ফটোগ্রাফি। কিছু হাতের তৈরী কাজের ফটোগ্রাফি।।

in আমার বাংলা ব্লগ2 years ago
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে আরো একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। বুধবার আমি চেষ্টা করি ১২ টা বাজার আগেই পোস্ট করার জন্য কিন্তু কি আর বলব এত ব্যস্ততা যে মোবাইল হাতে নেয়ার সময়টাই পাইনা। তাই চেষ্টা করি অন্তত রাতের মধ্যে যেন পোস্ট দিতে পারি। আমি গত দুটি পোস্ট শ্রীমঙ্গল এ ঘুরা এবং একটি রিসোর্ট নিয়ে লিখেছি। আজ আমি শ্রীমঙ্গল থেকে তোলা কিছু হাতে তৈরী কাজের ছবি শেয়ার করছি। এই ছবিগুলোর প্রতিটি জিনিস খুবই সুন্দর। বেশিরভাগ জিনিস বাঁশ এবং চা গাছ দিয়ে তৈরী। সামনাসামনি আমার কাছে খুব ভাল লেগেছে তাই ছবি হিসেবে ক্যামেরাবন্দী করে আপনাদের সাথে শেয়ার করছি।

ফটোগ্রাফি ০১


IMG_20230301_202642.jpg

প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন একটি সুন্দর ঘর। ঘরটি চা গাছের উপরে বসিয়ে দেয়া হয়েছে। ঘরে উঠার জন্য একটি সুন্দর মই বানিয়ে রেখে দেয়া হয়েছে। দেখতে খুব চমৎকার লাগছিল। এই ধরনের ঘর আমি হুমায়ূন আহমেদ স্যারের নুহাশ পল্লীতে দেখেছি এবং এই ঘরে উঠে অনেকক্ষণ বসে ছিলাম। অসাধারণ লাগে যখন গাছের মধ্যে ঘর বানিয়ে সেই ঘরের মধ্যে বসে বা শুয়ে থাকা যায়, অন্য রকম অনুভূতি।

ফটোগ্রাফি ০২


IMG_20230228_183048.jpg

উপরের ছবির বস্তুটি কমবেশি সবারই পরিচিত। এটিকে আমি ছিকা বলে জানি। এটি বাঁশ চিকন করে কেটে বানানো হয়েছে। ছোটবেলায় দেখতাম ছিকা তীরে টানিয়ে তার মধ্যে মাছ মাংস বা খাবার জাতীয় কিছু রেখে দেয়া হত যেন ইদুর বিড়াল না ধরতে পারে। তবে ছবির বস্তুটি নিতান্তই একটি শোপিস। ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলো নেয়া হয়ে থাকে।

ফটোগ্রাফি ০৩


IMG_20230228_182943.jpg

দেখেছেন হাতের কাজ কাকে বলে, কি দক্ষতার সাথে কারুকার্য করে একটি সুন্দর হাতি বানিয়ে নিয়েছে। আমার খুব ভাল লেগেছে। এই হাতিটি চা গাছের কাঠ দিয়ে বানানো এবং শুনেছি গাছটি অনেক বড় ছিল।

ফটোগ্রাফি ০৪


IMG_20230228_183024.jpg

এই ছবির বস্তুটি হচ্ছে একটি ঝুড়ি। এই ঝুড়ি চা বাগানের কর্মচারীদের দেয়া হয়। তারা চা পাতা ছিঁড়ে এই ঝুড়িতে সংগ্রহ করে। এই ঝুড়ি তাদের পিছন দিকে পিঠের মধ্যে ঝোলানো থাকে এবং সংগ্রহ শেষ হলে ঢেলে রেখে আবার ঝুলিয়ে দেয়।

ফটোগ্রাফি ০৫


IMG_20230228_182747.jpg

এই ছবিটি একটি ওয়াল হ্যাঙ্গিং শোপিস এর। এটি শোপিস হিসেবেও ব্যবহৃত হয় এবং পাশাপাশি এতে প্লাস্টিকের ফুল সাজিয়ে রাখা যায়। এটি দেখেই বোঝা যাচ্ছে দেয়ালে টানালে খুব সুন্দর লাগবে।

ফটোগ্রাফি ০৬


IMG_20230228_182959.jpg

এটি একটি টেবিল স্ট্যান্ড এবং অনেকেই এটির সাথে পরিচিত। আগে দেখতাম মানুষের চা গাছ দিয়ে তৈরী এই ধরনের স্ট্যান্ড অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসত। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। চা গাছগুলোতে বেশিরভাগ এইরকম এলোমেলো ডালপালা থাকে। এগুলোর উপরের অংশ সমানভাবে কেটে গ্লাস সেট করার মত করে তৈরী করে।

ফটোগ্রাফি ০৭


IMG_20230228_182834.jpg

এখানে ছবিতে যেই বস্তুগুলো দেখা যাচ্ছে সবগুলো পেন হোল্ডার। এগুলোতে কলম বা ব্রাশ জাতীয় জিনিসগুলো রাখা যায়। আসলে আমরা বাসায় প্লাস্টিক বা স্টিলের হোল্ডার ব্যাবহার করে থাকি। এই ধরনের বাঁশের তৈরী হোল্ডার টেবিলে সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগবে।

ডিভাইসঅপ্পো এ ৫৪
বিষয়কিছু হ্যান্ডিক্রাফটের ফটোগ্রাফি
what3wordshttps://what3words.com/thicken.working.unions
ক্রেডিট@miratek

আশা করি আমার ফটোগ্রাফি পোস্ট আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.