প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২৬ শে জুন, বৃহস্পতিবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। ফটোগ্রাফি শেয়ার করতে আমার কাছে খুব ভালো লাগে। ফটোগ্রাফি করে যেমন শান্তি পাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে আরো বেশি ভালো লাগে। আমি সপ্তাহে দুই থেকে তিনটা ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে থাকি। আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পর থেকে ফটোগ্রাফি আমার নেশায় পরিণত হয়েছে। আজকেও কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ফটোগ্রাফি গুলো আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের একটি ফটোগ্রাফি। মনে হচ্ছে প্রকৃতি যেন এখানেই মিশে গেছে আকাশের সাথে। তখন পড়ন্ত বিকেল চারিদিকে গোধূলি রং এর আভা। এটা মূলত নদীর একটি শাখা যেটা এখন ক্যানাল নামে পরিচিত । ক্যানালের দিকে তাকিয়ে মনে হচ্ছে এখানেই বুঝি নদীর শেষ আর আকাশের শুরু। দেখতে ভীষণই সুন্দর লাগছিল। এরকম পরিবেশ এক কাপ চা হাতে যেন জমে যায়। আমার তো এরকম পরিবেশ ভীষণই পছন্দ। এরকম প্রকৃতি দেখলে ইচ্ছে করে মন ভরে দেখি। কতটাই না অপূর্ব এর সৌন্দর্য।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে বৃষ্টির আগ মুহূর্তে প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি। আকাশ তখন ভীষণ কালো। আকাশ জুড়ে শুধুই সাদা কালোর খেলা। প্রকৃতি তখন অশান্ত। খোলা হাওয়ায় চ্যানেলের জল যেন আপন মনে বেয়ে চলছে। বৃষ্টি আসার আগ মুহূর্ত প্রকৃতির সেই সৌন্দর্যের রূপ বরাবর আমাদেরকে মুগ্ধ করে আসছে। বাংলার প্রকৃতির এই রূপ দেখে উপলব্ধি করতে পারলে অন্যরকম একটা শান্তিতে ডুবে যায় আমরা। আমার তো এরকম পরিবেশ ভীষণ ভালো লাগে। দেখো না ফটোগ্রাফিতে সৌন্দর্যটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে।
ফটোগ্রাফি নং-৩
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে কলেজ ক্যাম্পাস থেকে ক্যাপচার করা টগর ফুল এবং ফুলের গাছের ফটোগ্রাফি। আমাদের কলেজের বিভিন্ন ধরনের গাছের মধ্যে ফুলের গাছ অন্যতম প্রধান আকর্ষণ। টগর ফুল ছাড়াও কলেজে একাধিক ফুলের গাছ রয়েছে। বিভিন্ন ধরনের ফুলের কারণে কলেজ সেজে উঠেছে। আমি যখন ফটোগ্রাফিটি করেছিলাম তখন বৃষ্টির পরে রোদ উঠেছিল। বৃষ্টির পরে রোদ উঠলে দেখতে যেন অন্যরকম সৌন্দর্যে ভরে ওঠে সবকিছু। বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করতে করতে এই ফটোগ্রাফিটিও ক্যাপচার করেছিলাম।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে রাতের শান্ত প্রকৃতি এবং চাঁদের ফটোগ্রাফি। চাঁদ দেখতে আমি খুবই পছন্দ করি। চাঁদের ফটোগ্রাফি করতেও আমার অনেক ভালো লাগে। যেদিন পূর্ণিমা হয় সেদিন চাঁদে সৌন্দর্য দেখতে অসম্ভব ভালো লাগে। চারিদিকে সব নিঃশব্দ প্রকৃতি মাঝখানে বসে তাদের অপূর্ব সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকতে খুবই ভালো লাগে।
ফটোগ্রাফি নং-৫
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে নাম না জানা একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলটির নাম আমার জানা নেই। আমার দেখা মতে এই ফুল একটু ঝড় জঙ্গলে বেশি দেখা যায়। এই ফুলের অনেক কয়টি কালার আমার চোখে পড়েছে কিন্তু ফুলের নামটি আমি জানিনা। তবে ফুলটি সাদা রঙের হাওয়ায় দেখতে ভীষণ নজর কারছিলো। এটি বাগান বিলাসের মতোই গাছে লতাপাতা বেয়ে খুব সুন্দরভাবে ফুটে থাকে। দেখতে ভীষণই সুন্দর লাগছিল তাই ক্যাপচার করে রেখেছিলাম। যদিও সম্পূর্ণভাবে ক্যামেরায় আনতে পারিনি।
ফটোগ্রাফি নং-৬
এই ফটোগ্রাফিতে রয়েছে কালকের আকাশের সুন্দর ফটোগ্রাফি। কালকের আকাশটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল। যদিও ফটোগ্রাফিতে সম্পন্ন কালার সুন্দরভাবে আনতে পারিনি। সাদা মেঘ ভেসে যাচ্ছিল নীলের উপর এতটাই অপূর্ব লাগছিল যে বলে বোঝাতে পারবো না। আমি যখন ফটোগ্রাফিটি ক্যাপচার করি তখন ছিল তীব্র রোদ। রিকশা থেকে ফটোগ্রাফিটি করা হয়েছে। তীব্র রোদের কারণে কালারটা এরকম এসেছে কিন্তু চোখে দেখতে আকাশটা ভীষণই সুন্দর লাগছিল। বর্ষাকালের সুন্দর আকাশ আসলেই নজর কেড়ে নেয়।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৬ শে জুন ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি, আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। এমন প্রাকৃতিক দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে। দ্বিতীয় ফটোগ্রাফিটি অসম্ভব সুন্দর হয়েছে চোখ ফেরানো যাচ্ছে না। চতুর্থ ফটোগ্রাফিটিও ভীষণ সুন্দর এছাড়া বাকি ফটোগ্রাফিও বেশ ভালো হয়েছে।
ওয়াও আপু আপনি আজকে অসাধারন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে।আজকের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপু।বিশেষ করে আকাশের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আজকে আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। প্রাকৃতিক সৌন্দর্যের এবং ভিন্ন রকম কিছু ফটোগ্রাফি দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তবে টগর ফুলের ফটোগ্রাফি এবং প্রথম ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লাগলো। এবং চাঁদের ফটোগ্রাফিও আমার কাছে চমৎকার লাগলো। ধন্যবাদ সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর হয়েছে আর ফুলের ফটোগ্রাফি গুলো বেশ মনোমুগ্ধকর। প্রাকৃতিক দৃশ্য দেখে মন ভরে গেল। ভীষণ সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।
প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি দেখে চোখ জুড়িয়ে গেল। প্রকৃতির এত সুন্দর রূপ অনেক ভালো লাগে। আর ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনি কিন্তু অনেক ভালো ফটোগ্রাফি করেন আপু।
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করতে থাকে৷ আর আজকে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার চমৎকার একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। একই সাথে আপনার কাছ থেকে যখন এত সুন্দর একটি পোস্ট দেখতে পেলাম তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে আপনি যেভাবে এত সুন্দর ভাবে এই প্রাকৃতিক সৌন্দর্যময় মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগছে৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