ফটোগ্রাফি পোস্ট- নার্সারি হতে এলোমেলো কিছু ফুলের ফটোগ্রিাফি ||original photography by @maksudakawsar||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

নার্সারি হতে এলোমেলো কিছু ফুলের ফটোগ্রিাফি

image.png

কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো এবং উৎফুল্ল আছেন। আমিও আছি কিন্তু বেশ আপনাদে দোয়া ও ভালোবাসায়। সত্যি বলতে চারদিকের যে অবস্থা তার মধ্যে যতটকু ভালো থাকা যায়। আজকাল ঘর তেকে বের হতে যেন একেবারেই মনে চায় না। ভিতরে কেমন জানি একটি আতঙ্ক কাজ করে। তবুও জীবনের তাগিদে প্রতিদিনই ঘর হতে বের হতে হচ্ছে। তবুও ভিতরে অনেক ভয় কাজ করে। যে অস্থিতিকর পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচিছ। জানিনা কবে শেষ হবে এই অবস্থা? কবে আমরা একটু স্বস্থিতে নিঃশ্বাস নিতে পারবো?

image.png

ফুল পবিত্র। ফুল ভালোবাসে না এমন মানুষ কিন্তু খোঁজে পাওয়া যায় না। সত্যি বলতে সেই ছেলেবেলা হতেই ফুল আমার বেশ প্রিয় । তাও আবার যদি হয় গোলাপ বা রজনীগন্ধা। এখনও কোথাও কোন ফুলের দোকান বা ফুলের নার্সারি দেখলে যেন পা আর চলতে চায় না। একবার হলেও সেই ফুলের ঘ্রাণ আমার নেওয়া লাগবেই। তবে আজ কাল আর এই ঘ্রাণ নিতে কিন্তু বেশী দূর যেতে হয় না। আমার বাসার পাশেই গড়ে ‍উঠেছে তিন চারটে ফুলের নার্সারি। যেখানে গেলে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ফুল আর ফুলের চারা দেখা যায়।

image.png

image.png

যদিও ফুল আমি অনেক ভালোবাসি, তবুও আমি কিন্তু অনেক ফুলের নামই আজও জানিনা। তাই প্রিয় হলেও আজও আমি অনেক ফুলের নাম অনেক জায়গায় বলতে পারি না। আর আজ কাল তো আবার নিজের মাঝে আরও একটি সখ জাগান দিয়ে উঠেছে। সেটা হলো যেখানে যাই সেখানে ফটোগ্রাফি করা। যদিও আমি প্রফেশনাল কোন ফটোগ্রাফার নয় তবুও আমি কিন্তু আজ কাল ফটোগ্রাফি করতেই বেশী স্বাচ্ছন্দ বোধ করি। আর তাই তো বাসার পাশের এই নার্সারিতে দেখা এত সুন্দর ফুলের ফটোগ্রাফি করতে ভুল করিনি।

image.png

image.png

নার্সারিতে রাখা হাজারও গাছ গাছালি আর ফুলের চারার ভিতর দিয়ে আমি ঢুকে পড়ি কয়েকটি ফুলের ফটোগ্রাফি করতে। কিন্তু কি মুশকিল এত এত ফুলের চারা আমি যেন সেই চারাগুলোর মাঝখান দিয়ে ফুল পর্যন্ত আর পৌছঁতে পারছিলাম না। কিন্তু বিভিন্ন রঙের ফুল গুলো দূর থেকে দেখে আর নিজের লোভ কে ধরে রাখতে পারছিলাম না। আর এদিক দিয়ে তো নার্সারির কর্মচারি ভেবে নিল যে আমি হয়তো ফুল ছিড়তে যাচিছ। বাপরে কি চিৎকার টাই না দিল। আমি তাকে বুঝিয়ে বললাম, শুধু ফটোগ্রাফিই করবো ফুল ছিড়বো না। ও একটি কথা বলে রাখি আমার কিন্তু সারাজীবন একটি কথাই মনে হয় ফুল গুলো গাছেই ভালো থাকে। আর হাতে নিলে এগুলোর সৌন্দর্য নষ্ট হয়ে যায়।

image.png

image.png

জানা আর অজানা ফুল গুলো দেখতে যেমন সুন্দর লাগছিল। তেমনি করে সুন্দর লাগছিল বিভিন্ন রকমের ফুলের চারাগুলো দেখতেও। সমস্ত নার্সারি জুড়ে না হলেও দেড় হাজার ফুলের চারা রাখা আছে। প্রতিদিন কত শত মানুষ যে আসে এখানে তাদের পছন্দ মত ফুলের চারা কেনার জন্য । আমারও মনে চায় মাঝে মাঝে কয়েকটি ফুল গাছ কিনে সেগুলোর পরিচর্যা করতে। কিন্তু জায়গা কোথায় ইট পাথরের এই শহরে। থাকি তো একটি ভাড়া বাসায়। তাও আবার ছাদ বলতে কিছু নেই। যতটুকু আছে তাও আবার বাড়িওয়ালীর সম্পত্তি।

image.png

image.png

এই নার্সারি গুলো হতে আশেপাশের সব এলাকার মানুষ গুলো এসে বেছে বেছে পছন্দ মত নানা রকমের ফুলের চারা নিয়ে যায়। আমার দেখা মতে এখানে বেশ ভালো পাতাবাহার, গন্ধরাজ, রং বেরং এর গোলাপ, গেন্ধা ছাড়াও নানা রকমের জানা অজানা ফুলের চারা পাওয়া যায়। প্রতিদিন সকালে যখন এই পথ দিয়ে আমি যাই তখন মনে হয় প্রতিটি ফুলের চারা আমাকে ডেকে বলে আমার একটা ফটোগ্রাফি করে যাও। তাই আজ নিজেই চলে গেলাম এদের সাথে দেখা করতে।

