এলোমেলো কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১৬ই জুন, সোমবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।ফটোগ্রাফি করা একটা আর্ট। আর আমার ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। আমি আপনাদের সাথে বেশিরভাগ সময় বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করে থাকে। বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্যকে ফটোগ্রাফির মাধ্যমে সবার সামনে তুলে ধরতে আমার খুব ভালো লাগে। আজ হাজির হয়েছিল কিছু ফটোগ্রাফি নিয়ে। প্রত্যেকটি ফটোগ্রাফিতে রয়েছে বাংলার প্রকৃতির ছোঁয়া। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে সূর্যের ফটোগ্রাফি। সূর্য তখন খানিকটা পশ্চিমে হেলে পড়েছে। তবুও রয়েছে তার উত্তাপ। চারিদিকে কমলা বর্ণ অর্থাৎ গোধূলি আভা।দেখতে অপূর্ব সুন্দর লাগছিল চারিপাশ। তাই কয়েকটা ফুল ছড়িয়ে ছবি তুললাম। আমার আবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে খুব ভালো লাগে। বাংলার প্রকৃতির কাছাকাছি গিয়ে তাকে উপলব্ধি করতে এবং মানুষের সামনে তুলে ধরতে খুব ইচ্ছে করে।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে জবা ফুলের ফটোগ্রাফি। এগুলোকে বলা হয় রক্ত জবা। দেখতে খুবই টকটকে লাল বর্ণের হয়। এই জবা ফুলের গাছ আমাদের বাড়িতেই রয়েছে। বাড়িতে আপাতত একটাই মাত্র ফুলের গাছ সেটা হল জবা ফুলের গাছ। ফুলগুলো যখন গাছ ভর্তি হয়ে ফোটে দেখতে অপূর্ব সুন্দর লাগে। জবা ফুল চুলের জন্য খুব উপকারী। এই সুন্দর ফুলগুলো বেশ কয়েকদিন আগেই ক্যাপচার করেছিলাম।
ফটোগ্রাফি নং-৩
এই ফটোগ্রাফি তে রয়েছে শীম ফুলের ফটোগ্রাফি। এটা শীতকালীন ফটোগ্রাফি। ফটোগ্রাফি কি অনেকদিন আগে ক্যাপচার করেছিলাম। আজকে হঠাৎ গ্যালারি থাকতে গিয়ে চোখের সামনে এলো। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। শীম আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটি সবজি। শীতের দিনে শীমের তরকারি খেতে বেশ ভালোই লাগে। সাদা সাদা এই সুন্দর ফুল গুলো দেখতে বেশ সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে। যেকোনো ফুল খুব প্রিয়।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে মুক্ত আকাশে পাখি। মাঠের মধ্যে হাতে হাতে যাচ্ছিলাম। হঠাৎই আকাশের দিকে তাকিয়ে দেখি বেশ মেঘলা লাগছিল। এটা অনেকদিন আগের ফটোগ্রাফি। বৃষ্টি আসার আগ মুহূর্তে। দেখছিলাম পাখিগুলো বেশ ছোটাছুটি করে ঘরে ফিরছিল। তো এরই মধ্যে ফোন বের করে আমি ফটোগ্রাফি ক্যাপচার করতে শুরু করি। অনেকগুলো পাখি ছিল কিন্তু আমি সবগুলোকে একসাথে ক্যামেরাবন্দি করতে পারিনি। একটি পাখি যখন খোলা আকাশে উড়ছিল দেখতে অপূর্ব লাগছিল। এই দৃশ্যগুলো দেখলে বোঝা যায় পাখি খাচায় না মুক্ত আকাশে ডানা মেলে উড়তে দেখলেই শান্তি।
ফটোগ্রাফি নং-৫
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে ঝিঙে ফুলের ফটোগ্রাফি। অনেকদিন আগের ফটোগ্রাফি এটা। এর মাঝে আরেক দিন মাঠে গিয়ে ঝিঙে ফুলের বেশ কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম। তার মধ্যে কয়েকটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের সবজি খেতে অনেক ঝিঙে হয়েছে।দেখতে বেশ ভালো লাগে। মুক্ত আকাশের নিচে এরকম হলুদ ফুল গুলো দেখতে বেশি অপূর্ব লাগে।
ফটোগ্রাফি নং-৬
আমার সর্বশেষ ফটোগ্রাফিতে রয়েছে তিল ফুলের ফটোগ্রাফি। এখানে ব্যাকগ্রাউন্ডে আকাশ থাকায় আমার কাছে বেশ ভালো লাগছিল। তবে আকাশটা খানিকটা নীল হলে আরো বেশি ভালো লাগতো। এ সময় মাঠে অনেক তিল জন্মে। গ্রামের মানুষ তো এখনো তিলের তেল খেয়ে থাকে। তিলের তেল নাকি অনেক ঠান্ডা।আমাদের খেতেও অনেক তিল হয়েছে। মেঠো পথ দিয়ে যাওয়ার সময় এই ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম। সাদা রংয়ের এই ফুলটি খুবই সুন্দর লেগেছে আমার কাছে।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1934941396286472340?t=_BFaxWAONYeYD8g4-h64xg&s=19
https://x.com/PurnimaBis34652/status/1934943101216535013?t=31Ryi5TlSOqOIE5Cf43PIQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1934943742508814643?t=UaIi3_0lCYEUNb25b3kvUw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1934944141278089681?t=3TibM-iEkjKXTsWQSY83Aw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1934945186007941621?t=6mclgFCiu5Kdamu9kPb6-w&s=19
আপনি কিন্তু চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে কিন্তু সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। আর বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে এমনিতে ভালো লাগে। আর আপু আপনি এমনিতে চমৎকার ফটোগ্রাফি করেন। খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
এলোমেলো ভাবে আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখে আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না। কারণ আপনার প্রতিটা ফটোগ্রাফি হয়েছে এক নজরে তাকিয়ে থাকার মতো। আপনি ধৈর্য ধরে আর দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন এটা তো দেখেই বুঝতে পারছি। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা ,ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তিলের ফুল এর আগে কখনো দেখিনি। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। বাকি সব ফটোগ্রাফিগুলো সুন্দর ছিল ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার ফটোগ্রাফি করার দক্ষতা বেশ ভালো। ফটোগ্রাফি গুলো এত সুন্দর হয়েছে যে তাকিয়ে থাকার মত। বেশ ভালো লাগলো আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি।
আপু আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন।আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।বিশেষ করে লাল জবা ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে।ধন্যবাদ আপনাকে পোষ্টটি শেয়ার করার জন্য।
আপনার ফটোগ্রাফি খুবই সুন্দর। প্রথম ফুলটির নাম জানি না।কিন্তু ফটোগ্রাফিতে দারুন লাগছে।
সূর্যের ফটোগ্রাফি টা সুন্দর করেছেন। তবে ফুলের ফটোগ্রাফি গুলো ছিল অসাধারণ। দারুণ লাগল দেখে। সবমিলিয়ে চমৎকার করেছেন আপনি ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
একেবারে চোখ ধাঁধানো কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় নেই৷ আর সব সময়ের মতো আজকে যেভাবে আপনি এত সুন্দর করে ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেভাবে আপনার ফটোগ্রাফির দক্ষতাকে ফুটিয়ে তুলেছে তেমনি এখানে এই ফটোগ্রাফিগুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনি সুন্দর ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনা শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