নিস্তব্ধ সিগ্ধ ভোরের কিছু ফটোগ্রাফি -10% Beneficiary To @shy-fox & 5% @ abb-school

in আমার বাংলা ব্লগ2 years ago

image.png

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সবসময় আশা করি আমার বাংলা ব্লগের সকলে বেশ ভালো এবং খুব সুস্থ আছেন। আর তাই আপনাদের সবাইকে আমার অন্তরের অর্ন্তস্থল থেকে প্রানঢালা অভিন্দন জানিয়ে আমার আজকের এই ব্লগ নিয়ে আসলাম। আজ আমার আরো একটি নতুন ব্লগ হলো ফটোগ্রাফি। আজ আমি সিগ্ধ ভোরের সকালের কিছু ফটোগ্রাফি নিয়ে আসলাম। আশা করি আপনাদের সবার কাছে আমার এই ফটোগ্রাফিগুলো বেশ ভালো লাগবে। ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগে। আর তাই যেখানেই যাই কিছু না কিছু ফটোগ্রাফি আমি করে নেই। তাহলে চলুন ফটোগ্রাফিগুলো দেখে নেই।

image.png

আমি প্রতিদিন ভোরে আযানের সাথে সাথে ঘুম থেকে উঠে নামাজ শেষ করে একটু কোরআন শরীফ তেলোয়াত করি।তারপর খালি পেটে পরিমান মত হালকা কুসুম গরম পানি খেয়েনি। এরপর চলে যাই বাহিরে হাটতে। ভোরের এই নিস্তব্ধ প্রানহীন ঢাকায় এবং ভোরের সিগ্ধ আবহাওয়ায় হাটতে বেশ ভালোই লাগে। প্রতিদিন আমি প্রায় ১ঘন্টা করে হেটে আসি। আর প্রতিদিন আমি এক রাস্তা দিয়ে হাটি না। আজ এই রাস্তা দিয়ে যাই তো কাল অন্য রাস্তা দিয়ে যাই। আজ আমি সকালে রাস্তা দিয়ে যাবার সময় দেখলাম শহরটি যেন জ্যাম এবং পরিবেশ দূষনবিহীন একদম নিরিবিলি কোলাহল মুক্ত। তাই সেই সুযোগ হাত ছাড়া না করে প্রথমেই কিছু ফটোগ্রাফি করলাম।

image.png

image.png

তারপর হাটতে হাটতে গেলাম একটু সামনের দিকে। গিয়ে দেখতে পাই সিটি কর্পোরেশনের একজন কর্মী রাস্তা পরিস্কার করছে। যারা নাকি খুব সকালে উঠে তাদের কষ্টের বিনিময়ে আমাদের কে একটি পরিচ্ছন্ন শহর প্রদান করে। আমরা সবসময় সকালে ঘুম ভেঙে ঝকঝকে রাস্তাঘাট দেখতে পাই তাদের জন্যই এবং রাস্তাঘাট ও পরিবেশটা দেখতেও অনেক সুন্দর লাগে।

image.png

এবার হাটতে হাটতে আরো একটু সামনের দিকে যেতেই দেখি একটি নাসিং ইনিস্টিটিউড। বাহিরের থেকে দেখেই আমার বেশ ভাল লেগেছে। তাই একটু সামনের দিকে গেলাম এবং ভেতরে ঢুকার চেষ্টা করলাম। দেখতে পেলাম দরজা এমনি লাগানো কোন তালা নেই এবং দারোয়ানও নেই। আর তাই আমিও ভেতরে ঢুকে গেলাম এবংগিয়ে দেখতে পেলাম ভেতরের পরিবেশটা অনেক সুন্দর। দেরি না করে কিছু ফটোগ্রাফি করে নিলাম। আপনাদের সাথে শেয়ার করবো বলে। তারপর আবার আজকের মত হাটা ইস্তগিত করলাম।

image.png

image.png

image.png

image.png

ফটোগ্রাফির বিবরন
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসOPP-A16
ফটোগ্রাফার@mahfuzanila
ভৌগলিক অবস্থানখিলঁগাও, ঢাকা, বাংলাদেশ

ধন্যবাদ সকলকে

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ভোরের ফটোগ্রাফি কখনো দেখা হয় নাই এবং করা হয় নাই আপনার মাধ্যমে দেখতে পেলাম আ.জকে স্নিগ্ধ ভোরে সকালের ফটোগ্রাফি। বেশ ভালো লাগলো আপনি ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন।হাঁটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনি প্রতিদিন একঘন্টা করে হাঁটেন। যাকে বেশিভালো ছিল উদ্যোগ আর সকালে একদমই কোলাহলমুক্ত শব্দ দূষণমুক্ত অনেক সুন্দর পরিবেশ পাওয়া যায়। এটা খুব ভালো লাগে। আপনি সর্বোপরি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন শহর অঞ্চলের

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে।এত সুন্দর করে একটি মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভোরের দৃশ্য অনেকদিন দেখা হয় না, কারণ ভোর বেলাতেই ঘুমাতে যাই। অনেকদিন পর ভোরের একটা নিস্তব্ধ স্নিগ্ধ ছবি দেখে খুব ভালো লাগলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।খুব সুন্দর করে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

নিস্তব্ধ সিগ্ধ ভোরের কিছু ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। প্রাকৃতিক সৌন্দর্য বেশি দারুন। খুবই দুর্দান্ত ফটোগ্রাফি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভোরবেলা হাঁটা শরীরের জন্য খুবই উপকারী। আমি কখনও ভোরবেলা হাঁটতে বের হইনি আর এখন তো ছেলে ছোট আরও হওয়া যায় না। ভোরবেলার ঠান্ডা বাতাস শরীরে লাগা নাকি খুব ভালো। যাই হোক আপনি সকাল বেলা হাঁটতে বের হয়েছেন বলেই এত সুন্দর পরিবেশ উপভোগ করতে পেরেছেন আর আপনার মাধ্যমে আমরাও দেখতে পেলাম। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।গুছিয়ে সুন্দর করে একটি মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সকালে ঘুম থেকে জেগে হাটতে যাওয়ার অভ্যাসটি কিন্তু বেশ দারুন । তবে এই অভ্যাসটি ধরে রাখতে পারলে কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ ভালো। তবে একটি কথা না বললে কিন্তু নয় প্রতিটি ফটোগ্রাফি অসাধারন ছিল। শুভ কামনা রইল আপনার জন্য।