image.png

image.png

এই নার্সারিতে এমন কিছু অজানা ফুলের চারা রয়েছে যে গুলোর ফুল গুলো দারুন সুন্দর। দেখলেই মনে হয় এদেরে কে নিয়ে ঘরের এক কোনায় রেখে দেই। তবে অন্যান্য নার্সারির তুলনায় এখানকার ফুলের চারা গুলোর যেমন জাত ভালো, তেমনি করে এগুলোর দাম ও অন্যান্য জায়গার তুলনায় বেশ কম। এখানে আসলে বেশ সুন্দর করে চারা গুলো কে সাজিয়ে দেওয়া হয়। আবার এই নার্সারি হতে চারা কিনলে সাথে আনুসাঙ্গিক জিনিসও কেনা যায়।

image.png

এখানকার আর একটি ফুলের চারা হলো নয়ন তারা। আমি কিন্তু এই ফুল টিকে বেশ ভালোই চিনি। কয়েক রকমের হয় এই ফুলটি। আর এই নার্সারিতে বেশীর ভাগ জায়গা জুড়েই রাখা আছে এই নয়ন তারা ফুলের চারা।বিভিন্ন কালারের নয়ন তারা গুলো যেন নয়নের দিকেই তাকিয়ে থাকে। আমি চেষ্টা করেছি নার্সারি হতে নানা রকমের ফুলের চারা আর ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাতে করে আমার মত আপনারাও কিছুটা আনন্দ পান।

লোকেশন

আজ এখানেই রাখছি। আগামীতে আবারও ফিরে আসবো নতুন করে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে। কেমন লাগলো আমার আজকের ফটোগ্রাফি গুলো? জানার আগ্রহ নিয়ে অপেক্ষায় রইলাম। আশা করি আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে উৎসাহিত করবেন।

image.png

পোস্টের বিবরন
পোস্টের ধরনফটোগ্রাফি পোস্ট
ডিভাইসVIVO
মডেলVIVO-Y22S
ফটোগ্রাফার@maksudakawsar
স্থানলোকেশন

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW735LWMMgvNdmzY9gdTZLTvQUTjfuGerk7HkVFhydr9py91MzKuGJCHc5dMf2oCskaPxXaG7tSHnDFRpNk7aguG1SQ6oAXaRhaP3L8tnwaXyT.gif

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

আমার ব্লগটির সাথে থাকার জন্য এবং ধৈর্য সহকারে আমার ব্লগটি পড়ার জন্য সবাই কে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে সবার প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

image.png

image.png

Sort:  
 2 years ago (edited)
 2 years ago 

আসলে এখন বাহিরের এমন একটা অবস্থা হয়েছে, আমারও আজকাল ঘর থেকে বের হতে ইচ্ছে করে না। যাইহোক আপনি আজকে দেখছি নার্সারি থেকে তোলা, এলোমেলো কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর ছিল। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন এটা বলতে নেই। আসলে ফুল সবাই পছন্দ করে, আর আমার কাছেও খুব ভালো লাগে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি আমি খুবই পছন্দ করি। আর নার্সারিতে গেলে তো আমি বেশিরভাগ সময় ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করি। আপনি প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সেগুলো সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছেন, এবং বর্ণনাটাও শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে। সত্যি আপনার ফটোগ্রাফির প্রশংসা করতে হয়।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর এবং উৎসাহ মূলক একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলছেন চারদিকের পরিস্থিতি খুব খারাপ। পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে আসে সে কামনা করছি সবার জন্য সৃষ্টিকর্তার কাছে। আপনি নার্সারি থেকে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিলেন। প্রতিটি ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর হয়েছে। আজকাল তো দেখছি আপনি ভীষণ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

সামনাসামনি অথবা ফটোগ্রাফির মাধ্যমে ফুল দেখতে আমার খুবই ভালো লাগে। আপনি নার্সারি থেকে অসাধারণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন এবং সেগুলো আমাদের সাথে চমৎকার কিছু বর্ণনার মাধ্যমে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আপনার পোস্টটি। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

সত্যি এখন বাইরে যেতে সবাই কম বেশি অনেক ভয় করে। আসলে পরিবেশের কারণে। আপনি নার্সারিবাগান থেকে খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে ফুল সবাই অনেক পছন্দ করে ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। তবে ফুলের ফটোগ্রাফির মধ্যে পাতাবাহারেরও ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ভাবে বর্ণনা দিয়ে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কি করবো নার্সারিতে যে ভাইয়া পাতা বাহার চারায় ভরা। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

নার্সারীতে গেলে একটি বিষয় কি ! অনেক প্রকারের ফুল দেখা যায়। কারন নার্সারী তোএকটি বা দুইটি ফুল গাছ দিয়ে হয় না। বর্তমানে নার্সরীতে ফুল গাছের পাশা পাশি প্রচুর ফলের গাছ দেখা যায়। এটি একটি ভালো দিক। জানা অজানা সব গুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যটি পড়ে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপু নার্সারি থেকে খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফির প্রতিটা ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে।নার্সারিতে গেলে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ফুল দেখা যায়। আমার বাসার কাছেও একটি নার্সারি রয়েছে আর সেখানে মাঝে মাঝেই যাওয়া হয়। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।