শখের ফটোগ্রাফি পর্ব-৬৯"
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- গাছের ছবি
- ০৬,জুলাই ,২০২৫
- রবিবার
আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম ফটোগ্রাফির পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে তাই সময় পেলেই ফটোগ্রাফি করতে ছুটে চলে যায়। ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। আজকের পোস্টে বিভিন্ন এলাকার বিভিন্ন সময়ে ঘোরাঘুরি মুহূর্তে কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি করা আমার অনেক শখ ।শখের বসেই করে থাকা হয় ফটোগ্রাফি। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চায় সুন্দর সুন্দর অনেক কিছুর দেখা মেলে সেগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ফটোগ্রাফি করা হয় মূলত। কোন একদিন কোন এক দর্শনীয় স্থানে ঘুরতে গেলে সেখানকার পরিবেশের ছবি তুলতে বেশ ভালো লাগে। অনেকদিন আগে বিকেল বেলা ঘুরতে গিয়েছিলাম পাশের একটি এলাকাতে। সেখানে মাঠের মধ্যে আগাতেই দেখা মেলে অদ্ভুত সুন্দর গাছের।
ফটোগ্রাফি
Device : pixel 7
What's 3 Word Location :
**বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীর সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে পড়ন্ত বিকেলে। অবশ্য সবসময় নদী অসম্ভব ভাবে কাছে টানে তবে বিকেলবেলাটা যখন সূর্যাস্ত যায় তখন দেখতে একটু বেশিই দারুন লাগে। বিশেষ করে নদীতে যখন ছোট ছোট নৌকা চলে ওই নৌকাগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। **
ফটোগ্রাফি
Device : pixel 7
What's 3 Word Location :
মাঝেমধ্যে আমাদের চোখে এমন কিছু গাছ পরে দেখে যেন পলক ফেলতে পারি না। এরকম একটি গাছের সন্ধান পেয়েছিলাম হঠাৎ করেই মাঠের মধ্যে। গাছটা অনেক বড় একপাশ লুটিয়ে পড়েছে মাটিতে। গাছের ফাঁকা দিয়ে সূর্যের অস্তের চিত্র দেখতে অনেক ভালো লাগছিলো।
Device : pixel 7
What's 3 Word Location :
ছবির মাঝখানে সূর্যের কমলা আভা গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে। এটি সূর্যাস্তের মুহূর্ত। চারদিকে নীরবতা হালকা ধোঁয়াশা আর মৃদু আলোয় প্রকৃতি যেন থমকে আছে। সূর্যের লাল আভা গাছের পাতায় মিলেমিশে এক অদ্ভুত আবেশ তৈরি করেছে।এই দৃশ্য দেখে মনে হয়, প্রকৃতি যেন নিজেই নিজের ছবি এঁকেছে।
Device : pixel 7
What's 3 Word Location :
চারদিকে হালকা ধোঁয়াটে পরিবেশ। বাতাসে নীরবতা। সূর্যটা যেন লুকিয়ে আছে গাছের পাতার আড়ালে। এমন দৃশ্য দেখে মনটা ভালো হয়ে যায়। মনে হয় সব চিন্তা ভুলে প্রকৃতির সাথে মিশে যাই।প্রতিদিন সূর্য ওঠে আর ডুবে। কিন্তু প্রতিবারের দৃশ্য আলাদা। এই ছবির সূর্যাস্ত যেন শান্তির বার্তা নিয়ে এসেছে। গাছগুলো যেন বলছে, ধৈর্য ধরো ভালো কিছু অপেক্ষা করছে।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি এবং একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।
Screenshot:
Link:
https://x.com/mrahul40/status/1941868474344857802?t=QLHadLRkAgL3tGgdN3S13w&s=19
https://x.com/mrahul40/status/1941869080711242094?t=PU_ZPiIVgv7W950n7Wr2bQ&s=19
https://x.com/mrahul40/status/1941869545351971277?t=8d-F3YMnzPuj6vEzOh0e5w&s=19
এই ধরনের সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে আর ইচ্ছে করেনা। ইচ্ছে করে শুধু এক নজরে তাকিয়ে থাকি ফটোগ্রাফি গুলোর দিকে। তেমনি আপনার আজকের ফটোগ্রাফি গুলো ও অনেক বেশি সুন্দর ছিল। যেগুলো আমি যত দেখছিলাম ততই ভালো লাগছিল। নিশ্চয়ই আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই ফটোগ্রাফি গুলো করেছেন।