বৃষ্টি ভেজা কিছু ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ০৫ জুন, বৃহস্পতিবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আপনাদের সাথে আমি বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমার কাছে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে বেশি ভালো লাগে। আমি ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। ফটোগ্রাফি করতে এতটাই ভালো লাগে যে, সেদিন বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ফটোগ্রাফি করতে শুরু করেছিলাম। বৃষ্টিভেজা সৌন্দর্য আমাদেরকে সব সময় বেশি মুগ্ধ করে। ক্যামেরাবন্দি করার পরে সেটা যখন পরবর্তীতে দেখি খুব ভালো লাগে।আজ আমি আপনাদের সাথে বৃষ্টি ভেজা কিছু ফটোগ্রাফি শেয়ার করব।কিছু ফটো ফটোগ্রাফি আছে বৃষ্টি যখন পড়ছিল তখন ক্যাপ্চার করেছিলাম। আবার কিছু ফটোগ্রাফি বৃষ্টির পরে ক্যাপচার করেছিলাম। চলুন তাহলে সেই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফি তে রয়েছে টগর ফুলের ফটোগ্রাফি। এই ফুলটি আমরা সকলে চিনি। এটা খুব সাধারন একটা ফুল। যেখানে সেখানে এই ফুল দেখা যায়। ফুলগুলো নিজস্ব কোন ঘ্রাণ নেই।দেখতে বেশ মিষ্টি। এক থোকায় বেশ অনেকগুলো করে ফুল ফুটে থাকে। ফুল গুলো দেখতে এমনিতেই সুন্দর। বৃষ্টি ভেজার পর ফুলের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল। ফোঁটায় ফোঁটায় যেন আরো সৌন্দর্য বৃদ্ধি পেয়েছিল। এই ফটোগ্রাফিটি আমি বৃষ্টির মধ্যে করেছিলাম।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে সকাল সন্ধ্যা কিম্বা সন্ধ্যা মালতি ফুলের ফটোগ্রাফি। সেদিন সন্ধ্যা পর্যন্তই বৃষ্টি হয়েছিল। এই ফুলের ফটোগ্রাফি টি সন্ধ্যার দিকেই করেছিলাম।এই ফুলটির নাম হলো সকাল সন্ধ্যা ফুল। আমাদের এদিকে এগুলোকে সকাল সন্ধ্যায় বলে। অনেকে আবার সন্ধ্যা মালতি বলেও চিনে থাকেন। বৃষ্টিতে ভিজে ভিজে ফুলের ফটোগ্রাফি গুলো করতে সেদিন ভীষণ ভালো লাগছিল। এই ফটোগ্রাফিতেও বৃষ্টির সময় করেছিলাম। অদ্ভুত সুন্দর তাই না?
ফটোগ্রাফি নং-৩
আমার এই ফটোগ্রাফিদের হয়েছে স্নিগ্ধ সুন্দর আকাশের ফটোগ্রাফি। বৃষ্টির পর আকাশের অবস্থা ঠিক এরকম হয়েছিল। সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছিল। আর খানিকটা ছিল নীল রংয়ের। বৃষ্টির পর পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ খুবই সুন্দর লাগে। চারিপাশে সবুজ পাতা গুলোও যেন অসম্ভব সৌন্দর্য ছাড়াছিল। তাই সবুজ পাতা এবং আকাশের ফটোগ্রাফি একসাথে ক্যাপশন করেছিলাম। বৃষ্টির পর আকাশ অনেকটা স্নিগ্ধতা ছড়ায়। যেটা দেখতে খুবই ভালো লাগে।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে বেলি ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলোকে অনেকে বুনো বেলি ফুল বলে থাকে। এই বেলি ফুলগুলো যে কোন জায়গায় ফুটতে দেখা যায়। আমাদের বাড়ির পাশে পুকুরের পারে এরকম বেলি গাছ হয়েছে। যখন দখিনে হাওয়া হয় তখন এই ফুলের সুবাস ভেসে আসে জানালা দিয়ে ঘরের মধ্যে। সে কি অপূর্ব ঘ্রাণ। অসম্ভব সুন্দর লাগে। বৃষ্টির ফোঁটায় ফুলের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়েছিল। ফুলের পাতাগুলো অসম্ভব সুন্দর লাগছিল। এই ফটোগ্রাফিটি ও বৃষ্টির মধ্যে ক্যাপচার করেছিলাম।
ফটোগ্রাফি নং-৫
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে জারবেরা ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটি অনেকদিন আগে ক্যাপচার করেছিলাম। গিফটে পাওয়া একটি ফুল। সেদিনও প্রচুর বৃষ্টি হচ্ছিলো। জারবেরা ফুল আমার কাছে বেশ ভালো লাগে। সেদিন চা খেতে গিয়ে যখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো তখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যার বেরা ফোনের কিছু ফটোগ্রাফি করেছিলাম। মিষ্টি রংয়ের যার বেড়া ফুলটি বৃষ্টির ফোঁটায় আরো বেশি সুন্দর হয়ে উঠেছিল।
ফটোগ্রাফি নং-৬
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে জবা ফুল এবং জবা ফুলের গাছের ফটোগ্রাফি। লাল রঙের জবা ফুল। এই জবা ফুলের গাছটি আমাদের। যখন গাছটি ভর্তি হয়ে ফুল ফোঁটে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে গাছে আর ফুল ছিল না। তবে এই একটি ফুল ভীষণ সুন্দর লাগছিল। জবা ফুল এমনিতেই অনেক সুন্দর। জবা ফুলের পাতাগুলো এতটাই অপূর্ব দেখতে যায় ফটোগ্রাফি করতে বাধ্য করে। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় গাছ এবং গাছের পাতা অপূর্ব সৌন্দর্য সেজেছিল।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


আপনি আজকে মুগ্ধ হওয়ার মতো বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম ফটোগ্রাফি গুলো করতে আর দেখতে আমার অনেক ভালো লাগে। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসম্ভব দারুণ ছিল। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করে না।
বৃষ্টি ভেজা ফুলের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে ভালো লাগে। বিশেষ করে ফুলের সৌন্দর্য চারপাশের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
https://x.com/PurnimaBis34652/status/1931014445444309485?t=GHRKau2d6xSLglwcS7gZAw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1931018917813838063?t=a-lckhKfWMFmJrsvabvoWg&s=19
ওয়াও আপু আপনি দারুন দারুন কিছু বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা এই বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজকের শেয়ার করা বৃষ্টি ভেজা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে বেলি ফুলের ফটোগ্রাফি। বেলি ফুলের ঘ্রাণ খুবই ভালো লাগে আমার কাছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ।
একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে অসাধারণ ফটোগ্রাফি দেখে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি এত সুন্দরভাবে শেয়ার করেছেন তা দেখে খুব ভালো লাগছে৷ একইসাথে এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার পাশাপাশি এখানে যেভাবে আপনি সুন্দর বর্ণনাও শেয়ার করেছেন তা পড়ে আরো অনেক বেশি ভালো লাগছে৷
বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো সব সময় চমৎকার হয়। আজকে আপনি চমৎকার কিছু বৃষ্টি ভেজা ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। বিশেষ করে জারবেরা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ চমৎকার ভাবে ফটোগ্রাফি গুলো করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।