এলোমেলো কিছু আলোকচিত্র।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২৫ শে মে,রবিবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। ফুল প্রকৃতি এবং যেকোনো ধরনের সৌন্দর্যের ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ফটোগ্রাফি আমার কাছে নেশার মতন। সুন্দর যা কিছু দেখি ফটোগ্রাফি না করে রাখলে যেন আমার ভালই লাগেনা। বিশেষ করে আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পর থেকে ফটোগ্রাফি করা নেশাটা বেড়েছে। আজকে বেশ কিছু রেনডম ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ফটোগ্রাফি গুলা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ফটোগ্রাফিগুলো শেয়ার করে নেওয়া যাক।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে আকাশের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটি দেখে পাড় থেকে ক্যাপচার করেছিলাম। যারা আমার আগের দিনের পোস্ট দেখেছো তারা সকলে জায়গাটি ভালোভাবে চিনবে। সেদিন আকাশটা এত সুন্দর ছিল যে আমি অনেকগুলো ফটোগ্রাফি করে রেখেছিলাম। আকাশটা দেখে প্রাণটা জড়িয়ে যাচ্ছিল। মনে হচ্ছে আকাশে যেন তুলল ভেসে যাচ্ছে। সাদা মেঘগুলো আকাশে কি মায়া জড়ানোভাবে ছড়িয়ে আছে তাই না। এটাই তো প্রকৃতির সৌন্দর্য। এই সৌন্দর্যায় বারবার ডেকে নিয়ে যায় আমায়। সেদিনের আকাশটা অপূর্ব সৌন্দর্য ভরা ছিল।
ফটোগ্রাফি নং-২
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে ঘাস এবং ঘাসফড়িং। এ ফটোগ্রাফিটি আমি বেশ কিছুদিন আগে বাড়ি থেকে আসার সময় ক্যাপচার করেছিলাম। বাইরে থাকতে যখন মাঠে গিয়েছিলাম তখন আমার চোখে পড়েছিল। এ সময় যখন তখন হাওয়া দেয়। হাওয়ার তালে তালে ঘাসের দোলানো মাথা দেখতে অপূর্ব সুন্দর লাগে। ঘাস গুলো এত দারুণভাবে দুলছিল যে দেখেই ভালো লাগছিল। এই নজর কাড়া সৌন্দর্য উপেক্ষা করতে না পারাটাই স্বাভাবিক।সৌন্দর্যের ফটোগ্রাফি তাই ক্যামেরা বন্দি করে রেখেছিলাম।
ফটোগ্রাফি নং-৩
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে কালো মেঘে ঢাকা আকাশ।এটা ঠিক ঝড় আসার আগ মুহূর্তের অবস্থা। এ সময় যখন তখন আকাশে ঝড় মেঘ বৃষ্টি দেখা যায়।প্রচন্ড রৌদ্রের তাপ দেখতে দেখতে হঠাৎ করে কালবৈশাখে চলে আসে। এটাও এমনই একটি দিনের ফটোগ্রাফি। ফটোগ্রাফি তে আমি আমাদের ক্যাম্পাস থেকে ক্যাপচার করেছিলাম। ক্লাস থেকে বেরিয়ে যখন ক্যাম্পাসের মাঠে আসলাম তখন পরিবেশটা দেখে কেমন যেন ভালো লাগছিল। হঠাৎ করে চারিপাশে অন্ধকার নেমে আসলো। এই বুঝি বৃষ্টি নামবে এরকম অবস্থা। হাওয়ার তালে গাছের মাথায় দূর ছিল। চারিদিকে কালোর মাঝে ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছিল।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল আমরা কমবেশি সবাই চিনি। রঙ্গন ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। এটি হলো মিষ্টি রংয়ের রঙ্গন ফুলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটিও দিঘির পাড় থেকেই করেছিলাম। ছোট্ট একটি গাছের থোকায় থোকায় রঙ্গন ফুল দেখতে ভারী মিষ্টি লাগছিল। এই মিষ্টি রঙের রঙ্গন ফুল গুলো দেখতে যেন আরো মিষ্টি। তবে লাল রঙে রঙ্গন ফুল আমার একটু বেশি ভালো লাগে।
ফটোগ্রাফি নং-৫
এই ফটোগ্রাফি তে রয়েছে আমাদের সকলের প্রিয় নায়নতারা ফুলের ফটোগ্রাফি। নয়নতারা ফুল প্রায় প্রত্যেকের বাড়িতে রয়েছে। এক এক রঙে নয়নতারা ফুল দেখতে এক এক রকমের সুন্দর। তবে এই রংটা একটু বেশি ভালো লাগে। আমাদের ক্যাম্পাস এরকম নয়ন তারা ফুলের অনেকগুলো গাছ রয়েছে। ফটোগ্রাফি তে দু-তিনদিন আগেই ক্যাপচার করেছিলাম। প্রত্যেকটি ফুল যেন ক্যাম্পাসের এক টুকরো প্রাণ। ফুলেরই সৌন্দর্য বলে প্রকাশ করা যায় না। ক্যাম্পাসে গিয়ে ফুলগুলো দেখলেই প্রাণটা শান্তিতে ভরে যায়।
ফটোগ্রাফি নং-৬
