"উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র নলকা মোড়ের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

বাংলাদেশের যেকোনো অঞ্চলের কথা উঠলে সেখানে রাস্তা-ঘাটের উন্নয়নের প্রসঙ্গ চলে আসে। কারণ একটি ভালো রাস্তা কেবল যাতায়াত সহজ করে না, এটি মানুষের জীবনধারাকেও বদলে দেয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিরাজগঞ্জ জেলার নলকা গ্রামের পাশ দিয়ে যাওয়া বিশ্বরোড আর বিখ্যাত নলকা মোড়ের কিছু ছবি ও অভিজ্ঞতা। এই জায়গাটি শুধু আমার গ্রামের গর্ব নয়, বরং উত্তরবঙ্গগামী মানুষদের জন্যও এক গুরুত্বপূর্ণ পথ।

20250530_153735.jpg

আমার গ্রামের বাড়ি নলকাতেই, তাই এই জায়গাটির সঙ্গে আমার একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক। ছোটবেলা থেকেই নলকা মোড় আর নলকা সেতুর নাম শুনে আসছি। বাংলাদেশের প্রায় সবাই এই নামের সঙ্গে পরিচিত। বিশেষ করে যারা ঈদের সময় বা বড় কোনো ছুটিতে ঢাকা থেকে উত্তরবঙ্গের পথে বের হয়েছেন, তারা জানেন নলকা মোড় মানেই ভয়াবহ যানজট। ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে থাকত, যাত্রীদের ভোগান্তির শেষ থাকত না।তবে সেই দৃশ্য এখন অতীত। প্রায় দু'বছর আগে নলকা মোড়ে একটি আধুনিক ফ্লাইওভার আর নতুন সেতু নির্মিত হয়েছে। এই নির্মাণ কাজ শেষ হওয়ার পর পুরো এলাকার চিত্র বদলে গেছে। আগে যেখানে মানুষ জ্যামের আতঙ্কে নলকা পেরোতে চাইত না, এখন গাড়িগুলো খুব সহজে আরামে চলাচল করছে।

20250530_153751.jpg

20250530_153805.jpg

নতুন ফ্লাইওভারের সবচেয়ে বড় সুবিধা হলো গাড়িগুলো এখন আর নিচে থেমে থাকে না। সরাসরি মোড় পেরিয়ে চলে যায়। ফলে নিচে আর আগের মতো চাপ তৈরি হয় না। এটি শুধু ঈদের সময় নয়, সারা বছরই গাড়ি চলাচল অনেকটা নির্বিঘ্ন করে তুলেছে। অবশ্য মাঝে মাঝে টুকটাক জ্যাম হয়, কিন্তু সেটা আগের মতো ভয়ংকর নয়। একসময় যে রাস্তা মানুষকে বিরক্ত করত, এখন সেটিই যেন স্বস্তি আর গতিময়তার প্রতীক।নলকা মোড় কেবল একটি সড়ক বা সেতু নয়। এটি উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো গাড়ি ঢাকা আর উত্তরবঙ্গের মধ্যে যাতায়াত করে। কৃষিপণ্য, ব্যবসা-বাণিজ্য, মানুষের কর্মজীবন সবকিছুতেই এই রাস্তাটির ভূমিকা অপরিসীম। দেশের অর্থনীতির জন্যও এই মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের যে সেতুবন্ধন, নলকা মোড় তার অন্যতম কেন্দ্রবিন্দু।

20250530_153838.jpg

20250530_153849.jpg

আজকে আমার শেয়ার করা ছবিগুলো সেই পরিবর্তনের কথা বলছে। আকাশ মেঘলা থাকলেও রাস্তার দৃশ্য একেবারে ঝকঝকে। নতুন ফ্লাইওভারের পাশ দিয়ে চলা প্রশস্ত রাস্তা, গাড়ির গতি, আর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা তৈরি করেছে। যারা আগে নলকা মোড়ের জ্যামে কষ্ট পেয়েছেন, তারা আজকের এই ছবি দেখে নিশ্চয়ই অবাক হবেন।আমি নিজে যখন এই নতুন রূপ দেখলাম, সত্যিই মনের ভেতর এক ধরনের আনন্দ কাজ করল। আমার ছোটবেলার সেই পরিচিত নলকা আজ উন্নয়নের প্রতীকে দাঁড়িয়ে আছে। যে জায়গায় আগে কেবল ভোগান্তির স্মৃতি জমা ছিল, আজ সেখানে রয়েছে স্বস্তি আর গর্ব।

20250530_153954.jpg

20250530_154125.jpg

নলকা মোড় আর নলকা সেতু শুধু সিরাজগঞ্জ নয়, পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ। আজকের ছবিগুলো তাই কেবল একটি রাস্তার ছবি নয়, এটি উন্নয়নের ছবি, মানুষের স্বপ্নের ছবি। যারা আগে এখানে যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকেছেন, তারা এখন নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছাতে পারেন। এই পরিবর্তন দেখে আমার ভেতরে একটাই অনুভূতি কাজ করেছে নলকা মোড় এখন কেবল একটি মোড় নয়, এটি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্রের এক উজ্জ্বল প্রতীক।

অনেকদিন ধরে ভাবছি নলকা মোড় নিয়ে একটি পোস্ট শেয়ার করব। কিন্তু অজানা এক কারণে হয়ে ওঠেনি। তাই আজকে শেয়ার করেই ছাড়লাম।নলকা মোড়ের নতুন রূপ আপনাদের মাঝে দেরি করে হলেও উপস্থাপন করলাম।এখন আমার অনেক ভালো লাগছে।


প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ

Location
Device:Samsung A33 (5G)

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

মোবাইলSamsung A33 (5G)
ধরণ"উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র নলকা মোড়ের ফটোগ্রাফি"
ক্যমেরা মডেলA33 (48+8+5+2)
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 7 days ago 
 6 days ago 

আপনি দেখছি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র নলকা মোড়ের থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। তবে আকাশ মেঘলা হলেও আপনার রাস্তার ফটোগ্রাফি চকচক করতে লাগলো। আর বর্তমানে এসব জায়গাগুলো সামনে থেকে দেখতেও বেশ ভালো লাগে। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin