কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ৩০ শে মে,শুক্রবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। যেকোনো সুন্দর জিনিস ক্যামেরাবন্দি করে রাখলে মনের মধ্যে আলাদা রকম শান্তি কাজ করে। আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পর থেকে ফটোগ্রাফি আমার নেশা হয়ে গেছে। ফটোগ্রাফি করতে এখন আর একটুও বিরক্ত বোধ হয় না। যেখানে সুন্দর যা কিছু দেখি সবকিছুই ক্যামেরাবন্দি করে রাখি। আজকে সেরকমই কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে আকাশের ফটোগ্রাফি। আজকের সন্ধ্যায় ফটোগ্রাফিটি ক্যাপচার করেছি। এরকম আকাশ আমি কখনো দেখিনি। কেমন যেন আঁকাবাঁকা রংয়ের ছিল। বিভিন্ন রঙের আকাশ। যতদূর হাঁটছিলাম মনে হচ্ছিল এ যেন রং গুলো মিশে যাবে। এভাবেই চলছিল সারা পথ। দেখতে ভারী সুন্দর লাগছিল। সুন্দর সবুজ প্রকৃতির পিছে পিছে চলছিল আকাশ। এত অপূর্ব রকম আমি আর আগে দেখিনি। চমৎকার আকাশের ফটোগ্রাফি ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো। তাই শেয়ার করে নিলাম।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে নদীতে বাঁধা নৌকার ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটি কালকে ক্যাপচার করেছিলাম। কালকে বৃষ্টির মধ্যে অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। বৃষ্টির মধ্যে ঘুরতে খুব ভালো লাগছিল। যদিও খুব একটা বৃষ্টি হচ্ছিল না। খানিকক্ষণ পরে নেমেছিল মুষলধারে বৃষ্টি। নদীর ওপারে দাঁড়িয়ে নদীতে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করছিলাম। তখনই দেখতে পেলাম এরকম নৌকা বাধা আছে। নদীর ঘাটে নৌকা বাঁধা দেখতে চমৎকার লাগছিল। বৃষ্টিতে চারিপাশে সৌন্দর্য আরো বেশি ভালো লাগছিল।
ফটোগ্রাফি নং-৩
এই ফটোগ্রাফিতে রয়েছে একটি ফুলের ফটোগ্রাফি। বৃষ্টি ভেজা যে কোন ফুল দেখতে বেশি সুন্দর লাগে। ফুল তো এমনিতেই সুন্দর কিন্তু বৃষ্টির পর তার সৌন্দর্য যেন আরো বেড়ে যায়। আমাদের ক্যাম্পাসে একাধিক রকমের ফুল রয়েছে। ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। ক্যাম্পাসে অর্ধেক সৌন্দর্যের কারণ হলো ফুল। এই ফুলে নাম আমার জানা নেই। ক্যাম্পাসের ফুল গুলোর মধ্যে এটা অন্যতম। দেখতে ভীষণ মিষ্টি। নামটি কেউ জেনে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে পরশুদিন আকাশের ফটোগ্রাফি। এই সময়টাতে আকাশ একটু বেশি সুন্দর লাগে। এক একদিন এক এক রকমের আকাশ দেখা যায়। এরকম নীলের মাঝে সাদা মেঘ ভেসে যাওয়া দেখলে মনটা যেন উড়ে যেতে চাই ওই নীল আকাশে। অপূর্ব সুন্দর লাগে চারিদিকে। বিশেষ করে বিকেলের মুহূর্তটা এত চমৎকার লাগে কি আর বলবো। এই ফটোগ্রাফিটি পরশুদিন যেতে যেতে রাস্তায় ক্যাপচা করেছিলাম। রিকশা করে যখন যাচ্ছিলাম এই অপূর্ব আকাশ দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এই সৌন্দর্য আমাকে বারবার তার কাছে ডাকে। বুঝিনা প্রকৃতি কেন আমার এত ভালো লাগে!
ফটোগ্রাফি নং-৫
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে একটি গাঁদা ফুলের ফটোগ্রাফি। এটা কিন্তু শীতকালে গাঁদা ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছে এমন না। এই ফটোগ্রাফিটি এক সপ্তাহ মত আগে ক্যাপচার করেছি। দিঘির পাড়ে ঘুরতে গিয়েছিলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করেছি। সেখান থেকে এই গাঁদা ফুলের ফটোগ্রাফিটি ক্যাপচার করেছি। শীত ছাড়াও যে গাঁদা ফুল ফোটে এটাই তার প্রমাণ। দেখতে ভারী সুন্দর লাগছিল ফুলটি। গাঁদা ফুল সচারাচর পিত ঋতুতে দেখা যায়। এই গ্রীষ্মকালে এসেও যে এই সুন্দর গাঁদা ফুলের দেখা পাব সেটা ভাবি নি।
ফটোগ্রাফি নং-৬
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে এক কাপ চায়ের ফটোগ্রাফি। বৃষ্টির দিনে চা আমার খুব ভালো লাগে। বৃষ্টি মানে চা খাওয়ার দিন। আমার কাছে বৃষ্টির দিনে চা আর খিচুড়ি দুইটাই খুব প্রিয়। এই ফটোগ্রাফিটি দীঘির পারে চা খেতে গিয়ে করেছিলাম। আমাদের কুষ্টিয়া লাহনি বটতলার চায়ের প্রশংসা আলাদা করে আর করতে চায়না। যারা কুষ্টিয়া এবং কুষ্টিয়ার আশেপাশের তারা এ চা সম্পর্কে খুব ভালো করেই জানে। অতিরিক্ত মিষ্টি হওয়ায় আমি খুব একটা খেতে পারি না তবে এক কাপ খেলে খুব ভালোই লাগে। এরকম সুন্দর দিঘির পাড়ে বসে এক কাপ চা কোনভাবেই মন্দ লাগতে পারে না।
ফটোগ্রাফি নং-৭
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি। ফুলটি আমার পছন্দের তালিকার শীর্ষে। কাঠগোলাপ আমি ভীষণ পছন্দ করি। আমার কাছে মনে হয়, কেউ যদি আমাকে কোন দামি উপহারের বদলে এক বালতি কাঠগোলাপ এনে দেয় তাতেই যেন আমার খুশির সীমা থাকবে না। এতটাই পছন্দ আমার। এই কাঠ গোলাপ ফুলটি আমার বন্ধু আমাকে দিয়েছিল। কলেজ থেকে আসার সময় ক্লাসের সবাই মিলে যখন ক্লাস রুম থেকে বের হয়েছিলাম। ক্লাসরুমে সামনে রয়েছে সুন্দর কাঠগোলাপ গাছ। সেখান থেকে আমার ৩-৪ জন বন্ধু মিলে ফুল চুরি করছিল। সেটা আমি দেখে ফেলাই ওদের বলেছি, আমি স্যারকে বলে দেব। সেজন্য আমাকে একটা কাঠ গোলাপ দিয়ে বলতে দেয়নি। তবে আমার বেশ ভালই লেগেছে ফুলটি।
আজ এই পর্যন্ত।
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1928868005926052296?t=vGsKRlPp-1p8Iwj4NgF8tw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1928868610241437976?t=riKCsSdrhGkmfNTI73PEpw&s=19
https://x.com/PurnimaBis34652/status/1928868959190704267?t=fJh1TyTkHMrz3RmGg6DcpQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1928869302897397962?t=qBhJ-EeRRh-bfdyg1cbqTQ&s=19
আপনার ফটোগ্রাফি গুলো আজকে ভীষণ সুন্দর এবং মনমুগ্ধকর ছিল। প্রাকৃতিক দৃশ্য যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর দেখতে ফুলের ফটোগ্রাফি গুলো। ভীষণ ভালো লাগলো এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে।
ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে, আমি তো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আমার কাছে সব রকমের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লেগেছে। এরকম সুন্দর ভাবে ফটোগ্রাফি করলে দেখলে অনেক বেশি মুগ্ধ হই। আমি এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি।
ফটোগ্রাফি করতে এবং ফটোগুলো দেখতে ভালই লাগে আমার কাছে। কাঠ গোলাপ ফুল আমার খুবই পছন্দের। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ওয়াও আপু আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।সত্যি বলতে ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।
আপনি সব সময় আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে।
অনেক সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য এবং ফুলের সৌন্দর্য আপনি ক্যামেরাবন্দি করেছেন। ফুলের ফটোগ্রাফি সব সময় দেখতে ভীষণ সুন্দর লাগে তবে আজকে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো অনেক বেশি মনোরম এবং দৃষ্টি আকর্ষণ করছে। এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেখার জন্য ধন্যবাদ।
কুষ্টিয়া লাহিনী বটতলার দা সম্পর্কে আর কি জানবো ! যাহারা প্রায় প্রায়ই খায় তারা ভালো জানে। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। একদম পারফেক্ট ভাবে ক্যাপচার করেছো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
নদীতে নৌকা বাঁধা এটার ফটোগ্রাফি সম্ভবত সন্ধ্যার সময় করেছেন। বেশ দারুণ লাগছে দেখতে। ফুলের ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।।