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে আমাদের ক্যাম্পাসের মাঠের এবং হোস্টেলের ফটোগ্রাফি। ক্যাম্পাসের এই মাঠে আমরা অনেকটা সময় কাটাই। আমরা যেহেতু সিভিল ডিপার্টমেন্টের। প্রত্যেক সপ্তাহে আমাদের একটা তিন ঘন্টার ক্লাস এই মাঠে হয়ে থাকে। এমনিতেও যখন ঠান্ডা পড়ে আমরা এই মাঠে সবাই মিলে বেশ মজা করি। সেদিন ঝড় বৃষ্টির আগ মুহূর্তে মাঠের মধ্যে সবাই মিলে ঘুরে বেড়াচ্ছিলাম। আর আমার যেহেতু নেশা ফটোগ্রাফি তো ফটোগ্রাফি না করলে কি হয় বলেন? তখনই অনেকগুলো ফটোগ্রাফি ক্যাপচার করে নিয়েছিলাম। সেগুলোর মধ্যে এটিও ছিল। কালো মেঘ চারিপাশের সবুজ প্রকৃতি সঙ্গে সবুজে ঘেরা মাঠ আর শান্ত শীতল হাওয়া কত সুন্দর একটি মুহূর্ত তাই না!
ফটোগ্রাফি নং-৭
এই ফটোগ্রাফিতে রয়েছে সুন্দর প্রকৃতির একটি ফটোগ্রাফি। এ ফটোগ্রাফিটি দিঘিরপাড় থেকে ক্যাপচার করা। দিঘির পাড়ের অনন্য সৌন্দর্য এই দিঘি এবং দিঘির শেষে মিশে যাওয়া আকাশ। পরিবেশটা মনের শান্তি দেওয়ার জন্য যথেষ্ট। দেখে এত ভালো লাগছিল যে বলে এর সৌন্দর্য প্রকাশ করা যাবে না। সঙ্গে আবার হাওয়ার তালে তালে দোলে একটি নৌকা ভাসছিল। আর আকাশের সাদা সুন্দর তুলার মত মেঘ তো একাই সৌন্দর্যের অর্ধেকাংশ দখল করে আছে। দিঘির পাড়ে বসে এক কাপ চা হাতে এরকম একটি ওয়েদার এ সময় কাটাতে কার না ভালো লাগে। তবে সেদিনকার এই প্রকৃতি আমার কাছে অনন্য উপহারস্বরূপ।
আজ এ পর্যন্তই।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


খুবই সুন্দর ছিল আপনার তোলা এই সকল ফটোগ্রাফি। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো দেখতে। আপনি কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে প্রশংসা না করে থাকাই যায় না। কোনটা রেখে কোনটা দেখবো বুঝতেই পারছি না। এক নজরে তাকিয়ে ছিলাম আপনার তোলা ফটোগ্রাফি গুলোর দিকে।
তোমার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক চমৎকার হয়েছে। এক কথায় দারুন ভাবে প্রতিটা ফটোগ্রাফি ক্যাপচার করেছো। যতই দিন যাচ্ছে ততই ভালো ভালো ফটোগ্রাফি দেখছি তোমার থেকে। সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা নায়নতারা ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।
আপনার ফটোগ্রাফি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে । ফটোগ্রাফি পোস্ট আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি নিজেও অনেক বেশি ফটোগ্রাফি করে থাকি। কোথাও গেলে ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি ভালোবাসি। আপনার দারুন দারুন সব ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।
https://x.com/PurnimaBis34652/status/1926703928302882858?t=m-lgSBGIdxiDWtcWugDNWA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1926704549013619006?t=SdjkYWrBV8L0LE3N6JvB-Q&s=19
আপনি আজকে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন । প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আপনার ফটোগ্রাফির মধ্যে ফুটে উঠেছে । যেটা উপভোগ করতে পেরে সত্যিই অনেক ভালো লাগলো। এই ধরনের ফটোগ্রাফি করতে আমিও পছন্দ করি।
চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। প্রকৃতি এবং ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। তবে বিশেষ করে আমার কাছে সাত নং ফটোগ্রাফি এবং ৫ নং ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।।
আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে দেখতে। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আপনি ক্যামেরাবন্দি করেছেন। তবে আমার প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে আর তার সাথে ভালো লেগেছে দ্বিতীয় ফটোগ্রাফিটি। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজকে আপনি ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মন ভরে গেল। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে নয়নতারা ফুল এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ সাজানো গোছানো ধন্যবাদ আপু আপনাকে।