প্রকৃতি আর নিস্তব্দতার এর অন্য রকমের অনুভূতি

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম

হ্যালো আমার প্রিয় কমিউনিটির ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাই সবসময় ভালো থাকেন আমি এই দোয়াই করি। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আসলে যতই দূরে থাকিনা কেন মনে হয় যেন আপনাদের সবার কাছেই আছি। আর সবার আরও কাছে থাকার জন্য সবসময় নতুন নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হই । আর এতে করে আমাদের এই পরিবারে সম্পর্ক আরও মজবুত আর ভালোবাসায় বন্ধনে শক্ত থাকে। আসলে এই কমিউনিটিতে আসার পর ফটোগ্রাফি করা এখন আমাদের সবার একটি নেশায় পরিনত হয়েছে। যে যেখানে যাইনা কেন যাই দেখি ইচ্ছে হয় মোবাইলে ক্যাপচার করে রাখি। আর ফটোগ্রাফি করতে করতে এতই করে নিয়েছি যে মোবাইলে আর কোন জায়গা নাই। আবার এখানে ফটোগ্রাফিগুলো ফেলেও দিতে ইচ্ছে করে না। তাই ভাবলাম আজ একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করি। আর সেই থেকে আজ আমার ফটোগ্রাফি নিয়ে আসা।

<বন্ধুরা আজও আপনাদের জন্য রয়েছে আমার আরও একটি ফটোগ্রাফি পোস্ট যতই বলি যে আর ফটোগ্রাফি করবো না আগে মোবাইল খালি করে নেই। কিন্তু মন কি আর মানে? কোথাও গেলে হাত আর মন যেন ছটফট করে। ঐ যে নেশা। এই নেশায় কোন সুন্দর জিনিস দেখলে ফটোগ্রাফি করার লোভ ধরে রাখতে পারি না। যতই মোবাইল ব্যাগে রেখে দেই তারপরও যে কিভাবে মোবাইল ব্যাগ থেকে বেড়িয়ে হাতে চলে আসে মাঝে মাঝে আমি তাই ভাবি। আপনাদেরও কি আমার মত এই রকমটি হয় জানাবেন। হ্যাঁ বন্ধুরা কিছুদিন আগে গিয়েছিলাম আগাঁর গা। মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানকার রাস্তা বেশ নিরিবিলি। তাই ভাবলাম কিছু ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করি। আর তাই তো আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তাহলে চলুন বন্ধুরা আজ আমার তোলা চমৎকার ফটোগ্রাফিগুলো দেখে আসি।

নিস্তব্দ রাস্তা আর প্রকৃতির কিছু ফটোগ্রাফি

image.png

image.png

সেদিন যখন বিশেষ কাজে গিয়েছিলাম আগাঁর গা তখন আমার কাছে সেখানকার প্রকৃতি আর রাস্তাঘাটগুলো দেখতে একদম বিদেশী মনে হয়েছিল। আমার কাছে মনে হয়েছিল যেন আমি বিদেশী কোন রাস্তা দিয়ে হাটছি। প্রখর রোদের মধ্যে নিস্তব্দ রাস্তার পাশে সময় কাটাতে আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। রাসতার দুপাশ দিয়ে গাড়ীগুলো সুন্দর করে নিয়ম মেনে চলছে। সেখানে নেই কোন যানজট বা কোলাহল। আমার কাছে মনে হয়েছে এমন রাস্তা তো আমি কেবল টিভিতে দেখেছিলাম।

image.png

image.png

image.png

প্রখর তাপের মধ্যে রাস্তার পাশের সবুজ প্রকৃতি দেখে কিন্তু যে কেউ দেখলেই বলবে যে এটা কোন বিদেশেী জায়গা। এটা বাংলাদেশের কোন স্থান নয়। বার বার আমি কেবল সবুজ গাছগুলোর ফটোগ্রাফি করার চেষ্টা করলাম। কারন আমার মনে হয়েছিল যেন সবুজ প্রকৃতি আকাশের সাথে মিশে যেয়ে একই রকমের রং ধারন করেছে। ধারন করেছে নিজের রূপ। তাই তো এমন রাস্তায় দাঁড়িয়ে প্রকৃতিকে উপলব্দি করতে আমি কিন্তু একবারও ভুল করিনি। আমার কিন্তু বেশ ভালো লাগছিল প্রকৃতির এমন রূপ।

image.png

image.png

সবুজ প্রকৃতি মাঠঘাট সব মিলিয়ে এক অন্য রকমের পরিবেশ যেন প্রকৃতির রং কে আরও বেশী রাঙিয়ে তুলেছে। বিশাল মাঠ আর বিশাল গাছ যেন প্রকৃতির রূপ কে আরও বেশী রূপবতী করে তুলেছিল সেদিন। তাই তো সেদিন বেশ কিছুটা সময় এখানে সময় কাটিয়েছি প্রকৃতির মাঝে। নিজেকে একটু স্বস্থি দিতে। আমাদের দেশেও যে এমন সুন্দর জায়গা আছে সেটা এই জায়গা কে না দেখলে মিস করবে সবাই।

কেমন লেগেছে আমার আজকের ফটোগ্রাফিগুলো? আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলোও অবশ্যই ভালো লেগেছে। আজ তাহলে এখানেই আপনাদের সাথে আমার আজকের ব্লগটি শেষ করছি। আবারও আগামীকাল নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আপনাদের সবার সু-স্বাস্থ কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ্ হাফেজ।

ফটোগ্রাফির বিবরন
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসOPP-A16
ফটোগ্রাফার@mahfuzanila
ভৌগলিক অবস্থানঢাকা, বাংলাদেশ

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

ধন্যবাদ সকলকে

Sort:  
 last month 

প্রকৃতি আর নিস্তব্ধময় পরিবেশ বরাবরই সবার কাছে অতিরিক্ত প্রিয় হয়ে থাকে। তবে সব থেকে বেশি ভালো লাগে এরকম পরিবেশ গুলি তাদের কাছেই যারা প্রকৃতি প্রেমী। সবুজ পরিবেশ আর শোনশান নিস্তব্ধ জায়গা আমার কাছে সব থেকে বেশি প্রিয়। এখানে বসে কেবলমাত্র প্রকৃতির মধ্যেই নিজেকে উপলব্ধি করা যাবে।