কয়েকটি ফুলের ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১৬ই অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
অনেকদিন হলো আপনাদের সাথে কোন ধরনের পোস্ট শেয়ার করা হয়ে ওঠে না। আজ অনেকদিন পরে একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করব বলে ঠিক করেছি। আসলে সময়ের অভাবে আপনাদের সাথে পোস্ট শেয়ার করতে পারিনা। কোথাও বের হওয়া হয় না। ফটোগ্রাফিও করতে পারতাম না। কালকে কলেজের ক্লাস শেষ করার পরে কিছুটা সময় পেয়েছিলাম। সেই সুযোগে কয়েকটি ফুলের ফটোগ্রাফি করে নিয়েছিলাম। সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ফটোগ্রাফি গুলো দেখে আসা যাক।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে খুব সুন্দর একটি হলুদ রঙের লালটানা ফুলের ফটোগ্রাফি। আমি তো এই ফুলগুলোকে লালটানা বলেই চিনে থাকি। এই ফুলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকেন। হলুদ রঙের লালটানা ফুল এই প্রথমবার দেখলাম। আগে অনেকবার সাদা, গোলাপি, কমলা রঙের দেখেছি।এই ফুলগুলোর নিজস্ব গন্ধ আছে। অনেক ফুল একসাথে ফুটে থাকে বলে দেখতেও ভারী সুন্দর লাগে।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে বোতাম ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলোকে সচারচার বোতাম ফুল নামই চিনে থাকে। আমার মনে হয় আপনারাও এই নামে চিনে থাকেন। ফুল গুলো দেখতে খুবই ছোট ছোট এবং বোতামের মত হয়। এই ফুলের গাছগুলো একসাথে হয়ে ঘাসের মত হয়ে থাকে। ঘাসের মধ্যে এরকম ছোট ছোট ফুল দেখতে ভারী সুন্দর লাগে।
ফটোগ্রাফি নং-৩
এই ফটোগ্রাফি তে রয়েছে একটি সুন্দর গোলাপি রংয়ের ফুলের ফটোগ্রাফি। এগুলোকে গ্রাম অঞ্চলের টাইম ফুল নামে থাকি আমরা। ফোন গুলো দেখতে অনেকটা বাটির মতো বলে। ছোটবেলায় এই ফুলগুলোকে আমরা বাটি ফুল বলতাম। ফুলগুলো সৌন্দর্যের দিক দিয়ে ভীষণ মুগ্ধকর। ফুলগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে সকলের অতি পরিচিত নয়নতারা ফুলের ফটোগ্রাফি। আমি মনে করি আমরা সকলেই এই ফুল চিনে থাকি। নয়ন তারা ফুল অনেক রঙের হয়। তবে এই মিষ্টি রঙে নাম তারা ফুলগুলো দেখতে একটু বেশিই মনমুগ্ধকর। এই ফুলের নিজস্ব কোন ঘ্রান নেই। সৌন্দর্যের দিক দিয়ে অতুলনীয়।
ফটোগ্রাফি নং-৫
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে কসমস ফুলের ফটোগ্রাফি। এই ফুল তো আমরা সকলেই চিনি। এই ফুলগুলো দেখতে যেমনি সুন্দর তেমনি স্নিগ্ধ। ছোটবেলা থেকেই এই কসমস ফুলগুলো আমার অনেক পছন্দ। এই ফুল অনেক রঙের হয়ে থাকে। এই ফুলের আবার কয়েকটি জাত রয়েছে। এক এক ধরনের ফুল এক এক জাতের হয়ে থাকে।
ফটোগ্রাফি নং-৬
এই ফুলগুলোর আসল নাম কি সেটা আমার জানা নেই। তবে এক এক অঞ্চলের মানুষ এই ফুলকে এক এক নামে চিনে থাকেন। আমাদের অঞ্চলে এই ফুলগুলোকে মোরগ ঝুটি এবং মোরক বাঁকা বলে থাকে। তবে ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর। এই ফুল যেখানে সেখানে জন্মাতে পারে। তবে শীতকালে এই ফুল বেশি রাখা যায়।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৫ই ডিসেম্বর ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


আপনি সবসময় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। আপনার ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এর আগেও আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখেছিলাম। আজকে এই ফটোগ্রাফি গুলো দেখে আরো ভালো লাগলো। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন আপনি। প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।
ওয়াও আপনি তো দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন আপু।আপনার তোলা এতো সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।
খুবই দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে যখন চমৎকার কিছু ফটোগ্রাফি দেখি তখন অনেক বেশি ভালো লাগে। এভাবে এগিয়ে যান, শুভকামনা রইল। সামনে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে চাই।
আপনার ইপুশ ব্যালেন্স নেই, দ্রুত পুশ পাওয়ার আপ করুন, না হলে আপনার কিউরেশন বন্ধ থাকবে। ধন্যবাদ ।
https://x.com/PurnimaBis34652/status/1979185718766506109?t=51ouXksDT-DNVV6WYmiTeQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1979186385010725376?t=YCyZ3uMCunwwSrorUG3-Lg&s=19