শরৎ কালের প্রকৃতির কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ9 months ago (edited)

আসসালামু আলাইকুম

হ্যালো আমার প্রিয় কমিউনিটির ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাই সবসময় ভালো থাকেন আমি এই দোয়াই করি। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আসলে যতই দূরে থাকিনা কেন মনে হয় যেন আপনাদের সবার কাছেই আছি। আর সবার আরও কাছে থাকার জন্য সবসময় নতুন নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হই । আর এতে করে আমাদের এই পরিবারে সম্পর্ক আরও মজবুত আর ভালোবাসায় বন্ধনে শক্ত থাকে। আসলে এই কমিউনিটিতে আসার পর ফটোগ্রাফি করা এখন আমাদের সবার একটি নেশায় পরিনত হয়েছে। যে যেখানে যাইনা কেন যাই দেখি ইচ্ছে হয় মোবাইলে ক্যাপচার করে রাখি। আর ফটোগ্রাফি করতে করতে এতই করে নিয়েছি যে মোবাইলে আর কোন জায়গা নাই। আবার এখানে ফটোগ্রাফিগুলো ফেলেও দিতে ইচ্ছে করে না। তাই ভাবলাম আজ একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করি। আর সেই থেকে আজ আমার ফটোগ্রাফি নিয়ে আসা।

image.png

বন্ধুরা আজও আপনাদের জন্য রয়েছে আমার আরও একটি ফটোগ্রাফি পোস্ট যতই বলি যে আর ফটোগ্রাফি করবো না আগে মোবাইল খালি করে নেই। কিন্তু মন কি আর মানে? কোথাও গেলে হাত আর মন যেন ছটফট করে। ঐ যে নেশা। এই নেশায় কোন সুন্দর জিনিস দেখলে ফটোগ্রাফি করার লোভ ধরে রাখতে পারি না। যতই মোবাইল ব্যাগে রেখে দেই তারপরও যে কিভাবে মোবাইল ব্যাগ থেকে বেড়িয়ে হাতে চলে আসে মাঝে মাঝে আমি তাই ভাবি। আপনাদেরও কি আমার মত এই রকমটি হয় জানাবেন। হ্যাঁ বন্ধুরা যেখানেই যাই কিছু না কিছু ফটোগ্রাফি করি। আর মোবাইল ঘেটে দেখি মোবাইলে বিভিন্ন জায়গায় করা কিছু ফুলের ফটোগ্রাফি রয়ে গেছে। তাই ভাবলাম কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করি। আর তাই তো আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তাহলে চলুন বন্ধুরা আজ আমার তোলা চমৎকার ফটোগ্রাফিগুলো দেখে আসি।

শরৎ কালের প্রকৃতির কিছু ফটোগ্রাফি

image.png

image.png

image.png

জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি। ঘুরে বেড়াতে আমার কাছে বেশ ভালোই লাগে। ভালো লাগে চারদিকের প্রকৃতি আর পরিবেশ দেখতে। ভালো লাগে বিভিন্ন সিজনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। আর ঘুরে ‍ঘুরে কিছু ফটোগ্রাফি করতে। ফটোগ্রাফি যেন আজকাল শখে পরিনত হয়েছে। তাই তো আজ চলে আসলাম আপনাদের মাঝে মোবাইল ফোনে ধারনকৃত শরৎ কালের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে। শরৎ কালের প্রকৃতি আবার আরেক রকমের রূপ ধারন করে চলে। তখন যেন আকাশ সাজে নতুন সাজে। প্রতিদিন আকাশ তার রং বদলায়। কখনও নীল, কখনও সাদা, আবার কখনও কালো মেঘে ছেয়ে যায় আকাশ।

