শখের ফটোগ্রাফি পর্ব-৭১"এলোমেলো ছবি।

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • ফটোগ্রাফি
  • ৬,আগস্ট ,২০২৫
  • বুধবার

আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম ফটোগ্রাফির পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে তাই সময় পেলেই ফটোগ্রাফি করতে ছুটে চলে যায়। ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। আজকের পোস্টে বিভিন্ন এলাকার বিভিন্ন সময়ে ঘোরাঘুরি মুহূর্তে কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি করা আমার অনেক শখ ।শখের বসেই করে থাকা হয় ফটোগ্রাফি। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চায় সুন্দর সুন্দর অনেক কিছুর দেখা মেলে সেগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ফটোগ্রাফি করা হয় মূলত। কোন একদিন কোন এক দর্শনীয় স্থানে ঘুরতে গেলে সেখানকার পরিবেশের ছবি তুলতে বেশ ভালো লাগে।


ফটোগ্রাফি


1000025046.jpg

1000025047.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

কিছু কিছু সময় একটা সাধারণ দৃশ্যকেও ক্যামেরাতে অসম্ভব সুন্দর লাগে। বিশেষ করে মাঝেমধ্যে আকাশে সৌন্দর্যটা বৃদ্ধি পেয়ে যায়।হঠাৎ বসেছিলাম একটি জায়গায় মূলত বসে আড্ডা দিচ্ছিলাম গাছের ফাঁক দিয়ে চোখ পরে আকাশের দিকে।আকাশ এবং গাছের মিলনে অসম্ভব সুন্দর একটি চিত্র ধারন করতে পেরেছিলাম।


ফটোগ্রাফি


1000025033.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

আমরা লজ্জাবতী গাছ অনেকেই চিনি। যাকে হাত দিয়ে ছুঁয়ে দিলেই সব গুটিয়ে নেয়।কিন্তু এই গাছে অসম্ভব সুন্দর একটি ফুল ফোটে সেটা আমরা কয়জন দেখেছি।মাঝেমধ্যেই এই গাছের ফুল আর দেখা মেলে দেখতে অসম্ভব সুন্দর লাগে।


ফটোগ্রাফি


1000023392.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

ছবিটা উত্তরা দিয়াবাড়ি নামক একটি বহুল প্রচলিত জায়গা। যেখানে বিকেল হলে ভিড় জমে একান্ত সময় কাটানোর জন্য। ঢাকাতেই জনবহুল শহরে একটু ফাঁকা জায়গা বলতে উত্তরা দিয়াবাড়িতে দেখা গেলে।বিশেষ করে শুক্রবারে অনেক বেশি মানুষ এখানে আনন্দ করতে আসে।


ফটোগ্রাফি


1000023363.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

ঢাকাবাসীর জন্য অত্যন্ত উপকারী একটি যানবাহন হলো মেট্রোরেল। অল্প সময়ের মধ্যে অনেক পথ অতিক্রম করা যায়। বিশেষ করে জ্যামের শহরে সময়ের মূল্য অনেক বেশি। সারাদিন নির্দিষ্ট সময়ে অনুযায়ী মেট্রোরেল চলতেই থাকে। পড়ন্ত বিকেলে যখন মেট্রোরেল চলছে তার গন্তব্যের দিকে দেখতে দারুন লাগছিল।


ফটোগ্রাফি


1000023293.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

রাতে সৌন্দর্য উপভোগ করা যায় যদি আকাশে বিশাল আকৃতির একটি চাঁদ থাকে। চাঁদের সৌন্দর্য সব সময় আমাকে মুগ্ধ করে বিশেষ করে নদীর তীরে বসে যদি চাঁদ দেখা যায় মুহূর্তটা অনেক বেশি আনন্দের হয়ে ওঠে।


ফটোগ্রাফি


1000022738.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

ঘোড়া আমার একটি পছন্দের একটি প্রাণি।ঘোড়া দেখলে আলাদা ধরনের একটি ইমোশন কাজ করে তবে আমি কখনো ওইভাবে ঘুরাতে উঠিনি।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি এবং একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 1 hour ago 

বাহ্ আপনি তো দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।বিশেষ করে আমার কাছে লজ্জাবতী গাছের ফটোগ্রাফি অসাধারণ লেগেছে।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।