
বাস টি তেল শেষ হওয়ার কারনে পাম্পে তেল নেওয়ার জন্য আসলো। আবহাওয়া ওনেক গরম চারদিকে শুধু ধুলো আর ধুলো। বাস টি যে ব্যানারে চলে তার নাম হলো দিগন্ত। তাই বাস এর সামনে বড়ো করে দিগন্ত লেখা। এটি একটি ৫২ সিট বিশিষ্ট গাড়ি। এতে শুধু যাত্রী পরিবহন করার কাজে ব্যাবহার করা হয়।