image.png

image.png

তখন যেন নদী, খালবিল আর প্রকৃতিও সাজে আর এক রূপে। চারদিকের সব কিছু যেন দেখে মনটা ভরেই যায়। নীল আকাশে যখন সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় তখন দেহ আর প্রাণ খুঁজে পায় সতেজতা। নদীর পাশে দাঁড়িয়ে যখন সবুজ প্রকৃতি নদী আর নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ানোর দৃশ্য দেখি তখন যেন মনের মাঝে প্রাণ খুঁজে পাই। খুঁজে পাই নিজের জন্য আর এক ভবন। তাই বার বার শরৎ কালের এমন দৃশ্য দেখে মন জুড়াতে আমার বেশ ভালো লাগে।

image.png

image.png

কোথায় না ঘুরে বেড়িয়েছি এমন দৃশ্য গুলো ক্যামেরা বন্দী করার জন্য। সেই মাওয়া ঘাট হতে রূপগঞ্জ কিছুই আর বাকী রাখি নাই। শরৎ কালের প্রকৃতির এমন দৃশ যে আমার দেখা চাই। আকাশ বাতাস আর নদ নদীর বদলে যাওয়া রং দেখতে কিন্তু ভালোই লাগে। দেহ আর মন খুঁজে পায় এক নতুন সতেজতা। তাই তো শরৎ কাল আসলে আর ঘরে বসে থাকতে মন টায় না।

কেমন লেগেছে আমার আজকের ফটোগ্রাফিগুলো? আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলোও অবশ্যই ভালো লেগেছে। আজ তাহলে এখানেই আপনাদের সাথে আমার আজকের ব্লগটি শেষ করছি। আবারও আগামীকাল নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আপনাদের সবার সু-স্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ্ হাফেজ।

ফটোগ্রাফির বিবরন
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসOPP-A16
ফটোগ্রাফার@mahfuzanila
ভৌগলিক অবস্থানঢাকা, বাংলাদেশ

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

ধন্যবাদ সকলকে

Sort:  
 9 months ago 

এটা সত্যি বলেছেন আপু নীল আকাশে যখন সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় তখন হৃদয় সতেজতা খুঁজে পাই। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 9 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 9 months ago 

সত্যি অসাধারন ছিল আজকের প্রতিটি ফটোগ্রাফি। আপনার ফটোগ্রাফি গুলোতে যেন আকাশ মাটির সাথে মিশে গেছে। সব গুলো ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ আপু এমন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 9 months ago 

শরৎকালের প্রকৃতির অপরূপ সৌন্দর্যমায় দৃশ্যগুলো আপনি ফুটিয়ে তুলেছেন, এই ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্য গুলো দেখে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।

 9 months ago 

এইরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য সামনে থাকলে তো হাত ছটফট করবেই ফটোগ্রাফি করার জন্য। আপনার ফটোগ্রাফি দৃশ্য গুলো ভালো ছিল। ফ্রেম এবং ক‍্যাপচার টাও সুন্দর করেছেন। তবে আপনি একটু বেশিই অতিরিক্ত ইফেক্ট ব‍্যবহার করেছেন ফটোগ্রাফি গুলোতে। এইজন্যই একটু কেমন জানি লাগছে। বাকি সব ঠিক ছিল।

 9 months ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 9 months ago 

আজকে আপনি শরৎ কালের চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে শরৎকালের সৌন্দর্য মানুষকে এমনিতে মুগ্ধ করে। আর নদী নালা খাল বিল দেখলে তো এমনিতে ভালো লাগে। অসাধারণ কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 9 months ago 

শরৎকালের সৌন্দর্য দেখতে আমার খুব ভালো লাগে। এই ধরনের ফটোগ্রাফি ক্যাপচার করতে আমিও খুব পছন্দ করি। আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। তবে এডিট এর কারণে অতিরিক্ত ফর্সা দেখা যাচ্ছে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 9 months ago 

সত্যি কিন্তু আপু শরৎকাল বেশ সুন্দর। শরৎ কালের আবহাওয়া দেখে কিন্তু মনটাও ভরে যায়। বেশ সুন্দর শরৎ কালের আকাশ আর নদীগুলো। প্রকৃতিও এ সময়ে সাজে সুন্দর সাজে। ধন্যবাদ আপনার এমন সুন্দর ফটোগ্রাফির জন্য।

 9 months ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।