খুব পরিচিত এবং প্রিয় ফুল। বেগুন গাছ এখন সব জায়গাতে কম বেশি দেখা যায়। আগে দেখতাম জমির মধ্যে বেগুন চাষ করা হতো। আর এখন দেখি প্রত্যেক বাড়িতে কম বেশি বেগুন গাছ মরিচ গাছ ও অন্যান্য সবজি গাছ রোপন করে। আর হাইব্রিড জাতের গাছগুলোর মধ্যে ফলন ও বেশি হয়। তবে কিছুদিন আগে আমি আমাদের নিজের বাড়ি থেকে এই বেগুন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই বেগুন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৪ :
এই হচ্ছে কুমড়ো ফুলের ফটোগ্রাফি। কুমড়ো ফুলগুলো আমাদের খুব প্রিয় এবং পছন্দের একটি সবজি ফুল। কুমড়ো ফুল আমাদের সবার পরিচিত একটি ফুল। কুমড়ো ফুলের কালার কিন্তু অসাধারণ। কুমড়ো গাছ রোপন করলে অনেক সুবিধা হয়। মজার শাকসবজি খাওয়া যায় ফুল খাওয়া যায় এবং কুমড়ো খাওয়া যায়। আর কুমড়ো ফুল দিয়ে পকোড়া বানালে খেতে তো বেশ মজাই লাগে। কিছুদিন আগে আমি আমাদের নিজের সবজি বাগান থেকে এই কুমড়ো ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই কুমড়ো ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৫ :
এই হচ্ছে বন্যফুলের ফটোগ্রাফি। কিছু কিছু বন্য ফুল আছে দেখলে কিন্তু বেশ ভালো লাগে। তবে এই বন্যফুল দেখতে কিন্তু ছোট আর সৌন্দর্য কিন্তু অসাধারণ। এই বন্য ফুলের পাপড়ি গুলো খুব ছোট ছোট। আর বন্যফুল গুলো অযত্নে অবহেলা বড় হয়। আর এই ফুলগুলো বাস্তব ফুলের চেয়ে কোন অংশে কম না। তবে এই বন্য ফুল দেখতে অবিকল সূর্যমুখী ফুলের মত। বন্যফুল আকার অনেক ছোট। কিছুদিন আগে আমি আমাদের মাদ্রাসার সামনে থেকে বন্য ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আজকে এই বন্য ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৬ :
এই হচ্ছে লাউ সবজির ফটোগ্রাফি । লাউ সবজি খেতে আমার কাছে খুব ভালো লাগে। কারণ লাউ গাছ রোপন করলে অনেক সুবিধা হয়। মজার শাকসবজি এবং ফুল ও লাউ খাওয়া যায়। আর শীতকাল আসলে কম বেশি প্রত্যেক বাড়িতে লাউ গাছ রোপন করে। আমাদের বাড়ি তো আমরা লাউ গাছ রোপন করেছি। আর লাউ সবজি যখন তাজা থাকে দেখতো কিন্তু চমৎকার লাগে। অনেকদিন আগে আমি আমাদের নিজের সবজি বাগান থেকে এই লাউ সবজির ফটোগ্রাফি করেছি। তাই আজকে এই লাউ সবজির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1936806319115419909?t=maRx8UpAL_40RsZ43sfMkg&s=19
আপনার তোলা প্রতিটি ছবিই সত্যিই অসাধারণ হয়েছে! ফুলগুলোর রঙ, ফ্রেমিং আর আলো-ছায়ার ব্যালান্স খুব সুন্দর লেগেছে। এভাবেই নিয়মিত শেয়ার করুন, আমরা উপভোগ করব। শুভকামনা রইলো আপনার ফটোগ্রাফি যাত্রার জন্য। 📷🌸
আমার তোলা ফটোগ্রাফি অসাধারণ বলে মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।
আজ আপনি এত সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে ফটোগ্রাফি করেছেন দেখে তো এক নজরে তাকিয়ে ছিলাম। ধৈর্য ধরে এরকম ভাবে ফটোগ্রাফি করা হলে বেশি সুন্দর হয়। আর অনেক সুন্দর ভাবেই ফুটে ওঠে। আপনি অনেক সুন্দর করেই ফটোগ্রাফি করতে পারেন। এভাবে চেষ্টা করলে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে।
আমার ফটোগ্রাফি নিয়ে উৎসাহিতমূলক মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
https://x.com/Jamal7183151345/status/1936805453142659292?t=W46iGFyvUWYr120p-4xqXg&s=19
আপনি সবসময় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। আপনার ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এর আগেও আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখেছিলাম। আজকে এই ফটোগ্রাফি গুলো দেখে আরো ভালো লাগলো। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন আপনি। প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।
আমি চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি করতে। তবে আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো।
বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যার মধ্যে আমার ফুলের ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর লেগেছে। সব থেকে প্রথম ফুলের ফটোগ্রাফিটি ছিল অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয়। বেশ ভালো লাগলো এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে।
আমার প্রথম বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম। তাই আপনাকে ধন্যবাদ অনেক।
দারুন সব ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে। আর আপনি অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি করেছেন ভাইয়া। খুবই ভালো লাগলো ফটোগ্রাফির সৌন্দর্য দেখে।
ফটোগ্রাফি নিয়ে সুন্দর মন্তব্য করায় অনেক অনেক ধন্যবাদ আপনাকে।