ফটোগ্রাফি-কয়েকটি ফুলের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফি শেয়ার করতেও ভালো লাগে। আজকে আমি কয়েকটি ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করবো।


কয়েকটি ফুলের ফটোগ্রাফি:

IMG_20250806_132035.jpg
Device-OPPO-A15
Location


গোলাপের সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। গোলাপ হল ফুলের রানী। আসলে ফুলের রানী নামটি যেন তার সার্থক হয়েছে। গোলাপের অপরূপ সৌন্দর্য যখনই দেখি তখনই চোখ জড়িয়ে যায়। মনে হয় যেন অপরূপ সৌন্দর্য এসে ধরা দিয়েছে। আর গোলাপের এই সুন্দর দৃশ্যটি দেখেই ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। যাতে করে পরবর্তীতে সবার মাঝে তুলে ধরতে পারি।


IMG_20250806_132233.jpg
Device-OPPO-A15
Location


সাদা রঙের ছোট ছোট এই ফুলগুলোর নাম আমার জানা নেই। তবে এই সুন্দর ফুল গুলো দেখতে যে রকমই হোক না কেন অন্য রকমের সুবাস ছিল। এই বিষয়টি আমার কাছে বেশি ভালো লেগেছে। অসাধারণ ছিল ফুলের ঘ্রাণ। আমি তো মন ভরে নিশ্বাস নিচ্ছিলাম। আর অপরূপ ঘ্রাণ উপভোগ করছিলাম। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। তাই আমিও ছবি তুলে নিয়েছিলাম।


IMG_20250806_132118.jpg
Device-OPPO-A15
Location


আমরা আসলে অনেক ফুলের সাথে পরিচিত। আবার অনেক ফুলের সাথে অপরিচিত। এই লাল রঙের ফুলটি আমি সেদিন প্রথমবার দেখেছিলাম। পাতাগুলো অনেক বড় বড় ছিল। আর লাল টকটকে ফুল দেখতেও সুন্দর লাগছিল। সবুজ পাতার মাঝখানে লাল টকটকে এই সুন্দর ফুলের সৌন্দর্য দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তাই তো আমি ঝটপট ফটোগ্রাফি করে নিয়েছিলাম।


IMG_20250806_132200.jpg
Device-OPPO-A15
Location


এই লাল রঙের সুন্দর ফুলটি দেখতে অনেকটা জবা ফুলের মত। তবে এটা আসলে জবা ফুল নয়। পাতাগুলো অনেকটাই চিকন চিকন। আর ফুলের পাপড়িগুলো জবা ফুলের সাথে মিল আছে। দেখতে কিন্তু খুবই চমৎকার। বিশেষ করে এই ফুলের অসাধারণ কালার দেখলেই ভালো লাগে। এই ফুলের কালার সত্যিই অসাধারণ ছিল। আমার কাছেও ভীষণ ভালো লেগেছে।


IMG_20250806_132004.jpg
Device-OPPO-A15
Location


মাধবীলতা ফুল যতই দেখি ততই চোখ জুড়িয়ে যায়। এই সুন্দর মাধবীলতা ফুল যখন দেখেছি তখন আমার সত্যিই ভালো লেগেছে। মাধবীলতা ফুল এর আগেও অনেকবার দেখেছি। এর আগে যতবার মাধবীলতা ফুল দেখেছি ততবারই ভালো লেগেছে এবং মুগ্ধ হয়েছি। আমার কাছে তো মনে হচ্ছিল যেন বাগানের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে। সব মিলিয়ে অসাধারণ লাগছিল দেখতে।


দারুন দারুন সব ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

1754470323885.png

 2 days ago 

খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে ফটোগ্রাফি অনেক যত্ন করে করতে হয়। আমি নিজেও সব সময় ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি। অনেক ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 days ago 

ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। নাম না জানা ফুলগুলো আমি এর আগে কখনো দেখিনি আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। বাকি ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 days ago 

আপনি তো দেখছি আজকে মুগ্ধ হওয়ার মত বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। যেগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় ভালো লাগে করতে এবং দেখতে। আপনার তোলা ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। আশা করি আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি সব সময় শেয়ার করবেন।

 yesterday 

আপু আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।এইরকম ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে মনটা ভরে যায়।বিশেষ করে গোলাপ ফুল এবং জবা ফুলের মতন যে ফলটি ওই ফটোগ্রাফিটি অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।